![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
এদেশের উর্বর মাটি থেকে জেগে উঠা
কবিতার পান্ডুলিপি হাতে আমি এসেছি।
আমি এসেছি বাঙালির মহাকাব্যিক
একাত্তরের রণাঙ্গণ থেকে।
এসেছি সোহরাওয়ার্দী, ভাষানী, বঙ্গবন্ধুর তৈরী করা
গর্বিত ইতিহাসের এক সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে।
আমি এসেছি জীবনান্দের রূপসী বাংলার
রূপে স্নাত ছায়া সুনিবিড় একটি শান্তির নীড় থেকে।
আমার কবিতায় তাই
অসাম্প্রদায়িকতার স্ফুলিংগ ঝরে
দ্রোহ আর প্রেমের যুগল নিনাদে।
দেশ প্রেমের আদর্শের মশাল জ্বেলে
আমার কবিতা তাই
প্রগতিশীলতার কথা বলে
শহীদদের রক্তে ভেজা মাটির সুরে।
আমার কবিতা তাই গর্ভবতী মায়ের মতো
নিজকে পরিপুষ্ট করার পথ খোঁজে
মাটি আর মানুষের কাব্যিক প্রেমের প্রবল উচ্ছ্বাসে।
আমি তাই কবিতায়
মা, মাটি আর মানুষের প্রতি
ভালোবাসার কথা বলতে চাই।
আমার মা, মাটি আর পতাকার পবিত্র ভূমিতল
কুঁরে কুঁরে খায় যে অপশক্তি
আমার কবিতায় আমি তাই
তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাই।
কারণ, আমার কবিতা উঠে এসেছে
শহীদদের রক্তে ভেজা মাটির গভীর তল থেকে
এদেশের আলো-হাওয়ায় মিশে থাকা
মহান পুরুষদের চেতনার মশাল হাতে।
মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা বোনদের বুকের গভীরে
ক্ষরিত ইতিহাসের রক্তস্রোত বেয়ে।
আমি তাই, বার বার আমার কবিতায়
তাদের প্রতি শ্রদ্ধা জানাই বিনম্র চিত্তে।
তাদের ত্যাগে মোড়ানো সময়ের পাতা থেকে
আমার কবিতা রসদ খোঁজে পায়
প্রতিবাদের আগুন ঝরাতে।
আমি চাই, আমার কবিতায়
মাটি-মানুষ-পতাকা আর
বাঙালীর মহাকাব্যিক মুক্তিযুদ্ধের চেতনা
বেঁচে থাকুক চির উন্নত শিরে।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫১
সুফিয়া বলেছেন: আমিও অনেক অনেক ধন্যবাদ দিলাম।
ভালো থাকবেন।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬
মেহেদী হাসান '' বলেছেন: সুফিয়া নাকি সুফিয়া কামাল, ভুলে গিয়েছিলাম একটু সময়ের জন্য,
সুন্দর লেখেছেন।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। অন্তত আপনার স্মরণে শ্রদ্ধেয় সুফিয়া কামালের কাছাকাছি যেতে পেরেছি, তাই ভালো লাগছে।
ভালো থাকবেন।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৯
বোকামন বলেছেন:
তাদের প্রতি শ্রদ্ধা জানাই বিনম্র চিত্তে
কৃতজ্ঞতা এবং শুভকামনা ...
২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২২
ৎঁৎঁৎঁ বলেছেন:
এদেশের উর্বর মাটি থেকে জেগে উঠা
কবিতার পান্ডুলিপি হাতে আমি এসেছি।
আমি এসেছি বাঙালির মহাকাব্যিক
একাত্তরের রণাঙ্গণ থেকে।
এসেছি সোহরাওয়ার্দী, ভাষানী, বঙ্গবন্ধুর তৈরী করা
গর্বিত ইতিহাসের এক সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে।
আমি এসেছি জীবনান্দের রূপসী বাংলার
রূপে স্নাত ছায়া সুনিবিড় একটি শান্তির নীড় থেকে।
দারুন সুন্দর! আবেগটা ছুঁয়ে গেল! লিঙ্ক দেওয়ার জন্য ধন্যবাদ! এই কবিতাটা পড়া হল!
আপনার জন্য রেখে যাচ্ছি আমার আমার একটা কবিতা!
Click This Link
শুভকামনা!
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩
সুফিয়া বলেছেন: আপনার কবিতাটি পড়লাম। মনে হয় আমরা পারব, সত্যি পারব।
ধন্যবাদ লিঙ্ক দেয়ার জন্য।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
খুব ভালো।
খুব ভালো লাগলো আপনার কবিতা।
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। দোয়া করবেন আপনাদের এই ভালো লাগাটুকুর মর্যাদা যেন রাখতে পারি।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
জলপরী১৮ বলেছেন: অন্নেক বেশি ভালো লাগা রেখে গেলাম......+++++++