নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মা আছে বলে

২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪

মা আছে বলে



পৃথিবী আমাকে কাঁদাতে পারে না

আমার মায়ের জ্বলজ্বলে মুখটা আছে বলে।

পৃথিবী আমাকে আশ্রয়হীন করতে পারে না

আমার মায়ের স্নেহের কোলটা আছে বলে।

পৃথিবী আমাকে শূন্যতায় বাঁধতে পারে না

অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

আমাকে কেউ

পথের ধূলোতে পিষে মারতে পারে না

আমার মায়ের উঁচু মাথাটা

বক্ষে ধরে আছি বলে।





কিন্তু একদিন আমি সব হারালাম।

আমার পৃথিবী শূন্য হলো

আমি কাঁদলাম।

পথের ধূলোয় গড়িয়ে গেলাম।

সেদিন আমি মাকে হারালাম।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: মমতাময়ি মাকে হারানো অতি বেদনার
বেশ সুন্দর লেখা

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

সুফিয়া বলেছেন: এই বেদনার মুখোমুখি যে হয়েছে তাকে বেঁচে থাকা অবধি বুকের ভিতর হাহাকার বয়ে বেড়াতে হয়।

২| ২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

জনতার নেতা বলেছেন:

বন্ধু হতে ▬► http://www.facebook.com/omith.hasan.9

২২ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪০

সুফিয়া বলেছেন: জনতার নেতাদের সবকিছু একটু অন্য ধাঁচের তার প্রমাণ রাখলেন।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.