| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুফিয়া
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
![]()
ঝিকিমিকি সোনালী আলো
ডাকছে তোমায় জাগো জাগো।
![]()
প্রাণে প্রাণে আলোর বন্যা
জীবনের গান নিয়ে এসেছে সূর্যকন্যা।
![]()
দিনের আলোর গানে গানে
কাজের জোয়ার জাগুক প্রাণে।
![]()
দিন শেষে তবু আলোর জোয়ার
ভাবুক মন চায় কাছে যেতে কবিতার।
![]()
চাঁদের আলোয় রাতের হাসি
সুরে সুরে কইছে কথা, ভালোবাসি।
৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৬
সুফিয়া বলেছেন: মন খারাপ হলো কেন বুঝলাম না।
২|
৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৭
আমিনুর রহমান বলেছেন:
ঝিকিমিকি সোনালী আলো
ডাকছে তোমায় জাগো জাগো।
প্রাণে প্রাণে আলোর বন্যা
জীবনের গান নিয়ে এসেছে সূর্যকন্যা।
দিনের আলোর গানে গানে
কাজের জোয়ার জাগুক প্রাণে।
দিন শেষে তবু আলোর জোয়ার
ভাবুক মন চায় কাছে যেতে কবিতার।
চাঁদের আলোয় রাতের হাসি
সুরে সুরে কইছে কথা, ভালোবাসি।
ছবিতায় +++
৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৯:৫৮
ডরোথী সুমী বলেছেন: অসম্ভব মন খারাপ করা সৌন্দর্য। ধন্যবাদ।