নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মায়ের ছুটি

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬



মায়ের ছুটি





অবশেষে ছুটি মিলল মা

সেই কবে বালিকা বয়সে

পুতুলের সংসার ভেঙে দিয়ে

লম্বা আঁচলে ঘোমটা টেনে

বধূ সেজে এসেছিলি!



তারপর এই হলো ছুটি।

কংকালসার নিথর হয়ে পড়ল যখন তোর দেহটি।



মাঝখানের এতটা বছর ধরে

সংসার চাকার ঘূর্ণায়মান স্রোতে

নিজের সব চাওয়াকে বিসর্জন দিয়ে

চিরন্ময়ী একজন মা হয়ে উঠলি।



পেছন ফিরে নিজকে দেখতে চাইলি

সন্তানদের মানুষ হয়ে উঠার প্রতিকৃতিতে।



সুখী হয়েছিস তুই মা?

ক্ষয়ে যাওয়া শরীরে এসবের সার্থকতা দেখে ?



কিন্তু আমাদের এই ক্ষমতা কোথায়

তোর সার্থক হয়ে উঠাকে মূল্যায়ন করব ?

তুই আমাদের ক্ষমা করে দিস মা

ক্ষমা করে দিস।





















মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১২

সোনি সুলতানা বলেছেন: খুব সুন্দর লিখেছেন ।

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:২১

সোহাগ সকাল বলেছেন: অনেক সুন্দর লিখেছেন। প্লাস+

০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:০২

বোকামন বলেছেন:





কিন্তু আমাদের এই ক্ষমতা কোথায়
তোর সার্থক হয়ে উঠাকে মূল্যায়ন করব ?
তুই আমাদের ক্ষমা করে দিস মা
ক্ষমা করে দিস।


অ সা ধা র ণ !! খুব ভালো লিখেন আপনি ......
শুভকামনা রইলো

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

সুফিয়া বলেছেন: দোয়া করবেন আপনার এই শুভ কামনার মর্যাদা যেন আমি রাখতে পারি।

ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা। মাকে বিনম্র শ্রদ্ধা ।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

সুফিয়া বলেছেন: অনেক অনেক দোয়া করবেন আমার মায়র বিদেী আত্মার জন্য।

৫| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ++++++ :(

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন আর দোয়া করবেন আপনাদেরকে যেন ভালো ভালো কবিতা উপহার দিতে পারি।

৬| ০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো ++++++

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪১

সুফিয়া বলেছেন: আপনার জন্যও রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ । ভালো থাকবেন।

৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫১

কান্ডারি অথর্ব বলেছেন:

সুন্দর ++++ রইল।

০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.