নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলাম, হেফাজতে বাংলাদেশ, প্রথম আলো, হাসনাত আবদুল হাই--এদেরকে এখন আর ভিন্ন আদর্শিক চেতনার মনে হয়না।

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪

আমার কথাটা অত্যন্ত রূঢ় মনে হতে পারে। কিন্তু যা ঘটেছে এবং যা ঘটতে যাচ্ছে তার নিরিখে কি খুবই অপ্রাসংগিক ? যারা আমার এই লেখাটা পড়বেন তারা অন্তত দয়া করে আমার এই প্রশ্নের উত্তরটা দিবেন আশা করি।



বাংলাদেশে রাজনৈতিক অপশক্তি হিসেবে পরিচিত জামায়াতে ইসলাম এবং সদ্য গজিয়ে উঠা হেফাজতে ইসলাম এর রাজনৈতিক মতাদর্শের কথা আমরা সবাই জানি। প্রতিক্রিয়াশীল এই দল দুটো নারীর অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টায় সর্বদা অপতৎপরতায় লিপ্ত রয়েছে। সর্বশেষ হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা দাবীতে নারী নীতির বিরোধীতা করে দেশে মধ্যযুগীয় শাসন প্রতিষ্ঠা করার হীন মনোবৃত্তির প্রকাশ ঘটিয়েছে। এই দুটি দল সুযোগ পেলেই যে কোন প্রকারে নারীদের চরিত্র হননের চেষ্টায় লিপ্ত হবে এমনটা অস্বাভাবিক কিছু নয়। সমাজের সবস্তরের প্রগতিশীল ব্যক্তিমাত্রই এর বিরোধতা করছে এবং করবেও, এটা খুবই স্বাভাবিক।



কিন্ত প্রথম আলোর মতো একটি প্রগতিশীল পত্রিকা যখন এদের মতোই নারীর চরিত্র হননে লিপ্ত হয়, তখন এটাকে শুধু ভুলের মাপকাঠিতে বিচার করলেই কি সব চুকে বুকে যাবে ? হাসনাত আবদুল হাইয়ের মতো লেখকরা যখন একাজে কলম ধরেন, তখন একজন লেখক হিসেবে আমার নিজকে বড় তুচ্ছ, বড় হীন মনে হয়। মানছি প্রথম আলো তাদের এ ভুলের জন্য ক্ষমা চেয়েছে, তাদের পত্রিকায় প্রকাশিত হাসনাত আবদুল হাইয়ের লেখা গল্পটাও প্রত্যাহার করে নিয়েছে। কিন্তু তাতে কি হয়েছে ? নারীর যে সম্মান এতে ভুলুন্ঠিত হয়েছে তা কি আর ফিরে আসবে ? যে জঘন্য ও হীনভাবে ঐ গল্পে নারীকে উন্মোচিত করা হয়েছে, তা যে কোন বর্বরতাকে ছাড়িয়ে গেছে।



তবে কি আমরা ঐ জায়গাটায় ফিরে যাব যে, যিনি গল্পটা লিখেছেন তিনি একজন পুরুষ আর যিনি পত্রিকার প্রকাশক, তিনিও একজন পুরুষ এবং দুজনই ঐ পুরুষ যারা লোলুপ হায়েনার মতো সুযোগ খুঁজে নারীর ইজ্জত লুন্ঠনের? একটা কথা সত্যি যে, যারা নারীর ইজ্জত-আব্রু নিয়ে ব্যবসা করে তাদের মধ্যে সবচেয়ে সহজ ব্যবসা হচ্ছে পত্রিকার মাধ্যমে নারীর ইজ্জত হনন। প্রথম আলো সেই সহজ ব্যবসাটা করে অত্যন্ত হীন মানসিকতার পরিচয় দিয়েছে, শুধু ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে যে অপরাধের সমাপ্তি ঘটে না।



জানিনা প্রথম আলো কাকে বা কোন গোষ্ঠীকে খুশী করার জন্য একাজটি করেছে। এ প্রসংগটি টানলাম। কারণ বর্তমানে ঘোরপ্যাঁচ রাজনৈতিক সহিংসতার মধ্যে নারীদের নিয়ে অত্যন্ত সুকৌশলেএকটি ইস্যূ তৈরী করেছে হেফাজতে ইসলাম। এদেশের সুযোগ সন্ধানী কিছু রাজনৈতিক দল এবং গণমাধ্যম সেই ইস্যূতে রসদ যোগাচ্ছে। লেখক হাসনাত আবদুল হাইয়ের কথাটা আমি জানিনা। তবে প্রথম আলোকে আমরা এই ইস্যূতে রসদ যোগানদারদের বাইরে ভাবতাম। কিন্তু আমাদের সেই ভাবনাকে ভুল প্রমাণিত করেছে প্রথম আলো নিজে।



এখন কি এটা ভাবা খুব অস্বাভাবিক যে, জামায়াতে ইসলাম, হেফাজতে বাংলদেশ, লেখক হাসনাত আবদুল হাই এবং প্রথম আলো-- এরা সবাই আদর্শিক ভাবনায় এক ও অভিন্ন। প্রতিক্রিয়াশীল গণমাধ্যমের তালিকায় প্রথম আলো যেমন নতুন সংযোজন তেমনি লেখক হিসেবে হাসনাত আবদুল হাইও তাই। এদেশের প্রগতিশীল নারী সমাজের আন্দোলনের লক্ষ্যশক্তি হিসেবে এখন থেকে যোগ হলো লেখক হাসনাত আবদুল হাই ও প্রথম আলো।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুবই দুঃখের কথা! তিতা হলেও এখন এটাই সত্য মনে হচ্ছে!

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৯

সুফিয়া বলেছেন: কিন্তু এমন ভয়ংকর একটা সত্য আমাদের সামনে এসে দাঁড়াবে এমনটা ভাবিনি।

ধন্যবাদ।

২| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০০

অক্টোপাস পল বলেছেন: সহমত

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৭

এনাম হক বলেছেন: dhor , bangladesher manusher abar adorsho ? Jei patre khay oi patre hagee ....

১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

সুফিয়া বলেছেন: আদর্শ যে একেবারে নেই সেটা বললে ভুল বলা হবে। আমরা নির্দিষ্টকরণে ভুল করি বলেই এমন ঘটনায় হতবাক হই। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কিন্তু আদর্শিক চেতনামনস্ক ব্যক্তিরাই। তাই একেবারে আশাহত চলে কি করে বলুন ?

ধন্যবাদ।

৪| ১৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৯

কালবৈশাখীর ঝড় বলেছেন:
এ ব্যাপারে আমার লেখাটিও পড়ুন
Click This Link

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৩

সুফিয়া বলেছেন: আপনার লেখাটা পড়েছি এবং যা বলার ওখানে বলে এসেছি। কিন্তু আমার লেখাটা নিয়ে কোন মন্তব্য করলেন না যে ?

ধন্যবাদ।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৩

হুমায়ুন তোরাব বলেছেন: narir ogrojatra mane ki ???












park lake e bse bf er sathe makhamakhi kra ????

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

সুফিয়া বলেছেন: আপনি শুধু পার্ক লেকের দৃশ্য দেখেন কনে ? যে নারী এভারেষ্ট এর চূড়ায় উঠে, যে নারী রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে চোখে পড়ে না ?

ধন্যবাদ।

৬| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

রোদের ক্রোধ বলেছেন: জামাত , মতি মিয়া , পতম আলু , হাম্বালিগার বুদ্ধিজীবী -------- সবাই একই গোয়ালের গরু । নীতি আছে , ঈমান নাই ।

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

সুফিয়া বলেছেন: যেখানে ঈমান থাকে না সেখানে নীতি থাকার প্রশ্নই উঠে না।

৭| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

স্বাধীন জামিল বলেছেন: নারি মুক্তি মানে কি? একটু বুঝায়ে বলবেন?

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪১

সুফিয়া বলেছেন: এটা প্রথম আলোর সম্পাদক আর হাসনাত আবদুল হাইকে জিজ্ঞেস করুন। সময়ে সময়ে উনারাও এসবের ধোঁয়া তুলেন আবার একই সাথে নারীর অসম্মানে মেতে উঠেন। উনাদেরকে জিজ্ঞেস করুন কোনটা আসলে উনাদের আদর্শিক চেহারা ।

ধন্যবাদ।

৮| ১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৯

লেজ কাটা শেয়াল বলেছেন: Nari mukti mane ki?

১৯ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৩

সুফিয়া বলেছেন: স্বাধীন জামিল এর মন্তব্যের উত্তর দ্রষ্টব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.