| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুফিয়া
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
![]()
Abu Derwish Mosque-Jordan![]()
Abuja National Mosque, Nigeria![]()
Ahmadiya Anjuman Ishaat Mosque, Surinam![]()
Akhmad Kadyrov Mosque, Chechnya![]()
Al Fateh Grand Mosque, Bahrain![]()
Al Nida Mosque, Iraq![]()
Azhar Mosque, Egypt![]()
Badshahi Mosque, Pakistan![]()
Baitun Nur Mosque, Canada![]()
Blue Mosque, Armenia![]()
Crystam Mosque, Malayasia![]()
Dom of Rock, Al-Aqsa Masjid, Jerusalem
![]()
Emir Abdel Kader Mosque, Algeria![]()
Faisal Mosque, Pakistan![]()
Great Mosque Hohhot, China![]()
Great Mosque of Xining, China![]()
Hassan II Mosque, Maracco![]()
Hui Mosque in Ningxia, China![]()
Imam Mosque, Iran![]()
Imam Reza Shrine Mosque, Iran![]()
Alfar Mosque, Sri Lanka![]()
Jamia Mosque, Kenya![]()
Jumeirah Grand Mosque, UAE![]()
Kawloon Masjid and Islamic Centre, Hongkong![]()
Lead Mosque, Albenia![]()
Masjid Bahagian Kuching Mosque, Malayasia![]()
Masjid Raya Medan, Indonesia![]()
Mecca Masjid, India![]()
Mosque of Muhammad Ali Pasha, Egypt![]()
Madrassa of Sultan Hassan, Cairo, Egypt![]()
Nur Astana Mosque, Kazakhstan![]()
Omayyad Mosque, Syria![]()
Putra Mosque, Malayasia![]()
Qolsharif Mosque, Russia![]()
Saint Petersburg Mosque, Russia![]()
Seoul Central Mosque, South Korea![]()
Sheikh Zayed Grand Mosque, Abu Dhabi, UAE![]()
Night view of Sheikh Zayed Grand Mosque![]()
Shrine of Hazrat Ali Mosque, Afganistan![]()
Siddiqa Fatema Zahara Mosque, Kuwait![]()
Sultan Ahmed Mosque, Turkey![]()
Sultan Haji Hassanal Bolkiah Masjid, Philippines![]()
Sultan Omar Ali Saifuddin Mosque, Brunei![]()
Sultab Qaboos Grand Mosque, Oman![]()
Sunshine Mosque, Australia![]()
Taj Mahal Mosque, India![]()
Tokyo Mosque, Japan![]()
Wazir Khan Masjid, Pakistan
ছবিগুলো ওয়েব সাইট থেকে নেয়া।
এখানে উল্লেখ্য যে মমুসলমানদের ধর্মীয় তীর্থস্থান মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী পৃথিবীর সকল মসজিদের উর্ধ্বে অবস্থিত। পৃথিবীর কোন মসজিদের সাথে এই দুটোর তুলনা চলেনা। তাই এখানে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ছবি দেয়া হয়নি।
ধন্যবাদ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
সুফিয়া বলেছেন: আমাদের দেশেও কিছু কিছু মসজিদ আছে যা নয়নাভিরাম স্থাপত্য কীর্তির পরিচয় বহন করে।
ধন্যবাদ।
২|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯
মোহাম্মদ জাকারিয়া বলেছেন: এত সুন্দর না থাকলেও বেশ সুন্দর মসজিদ বাংলাদেশেও আছে, যাদের নাম আপনি হয়ত জানেন না। গুগলে সাচ দিন নিচের নাম লিখে
belabo bazar mosque
guthia mosque barisal
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৬
সুফিয়া বলেছেন: আমি হয়তো সবগুলোর নাম জানিনা। কিন্তু একেবারেই জানিনা তা আপনাকে বলল কে ? আর আমাদের দেশে থাকলেই অন্য দেশের সুন্দর সুন্দর মসজিদগুলো দেখতে দোষ কোথায় ? অন্তত তুলনা তো করা যায়।
৩|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমাদের দেশি মসজিদের কালেকশন দিতে পারেন কিনা ট্রাই কইরেন ![]()
+++++
তবে দুঃখ..
মসজিদ যত চাকচিক্যময় হচ্ছে রাসূল সা: এর কথা মত এর প্রাণ শক্তিও যেন কমে যাচ্ছে!!!
পোষাকি মুসলমানের চেয়ে বিশ্বাসী মুসলমান অনেক কম
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
সুফিয়া বলেছেন: কথাটা যদিও ঠিক বলেছেন, পোষাকি মুসলমানের চেয়ে বিশ্বাসী মুসলমান অনেক কম। তবু আমি বিশ্বাস করি যে এই কম সংখ্যাওয়ালারাই ঠিকে থাকবে।
আর আপনার অনুরোধ রাখার চেষ্টা করব।
ধন্যবাদ।
৪|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
মুহিব বলেছেন: আহ! কি সুন্দর! দেখলেই নামায পড়তে ইচ্ছা করে।
@শামসীর: আমাদের দেশের অনেক মসজিদ দানের টাকায় হয়তাই এত সুন্দর করতে পারে না। মনেরও তাগিদ হয়ত নাই। আবার প্রচুর মসজিদ গড়ে উঠে জায়গা দখলের উদ্দেশ্যে। সোনা মসজিদ অবশ্য আমার ভাল লেগেছিল।
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৯
সুফিয়া বলেছেন: আপনার একটি কথার সত্যতা অস্বীকার করার উপায় নেই যে প্রচুর মসজিদ গড়ে উঠে জায়গা দখলের উদ্দেশ্যে। অর্থের দীনতার চেয়ে যে মনের দীনতা আমাদের বেশী এটাই তার প্রমাণ।
ধন্যবাদ।
৫|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৪
মদন বলেছেন: ++++++++++
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৬|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪১
আমি তুমি আমরা বলেছেন: দ্বিতীয় ভাললাগা
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনাদের ভাল লেগেছে এতেই আমার আনন্দ।
৭|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২০
নুমান" বলেছেন: ভাল লাগলা
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
৮|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ভালো লাগলো।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৮
সুফিয়া বলেছেন: আপনাদের ভাল লাগা দেখে আমারও ভাল লাগল।
ধন্যবাদ।
৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১০
সাদেক বলেছেন: মাশাআল্লাহ,
অসাধারণ সব মসজিদ ।
আপনাকে হৃদয় থেকে আন্তরিক মুবারকবাদ ।
+++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৩
সুফিয়া বলেছেন: আপনাকেও মুবারকবাদ আর আমন্ত্রণ আমার পরের পোস্টে। মুসলিমদের পরম তীর্থস্থান মসজিদে নববী (সাঃ) এর উপর একটি লেখা তৈরী করেছি ব্লগের জন্য। আশা করি আপনাদেরকে তখনও সাথে পাব।
ধন্যবাদ।
১০|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
এম মশিউর বলেছেন: খুব ভালো লেগেছে।
আপনাকে ধন্যবাদ বিশ্বের এমন সুন্দর সুন্দর মসজিদগুলো দেখার সু্যোগ করে দেওয়ার জন্য।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ব্লগে কিছুটা সময় দেয়ার জন্য। ভাল থাকবেন।
১১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
মৌন প্রতিজ্ঞা বলেছেন: maximum মসজিদগুলোই আগে দেখিনি, ছবিগুলোও চমৎকার ।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৫
সুফিয়া বলেছেন: আসলেই মসজিদগুলো চমৎকার। এগুলো মুসলিম স্থাপত্যের উজ্জল নিদর্শন। আমরা যত বেশী দেখব ও অন্যকে দেখার সুযোগ করে দিব ততই ভাল।
ধন্যবাদ।
১২|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর পোষ্ট +++++
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৭
সুফিয়া বলেছেন: এতগুলো + দেখে সকালবেলা আমার মনটাও স্নিগ্ধ ভাল লাগায় ভরে গেল। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।
ভাল থাকবেন। ধন্যবাদ।
১৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৭
দার্শনিক বলেছেন: আপনি সঠিক বলেছেন, "মুসলমানদের ধর্মীয় তীর্থস্থান মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববী পৃথিবীর সকল মসজিদের উর্ধ্বে অবস্থিত"
বিশেষত মসজিদে নববী সম্পর্কে রাসূল (স) বলেছেন, "
(সুনানে নাসাঈ)
একারণেই আমরা বিশ্বাস করি রাসূলে করীম (স.) খাতামান্নাবীয়িন (শরীয়াতধারী নবীদের শেষ অথবা নবীদের সত্যায়নকারী) অর্থ তিনি সকল নবীর উর্দ্ধে সর্বশ্রেষ্ঠ নবী।
আমার এই কমেন্টের অর্থ বুঝতে না পারলে, এই কমেন্টের সাথে আপনার উল্লেখিত উপর থেকে নয় নম্বর মসজিদটি নিয়ে একটু ঘেটে দেখতে পারেন।
আপনার সুন্দর পোস্টের জন্য আমার আন্তরিক মোবরকবাদ রই।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
সুফিয়া বলেছেন: আপনার কমেন্টের অর্থ আমি বুঝতে পেরেছি। তবু ঐ মসজিদটার বিষয়ে আমি ঘেটে দেখব।মসজিদে সববী (সাঃ) এর কথা যেহেতু উঠলই তখন আপনাকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখি আমার ব্লগে। গত বছর পবিত্র হজ্বব্রত পালন করার সময় মসজিদে নববী (সাঃ)কে কাছ থেকে দেখার পরম সৌভাগ্য আমার হয়েছিল আল্লাহ তায়ালার অশেষ অনুগ্রহে। সেই থেকে সুযোগ পেলেই মসজিদে নববী (সাঃ) এর উপর পড়াশুনা করার চেষ্টা করেছি আমি। এর ফলস্বরূপ মসজিদে নববী(সাঃ) কে নিয়ে একটি তথ্যবহুল আর্টিকেল তৈরী করেছি ব্লগে দেয়ার জন্য। হয়তো আজই সে কাজটা করতে পারব। সেখানে আপনাকে পাশে চাই, আপনার কমেন্ট চাই।
ধন্যবাদ। ভাল থাকবেন।
১৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: সুন্দর পোষ্ট
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
সুফিয়া বলেছেন: মসজিদগুলো সত্যিই সুন্দর। সবচেয়ে লক্ষ্যণীয় বিষয় হচ্ছে নন-মুসলিম দেশগুলোতে অবস্থিত মসজিদগুলো চমৎকার নির্মাণশৈলীর গুণে যে কারও দৃষ্টি কেড়ে নিতে সক্ষম। যুগে যুগে দেশে দেশে ইসলামের ঝান্ডাকে বাঁচিয়ে রাখার এটিও একটি পন্থা।
ধন্যবাদ আপনাকে।
১৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২
স্বপ্ন নীল বলেছেন: সুন্দর
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
১৬|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯
বেলা শেষে বলেছেন: Allhamdulillah! yes you are super good!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩
সুফিয়া বলেছেন: Thank you. May Allah bless you.
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩
শ।মসীর বলেছেন: ভাল লাগল দেখে........আর আফসোস হল আমাদের দেশে একটা নয়নাভিরাম মসজিডও নাই এখন !!