![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
একদিকে রিমিঝিমি বৃষ্টির তাল, অন্যদিকে ছুটির দিন। তবু অফিসে আসতে হলো। এলোমেলো ভাবনারা তাই বুঝি রাত পোহাতেই মনের অলিন্দে হানা দিয়েছে।
যেটুকু সুখের পথ আমার ভেবে হেঁটে যাই আমি
তাই দেখি চলে যায় অন্যের অধিকারে।
যেটুকু পথ না হাটঁলে তাকে পাবার নয়
ততটুকু হেঁটে গিয়ে দেখি
সে আমার সে নয়।
আমি তাই দুঃখকে নিয়ে আর
ভাবিনা তেমন করে
সুখকেও চাইনা আপন করে।
২৯ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৪
সুফিয়া বলেছেন: আমারও ভালো লাগল অন্তত ছুটির দিনের বিরক্তিকর অফিসের ব্যস্ততা থেকে।
২| ২৯ শে জুন, ২০১৩ বিকাল ৪:৫০
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর
২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫২
সুফিয়া বলেছেন: আপনিও সুন্দর তাই সুন্দর বলেছেন।
৩| ২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
খেয়া ঘাট বলেছেন: বাহঃ চমৎকার।
+++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২৯ শে জুন, ২০১৩ রাত ৮:৫১
সুফিয়া বলেছেন: একগুচ্ছ শুভ কামনা রইল। ভাল থাকবেন।
৪| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৩
অপূর্ণ রায়হান বলেছেন: যেটুকু পথ না হাটঁলে তাকে পাবার নয়
ততটুকু হেঁটে গিয়ে দেখি
সে আমার সে নয়। ++++++
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপন অধিকারে যাকে পাবার সে যখন অন্যের হয়ে যায় তখন বোধহয় এমনই মনে হয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ সকাল ১০:২৫
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো