নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

শৈশবের খোঁজে

২৪ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৪

শৈশবের খোঁজে





শৈশবকে রেখে এসেছি গাঁয়ের কাছে

ফিরিয়ে দিবে একদিন সেই অঙ্গীকারে।

জীবনকে খোঁজে পেতে

সময়ের রথে চড়ে

অনেক অনেক পথের শেষে

আবারও খোঁজে পেলাম নিজকে

শৈশবের আবাহনে।



ছুটে গেলাম গাঁয়ের কাছে।



কিন্তু কোথায় আমার সেই শৈশব ?

সেই মাঠ-প্রান্তর-নদীকূল

ক্ষেতের আইলে ফোটা ঘাসফুল

দিঘীর জলে বুনো হাঁস

পানকৌড়ির ঠোঁট

কোথাও নেই আমার শৈশবের মুখ।



বাঁশঝাড়ে পেঁচার ডাকে

কেঁপে উঠা ভূতুড়ে সন্ধ্যা

দিঘীর জলে পূর্ণিমার আলোয়

কিশোরী বধূর সাঁতার কাটা

কোথাও হয় না আমার শৈশবের পথ হাঁটা।



কেমন যেন বদলে গেছে সব

বদলে গেছে গাঁয়ের ছবি।

আমিও হারিয়ে ফেলেছি

আমার শৈশবের সবই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৩ সকাল ৯:৪৪

রাতুল_শাহ বলেছেন: মাঝে মাঝে শৈশব খুঁজে বেড়ায়।
মাইক কিংবা ঢোল পিটিয়ে তার কোন খোঁজ পাই না।

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৩

সুফিয়া বলেছেন: শৈশবকে খুঁজতে হবে মনের অলিন্দে, সোনালী অতীতের করিডোড়ে। ঢাক-ঢোল পিটিয়ে কিংবা মাইকিং করে শৈশবকে খোঁজে পাবার চেষ্টা করার অর্থ হলো মনের লালায়িত সুখ থেকে শৈশবকে আরও দুরে সরিয়ে দেয়া।

উপদেশ দিয়ে ফেললাম বোধহয়। কিছু মেনে করবেন না।

ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.