![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
গল্প- নিজের তীরে নিজেই ঘায়েল
বাজার থেকে এসে ব্যাগটা গোলাপজানের হাতে দিয়ে সেই থেকে থুম মেরে বসে আছে নুর আলী। রান্নাঘরে ব্যাগটা উপুর করে ঢেলে এক নজর সেদিকে তাকিয়েই নুর আলীর কাছে দৌড়ে আসে গোলাপজান। নুর ভাই, আজ এই কয়টা মাছ আনলা যে? বিবি সাব কি ট্যাহা কম দিছে?
প্রশ্নটা করে কিছুক্ষণ উত্তরের জন্য অপেক্ষা করে গোলাপজান। কিন্তু নুর আলী আগের মতোই মাথায় হাত দিয়ে বসে থাকে। ব্যাপারটা কেমন যেন খটকা লাগে গোলাপজানের কাছে। নুর আলীকে একটা ধাক্কা দিয়ে আবার বলে
কি? এমন টাসকি মাইর্যা গেলা যে? কি অইছে খুইল্যা কও। বিবি সাব মাছের কথা জিগাইলে কি কমু?
কইবি মাছ খাইতে অইলে আগে মাছি বার করতে অইব।
এইডা আবার কেমন কথা? সাধু সন্ন্যাসী অইয়্যা গেলা নাকি আচমকা। আমরা মাছি তাড়াইয়্যা কুলাইতে পারি না। আর হে কয় মাছি খুঁজবার। জিগাইলাম মাছের কথা আর তুমি মাছি লইয়্যা এই সব কি কইতাছ?
কই কি আর সাধে রে গোলাপ! ব্যাপারটা জানলে তুইও আমার মতো টাসকি লাইগ্যা যাবি।
কও শুনি তোমার কথা। তাড়াতাড়ি করবা কিন্তু। আমার রান্না চড়াইতে দেরী হইয়্যা যাইব।
অত তাড়াহুড়ার মধ্যে ত কওন যাইব না। ব্যাপারটার মধ্যে চিন্তা করার বিষয় আছে। তুই যদি নিরিবিলি চিন্তা না করতে পারস তাইলে বুঝতে পারবি না আমি কেন টাসকি মাইর্যা গেলাম।
আচ্ছা তুমি কও। আমি রান্না করতে করতে চিন্তা করুম নে।
বলে নুর আলীর পাশে কার্পেট এর উপর বসে পড়ে গোলাপজান। নুর আলী গোলাপজানের দিকে তাকিয়ে বলে,
আমি মাছি লইয়্যা কথা কইতে ছিলাম কেন জানস? যেখানেই মাছ থাকব সেখানেই মাছি আইব এইডাই তো জানস। মাছ যত পচতে থাকব মাছির উড়াউড়ি তত বাড়তে থাকব এইডাও ত জানস। কিন্তু অবাক ব্যাপার কি জানস? আজকাল মাছের বাজারে মাছি দেখাই যায় না। আমরা বাজার গেলে বুঝতেই পারি না কোনটা পচা মাছ কোনটা ভালো মাছ।
আরে বুঝাবুঝির কি আছে? বাজারে এখন কোন পচা মাছ নাই। এইডা ত ভালোই অইল। তাইলে তুমি মাছ কম কইর্যা আনলা কেন?
তর যেমন বুদ্ধি! বাজারে পচা মাছ নাই এই কথাডা বিশ্বাস করতে কস তুই আমারে? মাছ পচনের সুযোগ পাইলে ত! ব্যাপার অইল মাছিরা এখন আর মাছের ধারে কাছে আসে না হেদের জানের ভয়ে।
এইডা আবার কেমন কথা?
হ, এইডাই ঠিক কথা। আজকাল মাছের শরীরে নাকি ফরমালিন না কি যেন এক ধরনের ঔষধ মিশানো অয়। ঐডা হইল মারাত্মক বিষ। পেটে গেলে ক্যানসারের মতো মারাত্মক রোগ অইতে পারে। পোকা-মাকড়-মাছি নাকি সাথে সাথে মইরাই যায়।
আচ্ছা, তুমি যে প্রত্যেক দিন মাছ কিইন্যা আন অইগুলাতে মাছি বসে না?
আরে ঐখহানেই ত আসল সমস্যা। আমি ত এতদিন খেয়াল কইর্যা দেহি নাই। কাইল টিভিতে অনুষ্ঠানটা দেইখ্যা আইজ বাজারে গিয়া ভাল কইর্যা খেয়াল করলাম। সত্যি, কোন মাছের দোকানে মাছি উড়তে দেখলাম না।
তার মানে আমরা যেসব মাছ খাইতাছি সবগুলানে ঐ বিষ মিশানো! হায় হায়! এখন কি অইব? তুমি এই কথা বিবি সাবরে কইবা না নুর ভাই?
হেরা সবই জানে। নতুন কইর্যা কইয়্যা আর কি অইব? আমি ভাবতাছি অন্য কথা।
অন্য আবার কি কথা? যা কথা তা ত কইয়্যাই ফালাইছ।
অইডাই ত আসল চিন্তার কথা। তরে কইছিলাম না যে নিরিবিলি চিন্তা করার বিষয় আছে। হুন, যেডা লইয়্যা আমি ভাবতাছি। ভাবতাছি পোকা-মাকড়-মাছি যে জিনিসটার কাছে গেলেই মইর্যা যায় হেইডা দিনের পর দিন খাইয়্যা আমরা বাঁইচ্যা আছি কেমনে? খোদায় আমাদের শরীরের ভিতর কি দিয়া সৃষ্টি করছে।
নুর ভাই, এইবার আমি একটা কথা কই? দেখবা আমার চিন্তা তোমার চিন্তার চাইতে একটু হইলেও উপরে আছে।
ক দেখি তর চিন্তার কথাডা।
খোদায় আমাদের শরীরের ভিতর বিশেষ কিছু দিয়া সৃষ্টি করে নাই। ভেজাল খাইতে খাইতে আমাদের শরীরটাই ভেজালের একটা বড় কারখানা অইয়্যা গেছে। বিষ খাও আর যাই খাও কোন কিছুই আর শরীরের কোন ক্ষতি করতে পারবে না। তুমি খালি মাছ লইয়্যা চিন্তা করতাছ ? দেখলা না শাক-সব্জিসহ সব কিছুতেই ত ভেজাল মিশায় ব্যবসায়ীরা। তুমি কি সব কিছুর খাওন ছাইর্যা দিতে পারবা? তার চাইতে ঐসব চিন্তা রাখ। তুমি আমি চিন্তা কইর্যা কি অইব? যাদের চিন্তা করনের দরকার হেরাই ত করে না।
হেরা করে না এই কথাই বা কই কেমনে? উত্তর দেয় নুর আলী। এই যে কিছু কিছু ধরা পড়তাছে হেরা ব্যবস্থা নিতাছে বইল্যাই ত।
এই ব্যবস্থাডা আরও বেশী কইর্যা জোড়েসোড়ে নেওন যায় না? তাইলে ত এই রকম জালিয়াতিডা এক্কেবারে বন্ধ অইয়্যা যাইত।
হেরাও ত এইসব বিষ খাইয়্যা খাইয়্য আমাগর মতো হজম কইর্যা ফালাইছে। কাজেই জোরেসোরে কাজ করনের গরজ তেমন কইর্যা নেয় না। পেটের ভিতর যদি বিষের তান্ডব চলত তাইলে দেখতি সব মানুষ রাস্তায় নাইম্যা আইত ভেজালের বিরুদ্ধে শে¬াগান দিতে দিতে।
কি রে গোলাপ রান্না চড়াবে কখন? বসে বসে গল্প করছিস যে? বাজার এনেছে সেই কখন? মাছগুলো যে পচে যাবে।
আম্মা, চিন্তা কইরেন না। এই মাছ পচব না।
পচবে না মানে? তোর জন্য কি মাছের পচন থেমে থাকবে না কি?
আমার লাইগ্যা না আম্মা। ঐ যে মাছের মধ্যে কি যেন বিষ মিশায় ঐডা মিশাইলে নাকি মাছ সহজে পচে না। দেহেন না বৈশাখ মাইস্যা গরমে আমাগর মাথার তালু গইল্যা যাইতাছে তাও মাছের কিচ্ছু হয় না। আচ্ছা আম্মা, আমাদের সাহেবের যে মাছের আড়ৎ আছে না আমরা ত ঐহান থাইক্যা মাছ আইন্যা খাইতে পারি! সাহেবও কি মাছে ঔষধ মিশায়?
প্রশ্ন শুনে তথমত খেয়ে যায় রুদমিলা জোয়ারদার। গোলাপজান আবার বলে
আমি আর নুর ভাই আইজ থাইক্যা কোন মাছ খামু না। যা আনব আপনেরার লাইগ্যা রাইন্ধ্যা দিমু।
কথাটা বলে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায় গোলাপজান।
বর্জনের কাজটা তা হলে আমাদের রান্নাঘর থেকেই শুরু হলো! এ যে আমার তীর দিয়ে আমাকেই ঘায়েল করা! ব্যাপারটা আজই সুজাকে জানাতে হবে। এখনই সাবধান না হলে পরে এর মাশুল টানতে হবে অনেকদূর।
নিজের মনের সাথে কথা বলে রুদমিলা।
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
সুফিয়া বলেছেন: একদম খাঁটি কথা বলেছেন। ধন্যবাদ।
২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২১
আমার মন বলেছেন: গল্পের ছলে বিরাট একটি বিষয় বলে দিলেন। +
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯
সুফিয়া বলেছেন: এই বিষয়টিই এখন বাস্তবের ভীবৎস চিত্র, যা আমরা প্রতিনিয়ত মোকাবেলা করছি।
৩| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৬
আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম! +
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৪| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
নাজিম-উদ-দৌলা বলেছেন:
গল্পের আড়ালে মেসেজটা ভাল ছিল।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৫| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
ভিটামিন সি বলেছেন: ভাই আপনার গল্পের প্রথম অংশটা দিয়ে সুন্দর একটা তথ্যচিত্র বানানো যাবে যা দিয়ে মানুষকে ফরমালিন বিষয়ে সচেতন করা সম্ভব। চেষ্টা করে দেখুন বানাতে পারেন কিনা। তারপর টিভি চ্যানেলে প্রচার এবং আপনার মেধার প্রসার। আপনার ভবিষ্যত আরো সুন্দরের জন্য অসংখ্য শুভকামনা রইল।
২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৭
সুফিয়া বলেছেন: আমার তো এ বিষয়ে কোন অভিজ্ঞতা নেই। তাই আপনি যদি চান তাহলে চেষ্টা করে দেখতে পারেন।
ধন্যবাদ।
৬| ২৫ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৭| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৬
একজন আরমান বলেছেন:
আমাদের সব সহ্য হয়ে গেছে !!!
২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:২০
সুফিয়া বলেছেন: বরং খাঁটিটাই এখন অসহ্য লাগে।
৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০২
আম্মানসুরা বলেছেন: খুব সত্য একটা মেসেজ দিলেন
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৯| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬
মামুন রশিদ বলেছেন: View this link
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। একটা নতুন গল্প আছে । পোস্ট দিয়ে লিংক দিয়ে দিব।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৮
ডরোথী সুমী বলেছেন: এখন আর ভেজাল খাবারে আমাদের কিছু হয়না। বরং খাঁটি কিছু পেটে পরলেই সমস্যা হয়।