নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

বিরোধী দলীয় নেত্রির লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর আহবান এবং আমার কিছু কথা।

২৬ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০৯

বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া গত ২৪ মার্চ বগুড়ায় এক জনসমাবেশে সরকারের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর আহবান জানিয়েছেন। উনার এই আহবানের যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে সেটা আমরা সকলেই জানি। আমার বক্তব্য সেদিকটা নিয়ে নয়। আমি যা বলতে চাচ্ছি সেটা হলো যে, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরীর দাবী বাংলাদেশে বোধহয় এটাই প্রথম নয়। বেগম জিয়া যখন সরকার প্রধান ছিলেন তখনও বিরোধী দলের পক্ষ থেকে এমন দাবী উঠেছিল। ফলাফল বরাবর একই। তিনিও তখন এটাকে বিরোধী দলের মাঠ গরম রাখার নিছক একটা বক্তব্য বলে ধরে নিয়েছিলেন। এবারও এর ব্যতিক্রম কিছু আমরা আশা করছি না।



তবে বেগম জিয়ার এই দাবীর বিপরীতে আমি দুটি কথা বলতে চাই। বলেছিলাম তখনও, যখন সরকার প্রধান খালেদা জিয়ার প্রতি বিরোধী দল লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করে নিরপেক্ষতা ও সাহসিকতার পরিচয় প্রদানের আহবান জানিয়েছিল।



আমার কথাটি অতি সাধারণ। ম্যাডাম জিয়া, আপনি লেভেল প্লেয়িং ফিল্ড চেয়েছেন। কারণ, আপনার বিশ্বাস এই ফিল্ডে আপনি জিতবেন। আপনার এমন বিশ্বাসের ভিত্তি আপনার বক্তব্য থেকে জনগণ অহরহ জানতে পাচ্ছে। আপনার মতে, সরকারের দমন, নিপীড়ন-নির্যাতনে অতীষ্ট জনগণ মুক্তি চায় এ সরকারের হাত থেকে। তাই তারা আপনাকেই সরকারে দেখতে চায়।



যে জনগণ নিয়ে আপনার এত আশাবাদ সেই জনগণের পক্ষ থেকে তাই আপনার প্রতিও আমার একটি দাবী আছে। সেটা হলো, আপনি হরতাল ডেকে আগের দিন থেকে যানবাহন ভাংচুর, জ্বালাও-পোড়াও, হত্যা ইত্যাদি সহিংসতা না করে দেখুন না কয়জন মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেবল আপনার ডাকে সাড়া দিয়ে হরতাল পালন করতে এগিয়ে আসে।



প্রতিটি হরতালের আগের দিন থেকে হরতাল চলাকালীন সময় পর্যন্ত যে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সহিংসতা চালানো হয়, তাতে নিজেদের জানমালের নিরাপত্তার কথা ভেবে ভয়ে কুঁকড়ে গিয়েও প্রয়োজনের তাগিদে যে পরিমাণ মানুষ এবং যানবাহন রাস্তায় নেমে আসে তা হরতালের প্রতি তাদের বৃদ্ধাংগুলি প্রদর্শন নয় কি ? মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা আর আপনার ডাকে সাড়া দেয়ার মধ্যে যথেষ্ট প্রার্থক্য আছে।



এখানে আমার বক্তব্যকে ভুল ব্যাখ্যা করার প্রয়াস অনেকে নিতে পারেন। বলতে পারেন যে, আমি বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচীর প্রতি অবজ্ঞা প্রদর্শন করছি কিংবা আমি তাদের গণতান্ত্রিক অধিকারকে অস্বীকার করছি। হরতাল গণতান্ত্রিক আন্দোলনের একটি অন্যতম হাতিয়ার সেটা আমিও জানি। কিন্তু সেই হরতাল হতে হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। বাংলাদেশ জন্মের আগ থেকে হরতালের মাধ্যমে ন্যায্য দাবী আদায়ের ইতিহাস আমরা জানি। বঙ্গবন্ধু পাকিস্তান শাসকগোষ্ঠীর বিরুদ্ধে হরতালের ডাক দিয়েছিলেন একাধিকবার। কিন্তু এমন তো হয়নি যে, সেই হরতাল পালনে জনগণকে বাধ্য করার জন্য হরতাল আহবানকারীদেরকে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও সহিংসতা চালাতে হয়েছে। এমনটি করতে হয়নি। কারণ, নেতার প্রতি সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস, ভালবাসা সবই ছিল স্বতঃস্ফূর্ত এবং হৃদয় থেকে উত্থিত।



তাহলে আপনারা যে বলেন দেশের আপামর জনগণ আপনাদের সাথে আছে সরকার বিরোধী আন্দোলনে, তাহলে হরতাল পালনে জনগণকে বাধ্য করতে এমন ধ্বংসাত্মক পথ বেছে নিতে হয় কেন আপনাদেরকে ? আজ আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড এর দাবী তুলছেন। এদেশের আম জনতার দাবীও কিন্তু এমনটাই। কারণ, তাহলেই কেবল গণতন্ত্র সুসংহত ও সুপ্রতিষ্ঠিত হবার পথ তৈরী হবে। কিন্তু আমার প্রশ্ন হলো, সেই লেভেল প্লেয়িং ফিল্ডে পাবেন তো আপামর জনগণকে আপনাদের পাশে ? আমরা তো মনে করি, এমন ধ্বংসযজ্ঞ, জ্বালাও-পোড়াও, হত্যা-খুন দিয়ে আর যা-ই করা যাক না কেন, লেভেল প্লেয়িং ফিল্ডে নামা যায় না। কারণ, দেশের শান্তিপ্রিয় সাধারণ জনগণ আর এসব সহিংসতা দেখতে চায় না। তারা তাদের জানমালের নিরাপত্তা চায়। তারা চায় তাদের স্বজন কর্মস্থল থেকে নিরাপদে ঘরে ফিরে আসুক।



গাড়িতে হরতাল সমর্থনকারীদের লাগিয়ে দেয়া আগুনে কারও স্বজন পুড়ে অঙ্গার হবে আর আপনি লেভেল প্লেয়িং ফিল্ডে দেশের আপামর জনগণকে পাশে পাবার আশা করবেন, আপনার এমন বক্তব্যে প্রাজ্ঞতার যথেষ্ট অভাব রয়েছে বলে আমি মনে করি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.