নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

এই কি বন্ধু বেঁচে থাকা ?

২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৪৬

এই কি বন্ধু বেঁচে থাকা ?





আমি জন্মান্তরের কথা জানিনা

তবে মরে বেঁচে থাকার ইতিহাস জানি।

ইট-বালি-সিমেন্টের এই শহরের বুকে

মনের আর্তিগুলো ডানা ঝাপটিয়ে মরে।

কেমন আছি বন্ধু দেখে যা।



রাত পোহাতেই থলি হাতে

ছুটে চলি বাজারের দিকে।

সুখের টুকরো স্মৃতিগুলো তখন

পায়ের কাছে ম্রিয়মাণ ইতিহাস।



চাল-ডাল-তেল-নুন

সব বাজারেই জ্বলছে আগুন।

পকেটের অক্ষমতা নিয়ে দাবড়িয়ে বেড়ানো।

তারপর বেরিয়ে আসা।



যন্ত্রদানবের চাকায় পিষ্ট হতে হতে

কোনমতে ঘরে ফেরা।

সে এক অন্য অধ্যায়।

নোনা বাতাসের গন্ধে সবকিছু ভেসে যায়।



আমার অফিসে যাবার তাড়া,

গিন্নীর কুঞ্চিত কপাল,

দাঁতের তলায় শুকনো রুটির চর্বিত চর্বণ,

মাথায় ধারালো চিরুণির অবিরাম ঘর্ষণ,

অবশেষে রাস্তায়।



বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে

অফিসের সারাদিনের হিসেব কষি।

ঘড়ির কাঁটার দিকে সতর্ক দৃষ্টি।

হঠাৎ দেখি অফিস সময় পার।



চোখের সামনে নিত্য দিনের চিত্র

বসের রাগত দৃষ্টি

অপ্রিয় কথার অবিরাম বৃষ্টি,

হাতের বাঁধন শিথিল হয়ে যায়।

ব্যস্ , ধপাস।



টুকরো সময়গুলো থমকে দাঁড়ায়

চারতলা ফ্ল্যাটের দোরগোড়ায়।



হাসপাতালের বিছানায় নানা চিন্তার প্রক্কালাপ,

ঘরের বাতাসে বিধ্বস্ত বিলাপ,

গিন্নীর চোখেমুখে দুশ্চিন্তার বলিরেখা,

কোথা থেকে আসবে চিকিৎসার টাকা ?



এই কি বন্ধু বেঁচে থাকা?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৮

অপূর্ণ রায়হান বলেছেন: +++++++++++++++++++ সুন্দর :)

২| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৫০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.