| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুফিয়া
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
![]()
Autumn in Gilgit Town![]()
Waterfall in Skardu, Gilgit![]()
Aharbal Waterfall, Kulgam![]()
No Comments, Just see![]()
Dal Lake, Srinagar![]()
Autumn in Kashmir![]()
This is Called the Beauty of Kashmir![]()
Biafo Clacier, Karakoram, Gilgit![]()
Breathing Beauty of Kashmir![]()
Chaar Chinary, Dal Lake, Srinagar![]()
Dal Lake![]()
Another beauty of Dal Lake![]()
Gangbal Lake, Srinagar![]()
Glacial Pond, Gilgit![]()
Gulmarg, Kashmir![]()
Heart Shaped Lake in Gilgit![]()
This is called Heaven on Earth![]()
Kachura Lake, Gilgit![]()
Winter in Kashmir![]()
Katpana Lake, Gilgit![]()
Kutwal Lake, Haramash![]()
Atta Bad Lake![]()
Mughal Road in winter![]()
Nigeen Lake![]()
Patnitop Resort, Jammu![]()
Phander Valley, Gilgit![]()
Rati Gali Lake, Neelum![]()
River Jhilam![]()
Road to Gulmarg![]()
Rush Lake![]()
Satpara Lake, Gilgit![]()
Shalimar Garden![]()
Shangrila Lake![]()
Shimsal Lake![]()
Sunset in Srinagar![]()
The Neelum River![]()
A way to Ladakh. Jammu-Kashmir![]()
Wullar Lake![]()
A Zig Zag Road![]()
Winter in Kashmir![]()
Winter in Kashmir
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫
সুফিয়া বলেছেন: আমিও খুশী আপনার ভালো লেগেছে দেখে।
ধন্যবাদ।
২|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৮
লেহালুয়া বলেছেন: ডিটারমিনেশন আরো বেড়ে গেল। এবার তো যেতেই হবে। থ্যাংকস্ এত্ত সুন্দর সব ছবি দেখিয়ে লোভ বাড়ানোর জন্য। কিভাবে যেতে হবে কেমন খরচ পড়বে কোথায় থাকলে ভালো একটু সাহায্য চাই।
স্যালুট আপনাকে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭
সুফিয়া বলেছেন: এবার তো দৃঢ় প্রতীজ্ঞ। যেতেই হবে। মনে মনে তৈরী হতে থাকুন। সময়ে সব সহযোগীতা পেয়ে যাবেন।
ধন্যবাদ।
৩|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩০
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: কাশ্মীর যেমন সুন্দর, তার চেয়ে বেশী ভাল কাশ্মীরের মানুষ ! এত সৎ মানুষ আমি এখনো দেখিনি... ![]()
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৯
সুফিয়া বলেছেন: ভারতের গোয়ায় সম্ভবত আমি এ ধরনের মানুষের দেখা পেয়েছি। যেমনি নম্র-ভদ্র তেমনি বিনয়ী। আর ক্রাইম বলতে তো সেখানে কিছু নেই বললেই চলে।
৪|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪
নিজাম বলেছেন: গিয়েছিলেন নাকি ভাই?
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩০
সুফিয়া বলেছেন: এখনও সুযোগ হয়নি। যাওয়ার প্রস্তুতিতেই ওয়েব সাইট ঘাটাঘাটি।
ধন্যবাদ।
৫|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০০
েবনিটগ বলেছেন:
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৬|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: +++
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৭|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
ক্যাচালবাজ বলেছেন: ও রে.................
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩২
সুফিয়া বলেছেন: বাকীটুকু আমি বলি, বাপরে -----। কি সুন্দর রে ----।
কবে যে সুযোগ হবে যাওয়ার !
৮|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস...........
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
ভাল থাকবেন।
৯|
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
নাজ_সাদাত বলেছেন: সত্যি দারুন একটা জায়গা কাশ্মীর। কিন্তু জায়গাটা নরক বানিয়ে ছেড়েছে সেনাবাহিনী। অত্যাচারের সীমা পরিসীমা রাখেনি ওরা। কিন্তু মরুভূমিতে মরূদ্যানের মত কাশ্মীরের মানুষের ব্যাবহার। আমি যতবার কাশ্মীর গেছি ততবার তার গুনে মুগ্ধ হয়েছি।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
সুফিয়া বলেছেন: এখানেই কষ্ট লাগে। এত সুন্দর একটি দেশ স্বপ্নের মতো, আর সেখানে কি-না অহরহ চলছে অস্ত্রের ঝনঝনানি। অস্ত্রের ভয়ংকর তান্ডবে ওদের সৌন্দর্য পিয়াসী মনগুলো কিভাবে যে টিকে আছে তা একমাত্র আল্লাহই জানেন।
ধন্যবাদ।
১০|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫৯
স্বপনচারিণী বলেছেন: যাওয়ার তো ক্ষমতা নেই তাই দেখেই তৃপ্তি। সৃষ্টিকর্তার অপূর্ব উপহার।
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯
সুফিয়া বলেছেন: সেজন্য সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ। এমন সুন্দর জায়গা দেখে নিজকে তৃপ্ত করার জন্য দৃষ্টিশক্তিসম্পন্ন দুটি চোখ আমাদেরকে দিয়েছেন।
১১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
রানা বলেছেন: পোস্ট সম্পর্কে অনেকে আনেক কথা বলেছেন। আমি নতুন কোন ভাষা খুঁজে পাচ্ছি না.......
অনুরোধঃ যা ই সামহোয়ারে লিখেন, তার একটি লিংক ফেসবুকে শেয়ার করবেন। অনেক সময়ই সামহোয়ারে যাওয়া হয় না বা কোন ছবি পেলাম আপলোড করে চলে আসলাম......তাই বলছিলাম ফেসবুকের কথ।
আমি বরাবরই আপনার লেখার ফ্যান। এখন তো আপনি আমার ভাত মারা শুরু করছেন.... ছবি দিয়ে !!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
সুফিয়া বলেছেন: ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আপনার কাছ থেকে। কিন্তু না ভাই। সখের বশে আর যা-ই করা যাক না কেন, একাজটা করা যাবে না।
ছবিগুলোর বেশ কয়েকটি কিন্তু ফেসবুকে দিয়েছি। এখানেও প্রথম পর্বে লিংক উল্লেখ করেছি।
ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
আর হ্যাঁ, আর একটি কথা। আমার এপথে হাঁটা কিন্তু আপনার দেখানো পথ ধরে। কাজেই কৃতিত্ব কিছুটা হলেও আপনার।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৫
প্রত্যাবর্তন@ বলেছেন: জাস্ট ওয়াও !!