![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে
জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে
ক্রমে তা হারিয়ে গেছে সময়ের নগ্নতার উদরে
চারদিকে এখন শুধু অস্থির সময়ের বোবা আস্ফালন
সুস্থ সময়কে খাবলে ধরেছে খুন-রাহাজানি-ধর্ষণ-নির্যাতন
মানুষে মানুষে নেই আর বিশ্বাসের বাঁধন
ভোতা অনুভূতির টানে বিপর্যস্ত জীবন।
এসব থেকে ছিটকে পড়া ছোট্ট দু'একটা ক্ষণ
সামনে এসে দাঁড়ায় যখন
নিজকে ভেঙে-চূড়ে দেখি তখন
আমিও বিষাক্ত হয়ে গেছি আজ
অভিশপ্ত সময়ের দীর্ঘশ্বাসে
যে আমি জন্মেছিলাম তিলোত্তমা এক সময়ে।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
২| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৪
ধূসর সপ্ন বলেছেন: সুন্দর একদম সময় উপযোগী
পড়লে খুশি হব
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। এখনই পড়ব আপনার লিংকটি।
৩| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
ধূসর সপ্ন বলেছেন: লিংকটি দেখুন
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৮
মাক্স বলেছেন: সুন্দর!