নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মাকে মনে পড়ে

২৭ শে মে, ২০১৩ সকাল ৭:৩৫





আজকে রাতে চাঁদের মুখে দেখেছি মায়ের মুখ

আজ রাতে তাই আমার ঘুম হলো নির্ঘুম।

জোছনার কোলে মাথা রেখে শুয়ে আছে যে

সে যে আমার মা, মাকে মনে পড়ে।



আকাশের বুকে আলোর বন্যায়

মিটিমিটি তারার খেলায়

মায়ের মুখটি দেখেছি আজ দূর নীলিমায়।

মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে।



চাঁদের হাসি বাঁধ ভেঙেছে আজ

পৃথিবীতে জেগেছে প্রাণের সাজ

প্রাণ জেগেছে আমার মনে

মাকে মনে পড়ে, আজ আমার মাকে মনে পড়ে।



মা ছিল আমার চাঁদের মতন

বৃষ্টিধোয়া আকাশ যেমন

জল তরঙ্গের খেলার মাঝে

মাকে মনে পড়ে, আমার মাকে মনে পড়ে।



আমার রাত্রি-দিনের কাব্য সাধনায়

চাঁদের রূপ এসে সুর ছড়ায়

সেই চাঁদের বুকে দেখেছি আজ মায়ের মুখ

তাই মাকে পাওয়ার সুখে আমার ভরে গেছে বুক।



মাকে মনে পড়ে,তাই আমার মাকে মনে পড়ে।

মাকে মনে পড়ে, তাই আমার মাকে মনে পড়ে।



২৬-০৫-২০১৩

রাত ১১টা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:১১

একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৪৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.