![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আমার একটি উঠোন ছিল
সেই উঠোনে প্রাণ ছিল
ভালোবাসার গান ছিল
বৃষ্টি দিনের সুর ছিল।
আমার উঠোন আমার ছিল
মায়ের আঁচলের ছায়া ছিল
দাদুর গল্পের ঝুড়ি ছিল
সেই গল্পে রূপকথা ছিল।
আমার উঠোনে আরও ছিল
খেলার সাথীর দল ছিল
পুতুল খেলার ঘর ছিল
সেই পুতুলের সংসার ছিল।
সেই উঠোনে আরও ছিল
রং বেরং এর ফুল ছিল
ফুলের গাঁয়ে ভ্রমর ছিল
ফুল ভ্রমরের প্রেম ছিল।
সেই উঠোন জুড়ে স্বপ্ন ছিল
স্বপ্ন সাধের ঘর ছিল
রঙিন পাখার ডাক ছিল
অনেক দূরের আশা ছিল।
সেই রঙিন পাখার ডাকে
দূরের স্বপ্নকে কাছে পেয়ে
আমার উঠোন হারিয়ে গেছে
স্মৃতির গহীন তলে।
১৮ ই মে, ২০১৩ সকাল ১১:৩৩
সুফিয়া বলেছেন: আপনার জন্যও শুভ কামনা থাকল। ভালো থাকুন সব সময় সবাইকে নিয়ে সবার মাঝে।
ধন্যবাদ।
২| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৩১
তানভীর- বিন- হাসান বলেছেন: সারল্যে ভরা লেখা, ভালো লাগলো।
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৪৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
৩| ১৯ শে মে, ২০১৩ রাত ১২:৫৯
স্বপনবাজ বলেছেন: অনেক দিন পর ছন্দ খেলা দেখলাম! শুভকামনা ....
১৯ শে মে, ২০১৩ বিকাল ৪:৫০
সুফিয়া বলেছেন: আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ। ছন্দের এই খেলা যেন বন্ধ না হয় দোয়া করবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ সকাল ১১:২৭
সেলিম আনোয়ার বলেছেন: সেই উঠোন জুড়ে স্বপ্ন ছিল
স্বপ্ন সাধের ঘর ছিল
রঙিন পাখার ডাক ছিল
অনেক দূরের আশা ছিল।
নিরন্তর শুভকামনা থাকলো । ভালথাকবেন সবসময় ।