নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগ

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

আজারবাইজানের একটি টানেল।











হাইওয়ে ও চাঁদ, মেক্সিকো।









বাঁশবন, জাপান।







সিসিলি আইল্যান্ডের একটি দ্বীপ







এটা ব্রাজিলে







স্টারফিস





আকাশে মেঘের দৃশ্য অবিকল ঈগলের মতো







বাগান দুটোর ঠিকানা জানিনা। তবে আমার কাছে মনে হয়েছে রোমান্টিক কবিতা।

















মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

আমিনুর রহমান বলেছেন:


প্লাস +++
ছবি দিখা যায় না :D

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ প্লাস দেয়ার জন্য। কিন্তু সমস্যা বুঝতে পাচ্ছি না। ছবি কেন দেখা যাচ্ছে না। কি জানি একটা একটা করে পোস্ট দিতে হবে কি না কে জানে ?

২| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন:

খুব সুন্দর হইছে

সবগুলো ছবি খুব চমৎকার :#)

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। কিন্তু আমার মনটা খারাপ হয়ে গেল ভিতরে সবগুলো ছবি দেখাচ্ছে না বলে। কোথায় সমস্যা কে জানে ?।

৩| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: ভাল পোষ্ট কিন্তু ছবি কোথায়?

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮

সুফিয়া বলেছেন: ভিতরে তো সবগুলো ছবি দেখাচ্ছে না। কি সমস্যা বুঝতে পাচ্ছি না।

ধন্যবাদ।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

আমি আপনার সমস্যা সমাধান দিচ্ছিঃ

ছবিগুলো লোড করেছেন ঠিক এবার ক্যাপশনের উপরে কার্সর নিয়ে ক্লিক করুন যেখানে যে ছবি বসাবেন তারপর যেখানে ছবিগুলো লোড হয়েছে সেখানে লেফট মাউস ক্লিক করলে দেখুন ইন্সারট অপশন আসবে তারপর ইন্সারট করুন একটি একটি করে ছবি ক্যাপশনের উপরে।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৩

সুফিয়া বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। কিন্তু কার্সর ক্লিক করলে ঐ বক্সে ইনসার্ট অপশন আসছে না।

৫| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৬

কান্ডারি অথর্ব বলেছেন:
এবার ছবির স্টেপগুলো সবগুলো ছবির জন্য ফলো করুন



২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫

সুফিয়া বলেছেন: আপনার এ প্রসেসটা আমি জানি। এভাবে চেষ্টাও করেছি। কিন্তু প্রথম থেকেই সমস্যা দেখাচ্ছ। অর্থাৎ ছবির উপর কার্সর এনে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট অপশন আসছে না। সেজন্যই বোধহয় এমনটা হয়েছে কি না কে জানে। তাছাড়া মূল পোস্টে ছবির লিণ্কও দেখাচ্ছিল না।

৬| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২৪

লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর ছবি।

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

সুফিয়া বলেছেন: ছবিগুলো সুন্দর। কিন্তু আফসোস হচ্ছে বড় করে দেখা যাচ্ছে না।

৭| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩২

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর

২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৯

সুফিয়া বলেছেন: ছবিগুলো সুন্দর। কিন্তু আফসোস হচ্ছে বড় করে দেখা যাচ্ছে না।
ধন্যবাদ।

৮| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৪৬

মো: আতিকুর রহমান বলেছেন: ছবি গুলো Thumbnails এ ছোট ছোট আকারে দেখা যাচ্ছে। অরজিনাল সাইজে ছবি গুলো অনেক সুন্দর লাগবে... ++

আপনি http://imgur.com এ গিয়ে একটা আইডি খুলুন। এবং ইমেজ আপলোড করে লিঙ্ক গুলা সামুতে কপি পেস্ট করে দিন। আর ইমেজ লিঙ্ক গুলোর প্রথমে "" এটা দিয়ে দিন। কাজ শেষ...

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য। দেখি চেষ্টা করে।

৯| ২৪ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৫০

মো: আতিকুর রহমান বলেছেন: {img|http://examplecom/image.jpg}

প্রাপ্ত ইমেজ লিঙ্কের সাথে এভাবে দিতে হবে। সার্ভার উপরের কোডটিকে ইমেজ হিসেবে নিচ্ছে তাই আমি 2nd ব্রাকেট {} দিয়ে ক্লোজ করেছি। কিন্তু এটা অবশ্যই 3rd [] ব্রাকেট দিয়ে ক্লোজ করতে হবে...

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ পরামর্শের জন্য। এখন তো অফিসে আছি। তাই এতকিছু করা যাবে না। বাসায় গিয়ে চেষ্টা করে দেখব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.