![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
বাংলাদেশে প্রচলিত টাকার নোট সম্পর্কে আমরা কতটুকু জানি।
বাংলাদশে কাগজের নোট ৯ টি। যথা, ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট
=> সরকারী নোট= ২ টি। যথা, ১ ও ২ টাকার নোট
=> ব্যাংক নোট =৭ টি। যথা, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট
=> সরকারী নোট এ সাক্ষর থাকে র্অথ সচববের।
=> ব্যাংক নোটে সাক্ষর থাকে বাংলাদশে ব্যাংকরে র্গভনরের।
নামাজরে অবশ্বিাস্য ১১ টি উপকারিতাঃ
১/ নামাজে যখন সিজদা করা হয় তখন
আমাদের মস্তিস্কের রক্ত দ্রুত প্রবাহতি হয়।
ফলে আমাদরে স্মৃতি শক্তি অনকে বৃদ্ধি পায়।
২/ নামাজে যখন আমরা দাঁড়াই তখন
আমাদের চোখ জায়নামাজের সামনের ঠিক
একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে
ফলে মনোযোগ বৃদ্ধি পায়।
৩/ নামাজের মাধ্যেম আমাদের শরীরের
একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি
ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।
৪/ নামাজের মাধ্যমে আমাদের মনে
অসাধারন পবরবর্তন আসে।
৫ নামাজ সকল মানুষের দেহের
কাঠামো বজায় রাখে। ফলে শারীরিক
বিকলাঙ্গতা লোপ পায়।
৬/ নামাজ মানুষের ত্বক পরষ্কিার
রাখে। যেমন ওজুর সময় আমাদের
দেহের মূল্যবান অংশগুলো পরিস্কার
করা হয়। এর ফলে বিভিন্ন প্রকার
জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।
৭/ নামাজের আগে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত
করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জল হয়
এবং মুখের দাগ কম দেখা যায়।
৮/ ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার
করা হয় তাতে আমাদের
মুখে এক প্রকার মেসেজ তৈরী হয়।
ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ
বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।
৯/ কিশোর বয়সে নামাজ আদায় করলে মন
পবিত্র থাকে। এর ফলে নানা প্রকার
অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে।
১০/ নামাজ আদায় করলে মানুষের
জীবনি শক্তি বৃদ্ধি পায়।
১১/ কেবল মাত্র নামাজের মাধ্যমেই
চোখের নিয়মিত যত্ন নেয়া হয়।
ফলে অধিকাংশ নামাজ আদায়
কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাক।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও। আপনার লগোটা কিন্তু খুব সুন্দর।
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩
নিজাম বলেছেন: ধন্যবাদ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সুফিয়া বলেছেন: আপনার কোন উপকারে লাগল কি-না বুঝলাম না।
ধন্যবাদ।
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৫
সাদামাটা মানুষ ০৭ বলেছেন: সরকার কেন এক ও দুই টাকার নোট ছাপে জানেন ?
বিশ্বের প্রায় সব দেশেই এরকম প্রচলন আছে । সরকারের পক্ষ থেকে নোট ছাপানোর প্রচলন সম্ভবত শুরু হয়েছিল ব্রিটেনে ; দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় । তখনকার সময়ের প্রধান মন্ত্রী কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে অতিরিক্ত অর্থ যোগান দেওয়ার জন্য বলছিলেন , কিন্তু গভর্নর এতে অস্বীকৃতি জানান । তাই নিরুপায় হয়ে প্রধানমন্ত্রীকে পার্লামেন্টে টাকা ছাপানোর বিল তুলতে হয়েছিল । তবে সেটা ছিল সীমিত পর্যায়ে ।
সেই থেকে এ নিয়ম চলে আসছে ।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমি যতটুকু না তথ্য দিয়েছি তার চেয়ে অনেক বেশী ও গুরুত্বপূণ্য তথ্য দিয়েছেন আপনি।
আপনাকে +++++++++++
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
ঢাকাবাসী বলেছেন: ব্যাংকের টাকা আর নামাজ একসাথে!
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
সুফিয়া বলেছেন: সমস্যা কোথায় ? মূল উদ্দেশ্য জানা এবং জানানো। আপনার অবশ্য আগ থেকেই জানা থাকতে পারে।
৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩
মাথাল বলেছেন: জ্ঞানার্জন হল।
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৪
সুফিয়া বলেছেন: আমিও খুশী হলাম একটু হলেও আপনার উপকারে আসতে পেরেছি ভেবে।
ধন্যবাদ।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
অপরাজিতা হিমু বলেছেন:
কত টাকা পর্যন্ত মাত্র লিখতে হয়?
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
সুফিয়া বলেছেন: এটা একটা প্রশ্ন করেছেন বটে ? এর উত্তর আমিও কোনদিন খুঁজে পাইনি।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ। সুন্দর পোস্ট@
০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
ইয়াংেমন বলেছেন: নতুন করে কয়েকটা জানলাম। ধন্যবাদ!