নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

স্বপ্ন হারিয়ে গেছে

২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১২



স্বপ্ন হারিয়ে গেছে



ইস্ কতদিন বৃষ্টিতে ভিজিনা

পা রাখিনা শিশিরভেজা নরম ঘাসে।

কতদিন হয়ে গেলো

সুনসান দুপুরে আমের ডালে

ঘুঘু পাখির ডাক শুনিনা।

পুকুরের স্বচ্ছ জলে হাঁসদের জলকেলী দেখিনা

সেও অনেকদিন !



কুটুম পাখির ডাক শুনে

অতিথিদের জন্য রান্নার আয়োজনে ব্যস্ত হওয়ার

সেই দিনটাও হারিয়ে গেছে অনেকদিন।



পথের ধারের ঘাসফুল, মটরশুটি দানা

আখ ক্ষেত, ফড়িং এর উড়াউড়ি

প্রজাপতির রঙিন পাখায়

কিশোরী মনের স্বপ্নীল ভাবালুতা

কতদিন ছুঁয়ে দেখিনা এইসব।



নবান্নের উঠোনে নতুন ধানের মৌ মৌ গন্ধ

কিশোরী বধূর ব্যস্ত হাতে

রঙিন চুড়ির রিনিঝিনি শব্দ

স্বপ্নাতুর দু'চোখে তার

জীবনকে পাল্টে দেয়ার ছবি

এসবের মোহময় হাতছানি

হারিয়ে গেছে সেও তো অনেকদিন।



মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৩

অপূর্ণ রায়হান বলেছেন: অসাধারণ ! +++++++ অনুসরিত করে নিলাম :)

ভালো থাকবেন :)

২০ শে জুন, ২০১৩ দুপুর ২:২০

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।

২| ২০ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪

নাসরীন খান বলেছেন: ভাল লাগলো।

২০ শে জুন, ২০১৩ দুপুর ২:২০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আমার কবিতাটি পড়ার জন্য। ভালো থাকবেন।

৩| ২১ শে জুন, ২০১৩ ভোর ৪:০৫

একজন আরমান বলেছেন:
শিরোনাম টাই খুব বেশি ভালো লাগলো আর কবিতাও।

২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:০২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.