![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
শহর ছেড়ে গ্রাম
গ্রামের শেষে বাড়ি
বাড়ির সামনে পুকুর পাড়ে
মা ঘুমিয়ে আছে মাটির ঘরে
চারটি বছর ধরে।
আমি ঘুমাই দালান কোঠার ঘরে
নরম বিছানার পরে।
ভেবে পাই না তাই
আন্ধার ঘরে কঠিন মাটির পরে
মায়ের দিন কাটে কেমন করে
একা নির্জনে, নিঃশব্দ আগ্রাসনে।
গাঁয়ের বাড়ির ঘরে
মা থাকে না আর জেগে
আমার পথ চেয়ে ।
আমার তাই পথ হাঁটা হয়না আর
গাঁয়ের বাড়ির পাণে
আগের মতো করে
মা ডাকে না বলে।
১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫১
সুফিয়া বলেছেন: মা মানেই যেমন সন্তানের জন্য অফুরান সুখের উৎস তেমনি মায়ের না থাকাটা সন্তানের জন্য ততটাই দুঃখের কারণ।
ধন্যবাদ।
২| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫৪
নীরব দর্শক্ বলেছেন: কেউ কি আছে বোঝার এই কষ্ট, যদি না সে একই পথের পথিক হয়!!! কেউ বুঝেনা...।
১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৫৮
সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। আমিও বুঝেছি মায়ের মৃত্যুর পর।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
৩| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:০৪
shfikul বলেছেন: এখানে আমি মনে হয় একটা মন্তব্য করেছিলাম।মন্তব্যটা ছিল- মনটা খারাপ হয়ে গেলো।দেখতে পাচ্ছি না কেন?
১৫ ই মে, ২০১৩ সকাল ১১:১৩
সুফিয়া বলেছেন: আপনার মন্তব্যটা আছে তো ! আমি উত্তরও দিয়েছি।
৪| ১৫ ই মে, ২০১৩ সকাল ১১:২০
shfikul বলেছেন: স্যরি।কিন্তু আপনার উত্তর যদিও দেখতে পাচ্ছি,আমার মন্তব্যটা দেখতে পাচ্ছি না।একেই মনে হয় বলে সামুর বাগ।ধন্যবাদ আপনাকে।
১৫ ই মে, ২০১৩ দুপুর ১২:১১
সুফিয়া বলেছেন: আমি তো বলব এটা সামুর কারিশমা। যাক, তবু আমার উত্তরটা যে দেখতে পাচ্ছেন সেটা জেনে ভালো লাগল।
৫| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:০৬
সেলিম আনোয়ার বলেছেন: সহজ সুন্দর কবিতা।আবেগ্লুত কবিতা ভাল লাগলো ।
১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:১২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য আর ভালো লাগল আপনার ভালো লাগা দেখে।
৬| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৮
মোঃ নুর রায়হান বলেছেন: সত্যি মনটা খারাপ হয়ে গেলো।
১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:১১
সুফিয়া বলেছেন: সন্তানের কাছে মায়ের অস্তিত্ব যেমন নিরন্তর সুখের উৎস তেমনি মাকে হারানো সেই সন্তানের জন্য সীমাহীন দুঃখের কারণ। এখন কাজ শুধু একটাই। বাবা-মায়ের আত্মার শাণ্তির জন্য পরম করুণাময়ের নিকট দোয়া করা।
ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৪৫
shfikul বলেছেন: মনটা খারাপ হয়ে গেলো।