![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
Autumn in Kashmir
A Rail Station in Kashmir
A Rail Station in winter
Cheshma-E-Shah Garden
Cheshma-e-Shah Garden, Srinagar
Cheshma-e-Shah Garden, Srinagar
Hunza Valley, Gilit
Hunza Valley, Gilit
Dodde Pathar, Budgam
Domial Astor Valley
Evening View of Nishat Garden
Gilgit, Kashmir
Heavenly Neelum Valley
ICIDES form on trees in south Kashmir
A way Jammu to Srinagar during winter
Mughak Garden Acchabal, Kashmir
Mughak Road
Nanga Parbat, Gilgit, Kashmir
Novra Valley Ladakh, Jammu-Kashmir
River Jhilam in Autumn, Srinagar
Road to Astore, Gilgit
Road to Nanga Parbat
Royal Spring Golf Club, Srinagar
Safforn Field
Shalimar Garden
Shalimar Garden
Shangrila Lake, gilgit
Shangril Resort
Sonmarg, Kashmir
Srinagar Leh Haighway during winter
Sun set at Dargah Hazratbal
The Karakoram Highway, Gilgit
Tos Maidan Meadows, Budgram, Kashmir
Tulip Garden on foothills in Zabarwan Mountain
Tulip Garden, Srinagar
University of Kashmir Campus
University of Kashmir Campus
Valley of flowers, Gilgit
Gilgit in Winter
A Zig Zag Road in Kashmir
All the pictures are collected from Amazing Kashmir site.
This post will be continued to 2nd part.
Thank you all.
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
সুফিয়া বলেছেন: সেই ইচ্ছেন তো আমারও আছে। কিন্তু কাশ্মীর যাওয়া বোধহয় খুব সহজ নয়। ভারতে অথবা পাকিস্তানে যেতে পারলেও কাশ্মীরে যেতে সম্ভবত বিশেষ অনুমতির প্রয়োজন হয়।
ধন্যবাদ।
পোষ্টের দ্বিতীয় পর্বে আমন্ত্রণ রইল।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২২
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বর্গে ভ্রমন করালেন..
মুগ্ধতায় স্তব্দ হয়ে আছি! কি তোমার অপার লীলে!! কি অপরুপ সাজে সাজানো...প্রকৃতি....
আবার বেদনায় বিধূর!!
এই স্বর্গে প্রতিনয়ত রক্ত ঝড়ছে স্বাধীনতার আশায়!
তারা স্বাধীনতা লাভ করুক..
স্বাধিনতাহীনতায় কে বাঁচিতে চায়?
আপনাকে
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৬
সুফিয়া বলেছেন: ভাবতে কষ্ট হয় যে প্রকৃতির এমন সাজানো জায়গাটাকে নিয়ে অনবরত চলছে হানাহানি। সুন্দরের অপার লীলাভূমিতে এমনটা নিতান্তই বেদনা দায়ক। কোনদিন কি শেষ হবে এই রক্তের হোলিখেলা ?
ধন্যবাদ।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
মুহিব বলেছেন: সুবহানাল্লাহ।
ওই কথাই মনে পড়ে - ভগবান কি ও পাড়ায় থাকে?
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৮
সুফিয়া বলেছেন: সবই উপরওয়ালার দান এটা সত্যি। তিনি সবখানেই আছেন। কিন্তু সুন্দরকে তো আবিস্কার করকত হবে। আমরা সেটা পারিনা। তানাহলে আমাদের দেশেও এমন অপরূপ দৃশ্যের একেবারে অভাব নেই।
ধন্যবাদ।
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
অর্ধমানব ও অর্ধযন্র বলেছেন: সুবহানআল্লাহ।
যাওয়ার সুযোগ হয়েছিল গতবছর, কিন্তু যাওয়া হয় নাই
। কারন ছাগলের জন্য। সেই দিন থেকে আজও কান্তেসি। আপনার পোষ্ট দেইখা না যাওয়ার ব্যাথা আরো বাড়ল।
কাশ্মীর যাইতে মুঞ্চায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
সুফিয়া বলেছেন: দোয়া করি আল্লাহ আপনার অপূরণীয় আশা পূরণ করুক।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
খাটাস বলেছেন: অসাধারণ , কিছু বলার নাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫০
সুফিয়া বলেছেন: সুন্দর শুধু চেয়ে চেয়ে দেখার আর হৃদয় মাঝে ধারণ করার। ঠিকই আছে।
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
তোমোদাচি বলেছেন: চমৎকার!
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
পরের পর্বে আমন্ত্রণ রইল।
৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
এম ই জাভেদ বলেছেন: একেবারে ছবির মত সুন্দর। এ জন্যই কাশ্মীরের মালিকানা নিয়ে এত হানাহানি......
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫২
সুফিয়া বলেছেন: সত্যিই কি ওরা সুন্দরকে ভালবেসে এমন হানাহানি করছে ? আমার বিশ্বাস হয়না। ওদের দৃষ্টি অন্যখানে।
৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ইসস, আপনার পোস্ট দেখেতো আমার আবারো কাশ্মীর যেতে ইচ্ছে করছে !! গত এপ্রিলে গিয়েছিলাম কাশ্মীর, দেখতে পারেন আমার চোখে...
ভূস্বর্গ কাশ্মীরে কয়েক দিন... (পর্ব - ১)
ভূস্বর্গ কাশ্মীরে কয়েক দিন... (পর্ব - ২)
ভূস্বর্গ কাশ্মীরে কয়েক দিন... (শেষ পর্ব)
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
সুফিয়া বলেছেন: আপনার ব্লগে অবশ্যই ঘুরতে যাব। তবে এই মুহূর্তে নয়। এখন শুধু মনে প্রাণে চাইছি আপনার ইচ্ছে পূরণ হোক।
৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
ফেলানীর ঘাতকরা ঠাঁই করে নিয়েছে ভূসর্গে
প্রায় নিয়মিতই মানবাধিকার লঙ্ঘন করা হয় এখানে
ঘাতক সৈনিকদের দ্বারা ধর্ষণও হয় এখানে
বারবার এখানকার চিত্র আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টে উঠে আসে
উপকারী কীট ফুলে ফুলে হামলা চালায়, তাকে নিষিক্ক করে, রকমারী রঙ্গীণ ফলভারে আনত করে।
কিন্তু কাস্মীর ফুলে জীবনদায়ী নয়, জীবনঘাতী বিষাক্ত বোলতা নিরত হামলা করে যাচ্ছে,
তাই ভূসর্গ কাস্মীর আর ভূসর্গ নেই, তা' ভূ-নরকে পরিণত করা হয়েছে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
সুফিয়া বলেছেন: আপনি যে দিকটি তুলে ধরেছেন এটা শুধু কাশ্মীর কেন ? পৃথিবীর সব দেশেই তা ঘটছে অহরহ। আপনার-আমার প্রিয় বাংলাদেশটাই বা কম কিসে ? আজ আমরা এখানে সুন্দরকে নিয়ে কথা বলছি, সুন্দরের পূজা করছি। তাই থাকনা এসব হানাহানির কথা।
ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭
সুফিয়া বলেছেন: আপনি যে দিকটি তুলে ধরেছেন এটা শুধু কাশ্মীর কেন ? পৃথিবীর সব দেশেই তা ঘটছে অহরহ। আপনার-আমার প্রিয় বাংলাদেশটাই বা কম কিসে ? আজ আমরা এখানে সুন্দরকে নিয়ে কথা বলছি, সুন্দরের পূজা করছি। তাই থাকনা এসব হানাহানির কথা।
ধন্যবাদ।
১০| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৮
খেয়া ঘাট বলেছেন: এত্তো সুন্দর,...................
শুধুই চেয়ে থাকতে ইচ্ছে করে।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৮
সুফিয়া বলেছেন: সুন্দর তো শুধু চেয়ে চেয়ে দেখার জন্যই। আপনি ঠিক কাজটিই করছেন।
১১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
কেএসরথি বলেছেন: অনেক সুন্দর।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
১২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩
মেংগো পিপোল বলেছেন: সত্যিই সুন্দর জায়গা। দেখলে চোখে আরাম লাগে। আমাদের দেশেও এমন কিছু জায়গা আছে এক বার গেলে ফিরে আসতে ইচ্ছা করেনা। বান্দর বনের পাহাড়ের উপর সূর্যদয় দেখলে মন যেনো কেমন করে।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০০
সুফিয়া বলেছেন: আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমাদের দেশের সুন্দর জাযগাগুলোকেও এভাবে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরা দরকার।
ধন্যবাদ আপনাকেও। ভাল থাকবেন।
১৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: দারুন ছবি।চিনার গাছের লাল ছবিটা অনেক সুন্দর।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
সুফিয়া বলেছেন: আমার কাছে সবচেয়ে ভাল লেগেছে হযরতবাল দরগাহ শরীফের পেছনে সূর্যাস্তের ছবিটি। তবে সবগুলো ছবিই যে মনোমুগ্ধকর তা বলার অপেক্ষা রাখে না।
ধন্যবাদ আপনাকে। আরও কিছু ছবি রয়ে গেছে। দ্বিতীয় পর্বে পোস্ট দিব। আমন্ত্রণ রইল।
১৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩২
চুক্কা বাঙ্গী বলেছেন: সম্প্রতি ভারত ভ্রমন করলাম। যাত্রার প্রতিটা ধাঁপে ধাপ্পাবাজ আর ধান্দাবাজ লোকজনের থেকে প্যারা খাইসি। একমাত্র ব্যাতিক্রম দেখলাম কাশ্মিরের লোকজন। ট্রেনে কাশ্মিরের কয়েকটা স্টুডেন্টের সাথে পরিচয় হয়। এদের কারনে আজমির স্টেশনের দালালদের হাত থেকে নিষ্কৃতি পেয়েছি। একজনকে ফেসবুকে ফ্রেন্ড করে নিসি। আগামী বছর কাশ্মির যাওয়ার ইচ্ছা আছে। আশা করি তখন কাজে দিবে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
সুফিয়া বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল যেন কাশ্মীর যাত্রাটা ভালভাবে সম্পন্ন করতে পারেন।
আর ভারতের কথা বলছেন ? আমি এ পর্যন্ত অফিসিয়াল, চিকিৎসা, ভ্রমণ প্রভৃতি কারণে নয়বার ভারত গিয়েছি। কলকাতা, মুম্বাই, আগ্রা, দিল্লী, রাজস্থান, হায়দ্রাবাদ, গোয়ায় গিয়েছি। কত যে ধাপ্পাবাজি দেখেছি তা বলে শেষ করা যাবে না। তবে গোয়া সম্পূর্ণ ভিন্ন মনে হয়েছে ভারতের আমার দেখা অন্যান্য প্রদেশ থেকে। নম্র, ভদ্র, সুসভ্য, শান্ত বলতে যা বুঝায়, গোয়ার অধিবাসীরা ঠিক তাই।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
এইচ আর খান বলেছেন: মাশ আল্লাহ । অপরুপ সৃষ্টি তার ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
সুফিয়া বলেছেন: সত্যি, খোদার অপূর্ব সৃষ্টির তুলনা মিলে না। তিনি কাশ্মীরকে রূপে রূপে সাজিয়েছেন। আর মানুষ কি-না সেখানে হানাহানি করছে, রক্ত ঝরাচ্ছে।
ধন্যবাদ আপনাকে।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২
মদন বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।
দ্বিতীয় পর্বে আমন্ত্রণ রইল।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৫
দায়িত্ববান নাগরিক বলেছেন: অসাধারন !!!
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
সুফিয়া বলেছেন: বিধাতা অসাধারণভাবে সৃষ্টি করেছেন আর কাশ্মীরের জনগণ সেটাকে উপযুক্ত মর্যাদায় ধরে রেখেছে। এটাই আসল সত্যি।
ধন্যবাদ।
১৮| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪১
আিম এক যাযাবর বলেছেন: সুন্দর....সুন্দর.....সুন্দর....
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
এবং
দ্বিতীয় পর্বে আমন্ত্রণ।
১৯| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
েবনিটগ বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
২০| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
ক্যাচালবাজ বলেছেন: অসাধারন !
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫
সুফিয়া বলেছেন: সত্যিই অসাধারণ। মনকাড়া সুন্দর বোধহয় একেই বলে।
২১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৩
রানা বলেছেন: পৃথিবীটা সত্যিই সুন্দর। কোন কিছুই দেখা হলো না...... হবেও না......
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
সুফিয়া বলেছেন: এতটা আশাহত হবেন না। আল্লাহ তায়ালা কার ভাগ্যে কখন কি জুটিয়ে দেয় বলা যায় না। ভরসা রাখুন।
ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১১
সাদা মনের মানুষ বলেছেন: আমার শরীর কাপছে, এমন ভয়াবহ সৌন্দর্য্য দেখে আমি সহ্য করতে পারছি, যাওয়ার ইচ্ছেটা আরো বাড়লো।