![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
ছবিগুলো নেয়া হয়েছে আমার বাংলাদেশ সাইট থেকে। আমাদের ফেলে স্বর্ণালী শৈশবকে এভাবে জীবন্ত করে তুলে ধরা হয়েছে এখানে।
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৬
সুফিয়া বলেছেন: কিন্তু মনের মাঝে টঠকই জেগে আছে। তাই তো এসব ছবি দেখলে আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি।
২| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ সব ছবি, পোষ্টে প্লাস
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আর আমন্ত্রণ ফেইস বুকের আমার বাংলাদেশ সাইটে, যেখান থেকে এই ছবিগুলো সংগ্রহ করা হয়েছে।
৩| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: দুরন্ত শৈশব মজার সে দিন
কতনা উল্লাস বিচরন ছিল হেথা অনেক স্বাধীন
ছবি গুলু দেখে মনে পড়ে যায়
সেই সে দিন এখন স্মৃতিকে জাগায়
পোষ্টে ধন্যবাদ
ঈদ শুভেচ্ছা
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯
সুফিয়া বলেছেন: ঈদ শুভেচ্ছা আপনার জন্যেও। সাথে সাথে আফসোস হচ্ছে যদি ঈদে বাড়ি যেতে পারতাম, শৈশবের সেই দিনগুলোর কাছাকাছি। ছুঁয়ে দেখে আসতে পারতাম কাদামাটিমাখ শৈশবকে ! কিন্তু সে আর হবার নয়। বাড়ি যাবার পিছুটান বাবা-মা কেউ আজ বেঁচে নেই।
৪| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৩
নীল-দর্পণ বলেছেন: এই ইটপাথরের শহরে বর হয়েছি তাই এরকম দুপুর পাইনি। তবে তার পরেও ভাগ্যবতী যে গ্রামে প্রচুর গিয়েছি (এখনো যাওয়া হয়) তখন খুব মজা করেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলত এরকম তাই স্পেশালি দুপুর বলতে কিছু ছিল না
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২
সুফিয়া বলেছেন: আমার শৈশবও কেটেছে গ্রামে, যে গ্রামে এখনও বিদ্যুৎ পৌঁছায়নি। এসব দুরন্তপনা আমার সেই দিনগুলোকে সমৃদ্ধ করে রেখেছে।
৫| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯
আহলান বলেছেন: কুত্তরি পিঠে টিপু সুলতান ....
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
সুফিয়া বলেছেন: সত্যি, দারুন বলেছেন। আপনিও কি এরকম টিপু সুলতান সেজেছিলেন ?
৬| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
খাটাস বলেছেন: সুন্দর কিছু শেয়ার করলে ও ভাল লাগে। অনেক সুন্দর। প্লাস।
ভাল থাকবেন আপু।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫০
সুফিয়া বলেছেন: আসলে এসব ছবি দেখলে নষ্টালজিয়ায় পেয়ে বসে। ইচ্ছে করে ফিরে যেতে সেই দিনগুলোতে।
ধন্যবাদ। ঈদের অ্রিম শুভেচ্ছা রইল।
৭| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৭
বোকামন বলেছেন:
আহ.. দুরন্ত শৈশব ....।
পোস্টে ভালোলাগা রইলো।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৩
সুফিয়া বলেছেন: ছবিগুলো দেখে মনের কোণে কোথায় যেন একটা বেদনার সুর বেজে উঠছে, যে সুরে মিশে আছে অসম্ভব রকম ভাল লাগা কিছু অনুভূতি।
আপনার ঈদের দিনগুলো সুন্দর কাটুক।
৮| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
সায়েম মুন বলেছেন: সুন্দর। দুরন্ত শৈশব।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৪
সুফিয়া বলেছেন: শৈশব মানেই সুন্দর। জীবনের স্বর্ণালী সময়, যে সময়ের পিছুটান সারা জীবন আমাদেরকে নাড়িয়ে যাবে।
ধন্যবাদ। ভাল থাকবেন।
৯| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:২২
ঢাকাবাসী বলেছেন: ঢাকাতে এসব মনে হয় কখনো দেখিনি, তবে অনুভব করেছি। জীবনে দুএকবার মামা বাড়ীতে এসব পেয়েছিলুম। পোষ্ট খুব ভাল লাগল।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০১
সুফিয়া বলেছেন: আর আমি মেয়ে হয়েও এসব দূরন্তপনা উপভোগ করেছি এক সময়। এবার ভেবে দেখুন আমার শৈশবের দিনগুলো কেমন আনন্দমুখর ছিল।
এতো গেল দখনকার কথা। আর এখন যখন সাহিত্য সাধনার পথে একটু একটু করে অগ্রসর হচ্ছি তখন সেই দুরন্তপনার দিনগুলো সামনে এসে দাঁড়ায়, আমার সাহিত্য সাধনার প্রাণশক্তি হিসেবে।
১০| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৪
তোমোদাচি বলেছেন: ছবিগুলি চমৎকার!
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:০৮
সুফিয়া বলেছেন: এর মানে হলো প্রত্যেকটি মানুষের শৈশব তার জীবনের একটি চমৎকার অধ্যায়।
১১| ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৬
বাঙলি বলেছেন: বাঁশ ঝাড়ে ওঠায় পরাঙ্গম ছিলাম, গোড়া বেয়ে উঠতাম আর নামতাম আগা দিয়ে। সে এক দারুণ মজা।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
সুফিয়া বলেছেন: নিশ্চয়ই ছবিগুলো দেখে সাথীদের কথা মনে পড়ছে। আজ কে কোথায় কতদূর আছে ? অনেকের সাথে হয়ত যোগাযোগই নেই।
১২| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর + নিজে শান্ত শিষ্ট থাকলেও সাহসিকতায় ছিলাম এগিয়ে গ্রামের দস্যিদের গাছ বেেে সবার উপরে ওঠে হারিয়ে দিতাম।সারাদিন পুকুরে কাটিয়েছি।যদিও বছরে হয়তো দিন সাতেক গ্রামে যাওয়ার সুযোগ হয়েছে।আর ঢাকায় তো বন্দি জীবন। পড়ালেখাআর বাবার শাসন মায়ের বকুনি ব্যাস।
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩
সুফিয়া বলেছেন: একথা সত্যি যে গ্রামের দূরন্তপনায় মেতে থাকা দস্যি ছেলেমেয়েগুলো শহরের মুরগীর খাঁচায় বেড়ে উঠা বাচ্চাদের চেয়ে সাহসিকতায় অনেক এগিয়ে অছে। গ্রামের কাঁদামাটিজল আর শ্যামল-সবুজের সান্নিধ্যে ওরা যে আনন্দমুখর সময় কাটায় তার সাথে মিশে থাকে সত্যিকার প্রাণের স্পন্দন। জেনে ভালো লাগছে যে, আপনিও কিছুটা হলেও সে রকম সতেজ আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়েছিলেন।
ধন্যবাদ।
১৩| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
আরিফুর রহমান বাবুল বলেছেন: +++++++++++++++++++্
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।
১৪| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
ৎঁৎঁৎঁ বলেছেন: শৈশব! আহা শৈশব!
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:২৬
সুফিয়া বলেছেন: দিনগুলো মোর সোনার খাঁচায় রইল না, রইল না।
সে যে আমার নানা রং এর দিনগুলো।
১৫| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮
এই স্বাধীনতা চাইনি আমি বলেছেন: বাঁশ ঝাড়ে উঠে কত যে বক ধরেছি ।ফিরে পেতাম যদি সেই দিন গুলি !
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০
সুফিয়া বলেছেন: নস্টালজিয়া একেই বলে। আজ আমার একটি কথা খুব করে মনে হচ্ছে। মানুষ তার যাপিত জীবনের শেষ বেলায় এসে ফেলে আসা যে সময়কে আপন করে ফিরে পেতে চায়, সেই সময় হলো তার শৈশবের দিনগুলো।
১৬| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
বংশী নদীর পাড়ে বলেছেন: সবার জন্য উৎসর্গঃ-
প্রেম প্রেমের মতো..নূরের বাতি ঝ্লক দেয় হৃদয় কোণে....
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৭
সুফিয়া বলেছেন: গ্রামের দূরন্তপনার দিনগুলোতে বাল্য প্রেম বলে যদি কিছু ঘটে থাকে তাহলে তো আর কথাই নেই।
১৭| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত সব ছবি আমাদের কৈশোরের দুরন্তপনার কথাই মনে করিয়ে দেয় ।
সামহোয়্যারইন গল্প-সংকলনঃ শ্রাবণধারায় জুলাই'১৩ তে আমন্ত্রণ
০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৫
সুফিয়া বলেছেন: হারিয়ে যাওয়া ভাল লাগার জন্য মন খারাপ তো হবেই। তবু ভালো যে গ্রাম মাটির কোলে রেখে আসা ছেলেবেলার দিনগুলোকে শহরের ইট-পাথরের আবদ্ধ পরিবেশে থেকেও ভুলে যাইনি। আমাদের শৈশব আমাদের মাঝে এভাবেই বেঁচে থাকবে, বেঁচে থাকুক অনন্তকাল।
১৮| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৫
আমি মাসুদ বলেছেন: ৩ নম্বারটা জোশ...
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল।
১৯| ০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৪
আরািফন বলেছেন: আমি গ্রামে ছিলাম......প্রতিটা ছবিই দুরন্ত শৈশব কৈশোরের কথা মনে করে দেয়।এখন সে দিনগুলো মনে পড়ে যায়
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৫
সুফিয়া বলেছেন: ছবিগুলো প্রথমে দেখে আমি নিজেও স্মৃতিকাতর হয়ে পড়েছিলাম। নিজের ছেলেবেলার দিনগুলো চোখের সামনে ঝলঝল করে উঠছিল। তাই আপনাদের সবার সাথে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।
আজ আরও কিছু ছবি দিলাম। সেই শৈশব, সেই স্মৃতিকাতরতা।
ধন্যবাদ।
২০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:২৭
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুন +++++++
০৪ ঠা আগস্ট, ২০১৩ সকাল ৯:২৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪৩
লিঙ্কনহুসাইন বলেছেন: হুম , সবই অতীত হয়ে গেছে
+++++++++্