![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
তুমি তো একটিই বন্ধু আমার
গোধূলী রং এর মিতালী বেলায়
তুমি তো একটিই বন্ধু আমার
হাত রেখেছিলে হাতে
বলেছিলে কথা রাখালিয়া গানে।
ঘাস ফড়িং এর মেলানো পাখায়
প্রজাপতির রংঙন ডানায়
আজও সেই কথাগুলো ভেসে বেড়ায়
আমার মনের দোলনায়।
মটরশুটির আল ধরে
মেঠো পথের বাঁক মারিয়ে
হাতে হাত ধরে দু'জনে
পথ হারিয়েছি কত বন্য ফুলের ঘ্রাণে।
লতার গায়ে জড়িয়ে সে ফুল
গলার মালা আর কানের দুল
ফুলকুমারী কন্যা আমি
তুমি অচিন রাজকুমার।
হারানো পথে ফিরে এসে আজও
কাছে টানো বার বার।
তুমি তো একটিই বন্ধু আমার।
শাপলা ফুল আর বাবুই পাখির নীড়ে
হাত বাড়াতে যখন তখন আমার কথা ভেবে
বাঁশ বাগানের ছায়ায় ঘেরা পুতুল খেলার ঘরে
তুমিই তো ছিলে বন্ধু আমার
মনে পড়ে আজও যাকে।
তুমিই তো বন্ধু আমার
ফিরে আসো বার বার
স্মৃতির পথটি ধরে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫২
সুফিয়া বলেছেন: আসলে বুঝা কঠিন।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sotru oi eki jon ???