![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
টুথপেস্ট শুধু দাঁত পরিস্কার করেনা। দেখুন আপনার আর কি কি কাজে লাগে টুথপেস্ট।
শুধু কি সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল হাসি ফুটিয়ে তোলে টুথপেস্ট ? না, এর অবাক করা আরও বহুবিধ ব্যবহার আছে! জেনে নিতে পারেন এমন কয়েকটি—
আঁচড় লাগা জুতা :
জুতায় আঁচড় লাগলে কেমন লাগে? চিন্তার কিছু নেই, চামড়ার জুতায় নিশ্চিন্তে পালিশ করতে পারেন টুথপেস্ট। দাগ উঠে যাবে। অল্প একটু পেস্ট নিয়ে নরম কাপড় দিয়ে ঘষতে থাকুন। নতুনের মতো দেখাবে।
পিয়ানোর চাবি:
পিয়ানোর চাবি হাতির দাঁতের। তবে বর্তমানে প্লাস্টিক দিয়েও এটি তৈরি হয়। আর কে না জানে, টুথব্রাশ আর পেস্ট হলেই পরিষ্কার করা যায় সেই চাবি।
কাপড়ের জুতা বা স্নিকার্স:
স্নিকার্সের রাবার অংশটি আরো সাদা কিংবা পরিষ্কার করতে চাইছেন? তবে ননজেল টুথপেস্ট ও পুরনো টুথব্রাশ হাতে নিন। এবার জোরে জোরে ডলতে থাকুন। শেষে ভেজা কাপড় দিয়ে মুছে ফেলুন।
ইস্ত্রি: পুরনো ইস্ত্রি দিয়ে কাপড় ঘষলে কালো ছোপ পড়ে যায়। সমাধান দেবে টুথপেস্ট। ননজেল টুথপেস্ট ঠাণ্ডা ইস্ত্রির নিচের অংশে লাগিয়ে ন্যাকড়া দিয়ে ভালো করে ডলা দিন, পরে আলতোভাবে ধুয়ে ফেলুন। নতুন হয়ে যাবে।
ডায়মন্ড রিং:
পুরনো টুথব্রাশে অল্প একটু পেস্ট নিয়ে ডায়মন্ড রিংয়ে ঘষে কাপড় দিয়ে মুছে ফেলুন। জ্বলজ্বল করবে।
ফিডার:
দুধের গন্ধ যায়ই না ফিডার থেকে। ভাবনার কিছু নেই। টুথপেস্ট মুহূর্তেই সুগন্ধ এনে দেবে। একটু পেস্ট দিয়ে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ঝাপসা গগলস:
ধুলাবালি, স্কিইং কিংবা স্কুবা ডাইভিং প্রভৃতিতে ঝাপসা হয়ে আসে গগলস। ফলে ঘটতে পারে বিপদ। এ অবস্থা থেকে মুক্তি পেতে টুথপেস্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিন গগলস।
বাথরুমের আয়না:
ঝাপসা আয়নার কারণে শেভ করতে গিয়ে কেটে ফেলেছেন? ননজেল টুথপেস্ট দিয়ে আয়না পরিষ্কার করে নেবেন। দেখবেন, ঘণ্টাখানেক শাওয়ার নেয়ার পরও আয়না ঝাপসা হচ্ছে না।
বেসিন:
ননজেল টুথপেস্ট দিয়ে বেসিন পরিষ্কার করুন। বেসিনে কোনো জীবাণু থাকবে না।
দেয়ালের দাগ:
শিশুরা দেয়ালে আঁকাজোকা করবেই। এ শিল্পকর্ম মুছে ফেলতে টুথপেস্টই ভরসা। ননজেল টুথপেস্ট দিয়ে ভালো করে ঘষুন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
লিপস্টিক বা কলমের কালির দাগ:
কলমের কালিতে পকেট ভরে গেছে ? লিপস্টিকের দাগ লেগেছে কাপড়ে ? চিন্তার কিছু নেই, ননজেল টুথপেস্ট দাগের ওপর ভালোভাবে ঘষে নিন। প্রথমবারে যদি একটু কমে থাকে, তবে আরো কয়েকবার চেষ্টা করে দেখুন দাগ মিলিয়ে যাবে। মনে রাখবেন, এটা কিন্তু সবসময় কাজ করে না। এ পদ্ধতি নির্ভর করে কাপড় ও কালির ওপর।
ফার্নিচার:
জলছাপ পড়েছে ফার্নিচারে? দুধ, চা-কফি পড়েছে? এবার ননজেল টুথপেস্ট দিয়ে কাঠের ওপর নরম কাপড় দিয়ে ডলাডলি করুন। কাঠে নতুন রঙ করতে চাইলে অবশ্যই শুকিয়ে নেবেন।
ফুসকুড়ি:
ব্রণ নিয়ে অস্বস্তি আর নয়। ননজেল রঙিন টুথপেস্ট ব্রণের ওপর হালকাভাবে রাতে লাগাতে পারেন। এটা ব্রণের পানি শুকিয়ে দেয় এবং ত্বকের তেল শুষে নেয়। এ পদ্ধতি পাকা ব্রণের জন্য কার্যকর। তবে নাজুক চামড়ায় জ্বালাপোড়া হতে পারে।
হাতের দুর্গন্ধ:
মুখের দুর্গন্ধ যেমন দূর করে, তেমনি হাতেরও। তীব্র ও কটু গন্ধযুক্ত দুর্গন্ধ থেকে তাত্ক্ষণিক মুক্তি পেতে টুথপেস্ট দিয়ে হাত ধুয়ে নিন।
সংগৃহীত।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৫৯
সুফিয়া বলেছেন: পেষ্ট উৎপাদনকারী কোম্পানীগুলোর তো তাহলে পোয়াবার। আর যা যা আপনি কিনবেন না বললেন ওরা তো তাহলে পথে বসে যাবে।
ধন্যবাদ।
২| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:২০
মদন বলেছেন: +++++++++++++
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৪
জানা বলেছেন:
বাহ্, কাজের টিপস ।
ধন্যবাদ।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৫
এস এইচ খান বলেছেন: ++
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৫| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪০
টিঙ্কু জিয়া বলেছেন: খুইব উপকারী তথ্য।
ভাই থুক্কূ আফা নন জেল / ননজেল রঙিন টুথপেস্ট যদি ব্র্যান্ড সহ জানাতেন।
নামহীন একজন বলেছেন: এখন থেকে হারপিক, ডিশ ওয়াশিং পাউডার, হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট, সাবান কোন কিছুই কিনুম না। খালি পেস্ট আর পেস্ট কিনুম।
আমিও কিনুম
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৫
সুফিয়া বলেছেন: সবাই মিলে যদি বয়কট শুরু করেন তাহলে এই কোম্পানীগুলো তো হায় হায় কোম্পানীতে পরিণত হয়ে যাবে। আর এর দায়ভার তো আমার উপরও পড়বে।
৬| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৬
শাহরিয়ার খান রোজেন বলেছেন: আরেকটা উপকারি বাকি আছে।
ক্লোজআপ টুথপেষ্ট দিয়া দাত মাঝলে মাইয়ারা কাছে আহে।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
সুফিয়া বলেছেন: যেভাবে বলছেন মনে হচ্ছে পরিক্ষীত সত্য।
৭| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৮
বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: রাসায়নিক আচরনে সাবান এর সাথে পেষ্ট এর খুব বেশী পার্থক্য নেই। কাজেই সাবানের কাজ পেষ্ট দিয়ে করা সম্ভব।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
সুফিয়া বলেছেন: এই বিষয়টা আমার জানা ছিল না। ধন্যবাদ।
৮| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১১
রোহান খান বলেছেন: ভাই পেস্ট দিয়া কালা মনরে ধলাবাননো যাইবো নি..?
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৭
সুফিয়া বলেছেন: আপনি নিজেই একবার পরীক্ষা করে দেখুন না।
৯| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৩
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ভালো ব্যবস্থা।
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:২০
সুফিয়া বলেছেন: ঠিক তাই। টানাপোড়েনের সংসারে কিছুটা হলেও টাকার সাশ্রয় হবে।
১০| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬
আহলান বলেছেন: কোথাও গরম তেল বা পনি পড়েছে, সাথে সাথে একটু পুথপেস্ট লাগিয়ে দিন, দ্রুত জালা পোড়া বন্ধ হয়ে যাবে ........
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৮
সুফিয়া বলেছেন: আরও একটি প্রয়োজনীয় টিপস পেলাম।
সেজন্য ধন্যবাদ।
১১| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮
রিয়াজওয়ার্ল্ড বলেছেন: সেরম পরিস্কার
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৬
সুফিয়া বলেছেন: ভাল কথা। টিভিতে শনছি এই কথা। ভাই আপনি কি বুঝিয়ে বলবেন আমাকে সেরম শব্দটির অর্থ কি ?
ধন্যবাদ।
১২| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪২
সুজাহায়দার বলেছেন: খালি পেস্ট আর পেস্ট কিনুম।
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
সুফিয়া বলেছেন: সবাই মিলে যদি বয়কট শুরু করেন তাহলে এই কোম্পানীগুলো তো হায় হায় কোম্পানীতে পরিণত হয়ে যাবে।
ধন্যবাদ।
১৩| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭
মাইন রানা বলেছেন: পেস্ট এর দামতো সাবান থেকে বেশী!!!!!!!!!!!!!
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৯
সুফিয়া বলেছেন: কিন্তু নরমালি সাবানের চেয়ে পেষ্ট এর ব্যবহার কম। এটাও বোধহয় একটা বিবেচ্য বিষয়।
ধন্যবাদ।
১৪| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫২
আমি ইহতিব বলেছেন: উপকারী পোস্ট, +++
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৫
সুফিয়া বলেছেন: আমি ভাবছি বাসায় এই পদ্ধতিতে পেষ্ট কার্যকারীকে কাজে লাগাব।
ধন্যবাদ।
১৫| ২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪
কাউসার রানা বলেছেন: হ ভাই তাই ভাবতাছি, ছডু ভাই ইউনিলিভারে আছে। হ্যারে কমু খালি পেষ্ট পাঠাবি, অন্য কিছু লাগবো না
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৬
সুফিয়া বলেছেন: আপনার তো তাহলে লাভেই লাভ। পেস্ট এর জন্যও টাকা খরচ করতে হবে না।
১৬| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭
টুনা বলেছেন: স্বর্ণ বা রূপার গহনা অনেক ব্যবহারে অনুজ্জল হয়ে গেছে? নো টেনশান ! টুথ পেস্ট দিয়ে ঘষে ধুয়ে নিন। সেইরাম পরিস্কার।
@টিঙ্কু জিয়া- পিচ্ছিল, থকথকে জেনীর মতো দেখতে যেই পেস্ট তা হল জেল টাইপ।ক্লোস আপ জেল(পিচ্ছিল) টাইপ । আর পেপসোডেন্ট হল নন জেল টাইপ। সোনা-রূপার অলন্কার জেল টাইপ দিয়ে ধুইলেও পরিস্কার হবে।
ধন্যবাদ সবাইকে।
ভাল থাকবেন নিরন্তর।
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০৭
সুফিয়া বলেছেন: আপনি আরও একটা উপকার করলেন। জেল আর নন-জেল টুথপেস্ট চিনিয়ে দিলেন। অবশ্য ক্লোজআপ জেল টুথপেস্ট এটা জানতাম। কিন্তু নন-জেল টুথপেস্ট কোনগুলো ঠিক জানতাম না।
ধন্যবাদ।
১৭| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১১
অহন_৮০ বলেছেন: এখন থেকে হারপিক, ডিশ ওয়াশিং পাউডার, হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট, সাবান কোন কিছুই কিনুম না। খালি পেস্ট আর পেস্ট কিনুম।
আমিও কিনুম
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১২
সুফিয়া বলেছেন: হায় হায় ! সবাই যদি এভাবে অন্য ওয়াশিং উপাদানগুলো বাদ দিয়ে পেষ্ট কিনতে শুরু করেন তাহলে পেস্ট কোম্পানীগুলোর পোয়াবার। আর বাকীরা হায় কোম্পানীতে পরিণত হবে।
১৮| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
মশিকুর বলেছেন:
এই পোস্টের পর, দাঁত ব্রাশ করার জন্য টুথপেস্ট পাব কিনা সন্দেহ।
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৩
সুফিয়া বলেছেন: আপনার আশংকাটা অমূলক নয়। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অধিক উৎপাদনের পদক্ষেপ নিলে এই সমস্যার সমাধান হতে পারে।
১৯| ২৬ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
শিক্ষানবিস বলেছেন: দারুন লিখেছেন। সকলের উপকারে আসবে।
আমার বউকে আজই বলব আপনার কথা।
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
সুফিয়া বলেছেন: শুধু বউকে বললে হবে ? আপনাকেও মাঠে নামতে হবে পেস্ট এর বহুমুখী কার্যকারীতার ফল ভোগ করার জন্য।
২০| ২৬ শে আগস্ট, ২০১৩ রাত ১১:১০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অনেক ধন্যবাদ টিপসগুলোর জন্য।
কাজে লাগবে................
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও পড়ার জন্য।
২১| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯
জেমসবয় বলেছেন: নন জেল টুথপেস্ট কোনগুলো?
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৫
সুফিয়া বলেছেন: ব্লগার টুনার মন্তব্য দ্রষ্টব্য।
ধন্যবাদ।
২২| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬
সামু মামু বলেছেন: পোস্টে আমার ফকফকা পিলাস ++++++++
ননজেল টুথপেস্ট কোনগুলো ? ????????????????
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
সুফিয়া বলেছেন: ব্লগার টুনার মন্তব্য দ্রষ্টব্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
২৩| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১২:৩৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা জিনিস শেয়ার দিছেন -
বাট নন জেল টুথপেস্ট কোনগুলো?
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
ব্লগার টুনার মন্তব্য দ্রষ্টব্য। নন জেল টুথপেস্ট সম্পর্কে এর বেশী আসলে আমিও জানিনা।
২৪| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১:২৬
নাজিম-উদ-দৌলা বলেছেন:
টুথপেস্টের এমন অভিনব ব্যাবহারের কথা জন্মেও ভাবিনাই!
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৮
সুফিয়া বলেছেন: আমিও তো তাজ্জব বনে গেলাম জানতে পেরে। বাস্তবে দেখে নিই কতটুকু কি হয়।
২৫| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:১৯
দি সুফি বলেছেন: কথা হইল গিয়া সাবানের চাইতে টুথপেষ্টের দাম বেশি
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯
সুফিয়া বলেছেন: এরপরও কথা হইল যে টুথপেস্ট এর কার্যকারীতা অনেক।
২৬| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:০২
রাইসুল নয়ন বলেছেন:
ভালো তো!!
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯
সুফিয়া বলেছেন: বেশ তো !
২৭| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১১
সায়েম মুন বলেছেন: কিছু টিপস কাজে দিতারে। ম্যালা থ্যাঙ্কু।
২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯
সুফিয়া বলেছেন: আমারও মনে হয় তাই।
২৮| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬
রোহান খান বলেছেন: ট্রাই মারছি কাম হয়নি... ফিস ফেরত দেন...?
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৬
সুফিয়া বলেছেন: কাম কেমনে অইব। আপনার মনটা ভাই ভিতর থেকে কালা। পেষ্ট এর কাজ তো বাইরের দিকটা সারানো।
২৯| ২৭ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫৯
তোমোদাচি বলেছেন: টুথপেষ্টে ত্বক পরিষ্কার হবে না??
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:১৭
সুফিয়া বলেছেন: পরীক্ষা করে দেখেন। যদি কাজ হয় তাহলে বাংলাদেশের বিজ্ঞানীদের পাটের জীবন রহস্য আবিস্কারের মতো আপনার এই আবিস্কারকেও জনসমক্ষে তুলে ধরা হবে।
৩০| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৮
বিডি আইডল বলেছেন: আমি এর বেশ কিছু ব্যবহার করেছি ইতিমধ্যেই....গাড়ীর হেডলাইট ক্লিন করার জন্য ব্যবহার করলাম কিছুদিন আগেই
২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:২৪
সুফিয়া বলেছেন: বেশ ভালই হলো। পেস্ট এর আরও একটি কার্যকারিতার কথা জানা গেল।
ধন্যবাদ আপনাকে।
৩১| ২৭ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৫
আম্মানসুরা বলেছেন: পেস্টের পোস্টে প্লাস!
২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৪
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
৩২| ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭
বর্ণালী পাল বলেছেন: বড় বড় বিষ পিঁপড়া কামড়ালে জ্বালাপোড়া করলে একটু টুথপেস্ট সেখানে লাগালে জ্বালাপোড়া একদম কমে যায় । এটা পরিক্ষিত ।
২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৪২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। টুথপেস্ট এর আরও একটা কার্যকরী প্রয়োগ জানতে পারলাম।
৩৩| ২১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১১
জেমসবয় বলেছেন: হাতে সিগারেটের গন্ধের একটা সমাধান পাওয়া গেল।
২২ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৩
সুফিয়া বলেছেন: গন্ধ দূর করার সমাধান পাওয়া গেল ঠিক আছে। আমি বলি কি এই গন্ধটা হতে না দিলেই তো হয়। তাহলে সব ল্যাটা চুকে যায়।
ধন্যবাদ।
৩৪| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:৫৮
অতৃপ্ত অনুভূতি ! বলেছেন: মজার তো !!
০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৭:৩৫
সুফিয়া বলেছেন: আমার অনেক আগের একটা পোস্টে মন্তব্য করলেন। এটাও বেশ মজার এবং ভালো লাগার।
ধন্যবাদ আপনাকে।
৩৫| ১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪০
অতৃপ্ত অনুভূতি ! বলেছেন: ইয়ে.... আপনার পোস্ট যখনকার তখন তো আমি ছিলামনা...
তাই মন্তব্য করতে দেরী হয়ে গেল ।
১১ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২৬
সুফিয়া বলেছেন: কিন্তু আপনার মন্তব্যটা কি সেটাই তো বুঝলাম না।
ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
২৬ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:১৭
নামহীন একজন বলেছেন: এখন থেকে হারপিক, ডিশ ওয়াশিং পাউডার, হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট, সাবান কোন কিছুই কিনুম না। খালি পেস্ট আর পেস্ট কিনুম।