নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমার শৈশব আমাকে বার বার পিছু ডাকে। শৈশবের একটি চমৎকার ছবিব্লগ। দেখতে দেখতে হয়রান হয়ে যাবেন। তবু ভাল লাগবে।

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০৭







































































































































































































































































































সূত্র ঃ শৈশব/Childhood site

মন্তব্য ৫২ টি রেটিং +০/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪

শাহেদ খান বলেছেন: চমৎকার ছবি-ব্লগ। অনেক ভাল লাগল।

কয়েকটা ছবি তো খুব দারুণ ! শেয়ার করার জন্য + !

শুভেচ্ছা !

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫

সুফিয়া বলেছেন: আমার তো বার বার মনে পড়ছে শৈশবের দিনগুলোর কথা। এখন বুঝতে পাচ্ছি একটা উপভোগ্য শৈশবের জন্য এই গ্রামীণ প্রেক্ষাপট অত্যন্ত জরুরী। ভাগ্যবশত সেটা আমি পেয়েছিলাম।

ধন্যবাদ।

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

শায়মা বলেছেন: সব ছবিগুলো কি মজার!!!!!!!


কাঁদি ভরা খেঁজুর গাছে পাকা খেঁজুর দোলে
ছেলেমেয়ে আয় ছুটে আয় মামার দেশে চলে.....



নুরু পুশি আয়শা শফিদের ছবি গুলোও মজার!!!


সব ছবিগুলি ভীষন ভীষন ভালো......

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৬

সুফিয়া বলেছেন: কাঁদি ভরা খেঁজুর গাছে পাকা খেঁজুর দোলে
ছেলেমেয়ে আয় ছুটে আয় মামার দেশে চলে.....

ছবিগুলো তো একথাই বলছে। বার বার ছুটে যেতে ইচ্ছে করছে সেই দিনগুলোতে। কিন্তু সব ইচ্ছে যে পূরণ হবার নয় ------।

ধন্যবাদ।

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

আদম_ বলেছেন: ডাইরেক্ট প্রিয়তে

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

সুফিয়া বলেছেন: এখানেই আমার শ্রমের সার্থকতা।

ধন্যবাদ।

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২১

মদন বলেছেন: ++++++++++++

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আমার শ্রম কিছুটা হলেও সাথৃক হয়েছে বলে মনে করছি।

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

সেলিম মোঃ রুম্মান বলেছেন: ছোটবেলার দুরন্ত দিনগুলো মনে করিয়ে দিলেন। 8-|

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৪

সুফিয়া বলেছেন: শুধু মনে করিয়ে দেয়া কেন ? ইচ্ছে করছে না অন্তত একবার ফিরে যেতে সেইসব দিনগুলোতে ? আমার তো তাই ইচ্ছে করছে।

ধন্যবাদ।

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কালেকশন ||

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৬

সুফিয়া বলেছেন: আপনার আমার সবার শৈশবটাই যার যার জীবনের সবচেয়ে সুন্দর ও শ্রেষ্ট সময়। কাজেই শৈশবের সময় প্রবাহে গেঁথে থাকা ছবি তো সুন্দর হবেই।

ধন্যবাদ।

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

বেসিকালি সেটা বলেছেন: ভালো লাগল।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আমারও ভালো লাগছে এই ভেবে যে আপনাকে এক চিলতে ভালো সময় উপহার দিতে পারলাম।

ধন্যবাদ।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২১

চলতি নিয়ম বলেছেন: ৪৯ টা কমন।

শেয়ারের জন্য ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৮

সুফিয়া বলেছেন: হতে পারে। দেখুন না ডাউনলোড করতে গিয়ে দুটো ছবি দু'বরি করে চলে এসেছে।

ধন্যবাদ।

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

আহমেদ আলিফ বলেছেন:
ছবি গুলি শেয়ার করার জন্য ধন্যবাদ !
সুন্দর !!!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯

সুফিয়া বলেছেন: মানুষের জীবনের স্বর্ণালী সময়টা সুন্দর না হয়ে পারে ?

ধন্যবাদ। ভালো থাকবেন।

১০| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

রাজীব নুর বলেছেন: সুন্দর ।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫০

সুফিয়া বলেছেন: পিছু ফিরে দেখুন আপনি আমি, আমরা সবাই এই সুন্দরের অংশীদার, অবিচ্ছেদ্য অনুষংগ।

ধন্যবাদ আমার ব্লগে সময় দেয়ার জন্য।

১১| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

সাদা মনের মানুষ বলেছেন: হায় আল্লাহ্ মারাত্মক বললেও কম বলা হয়, ডাইরেক্ট শোকেসে :)

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। মাঝে মাঝে মন খারাপের মুহূর্তে ছবিগুলো দেখলে মনটা ভালো হয়ে যাবে--এটা আমার বিশ্বাস। আশা করি আপনার বেলায়ও সেটা প্রযোজ্য হবে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ইয়ে দৌলত ভি লেলো ইয়ে সহরত ভি লেলো
ভালে ছিনলো মুজছে মেরে জাওয়ানী
মাগার মুজকো লটাদো বাচপনকা শ্রাবন
ও কাগজকি কিস্তা ও বারিষ কা পানি....

>> এই সম্পদ নিয়ে যাও এই সম্মান নিয়ে যাও
চাইলে ছিনিয়ে নাও যৌবন আমারই
তবু দাও ফিরিয়ে ঐ শৈশব শ্রাবন
ঐ কাগজের নৌকা ঐ বর্ষার পানি......

মনে পড়ে গেল সেই স-----------------------------------ব অনুভব।



প্রিয়তে।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৪

সুফিয়া বলেছেন: এই সম্পদ নিয়ে যাও এই সম্মান নিয়ে যাও
চাইলে ছিনিয়ে নাও যৌবন আমারই
তবু দাও ফিরিয়ে ঐ শৈশব শ্রাবন
ঐ কাগজের নৌকা ঐ বর্ষার পানি......
পদ্মপুকুর আর চড়ুইভাতির ঘর
মায়ের হাতের পিঠে-পায়েস আর
ডাহুক ডাকা দুপুর।

আমি আর একটু যোগ করার লোভ সামলাতে পারলাম না।

অনেক অনেক ধন্যবাদ।

১৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

বশর সিদ্দিকী বলেছেন: খেজুরের রস চুরি করা হইতে উঠানে চুলা থেকে ভাপা পিঠা খওয়া

কোনটা রাইখা কোনটার কতা বলব প্রত্যেকটা ঘটনা আমার জীবনে ঘটেছে। শৈশবের কথা মনে করাইয়া দিলেন।

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৭

সুফিয়া বলেছেন: এখানটাতে বোধহয় আপনার সাথে আমার শৈশবের অনেক মিল রয়েছে। তবে আমি আরও একটা কাজ করতাম খুব ভালোবেসে। সেটা হলো ফুল কুড়োনো। এমনকি অন্যের বাগান থেকে ফুল চুরি করতেও দ্বিধা করতাম না।

আহা ! কোথায় গেল দুরন্তপণার সেইসব দিনগুলো ?

ধন্যবাদ।

১৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

ম্যাংগো পিপল বলেছেন: অনেক কিছুই মনে পরে............

এখনো গ্রামে থাকি, কিন্তু আমাদের এলাকায় এসব ছবি ৮০ % বিলুপ্ত হয়ে গেছে :(( :((

গ্রাম যেন খুব দ্রুত একটি কঠিন শহরে পরিনত হচ্ছে X( X(

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০২

সুফিয়া বলেছেন: এদিক থেকে দেখলে আমি এখনও ভালো একটা অবস্থানে আছি। আমার শৈশবের স্মৃতিঘেরা গ্রামটা আজও যেন তেমনি আছে। অর্থাৎ এখনও বিদ্যুৎ পৌঁছেনি আমার গ্রামে, গাড়ি থেকে নেমে ক্ষেতের আইল ধরে প্রায় আধা কিলোমিটার হেঁটে বাড়িতে পৌঁছাতে হয়। এখনও সূর্য ডুবার সাথে সাথে কুপি বাতির আলো আর পেঁচার ডাকের থরোথরো কাঁপুনিতে সন্ধ্যা নামে আমার গ্রামে। এগুলো সব আমার জন্য উপজীব্য বিষয়। তাই সুযোগ পেলেই আমি ছুটে যাই আমার গাঁয়ের পাণে। এই ঈদেও যাচ্ছি।

ধন্যবাদ।

১৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪৬

কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: ছোটবেলার দুরন্ত দিনগুলো মনে করিয়ে দিলেন। 8-|

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৫

সুফিয়া বলেছেন: সাথে সাথে মনটা চলে গেলো স্বর্ণালী অতীতে এই তো ? নাটাই এর সূতো একবার ছেড়ে দিয়ে দেখুননা। আমার মনে হয় আপনার বর্তমান সময়টাই রঙিন হয়ে যাবে।

ধন্যবাদ।

১৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৬

পলক শাহরিয়ার বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো।

I Wish I Could Turn Back the Clock
Back to Days.......

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

সুফিয়া বলেছেন: এমনটাই তো আমি চেয়েছিলাম।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৫

আমিনুর রহমান বলেছেন:



দারুন ছবি ব্লগ +++

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৫

সুমন কর বলেছেন: দারুন !!

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৭

সুফিয়া বলেছেন: আসলেই দারুণ। তাই তো আমার এই প্রচেষ্টা।

ধন্যবাদ। ভালো থাকবেন।

১৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৮

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সময় এভাবে পরিবর্তন হয়ে যায় কেন?

০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৯

সুফিয়া বলেছেন: যে সময়টার কথা বলছেন, আমি তো বলব সেই সময়টা পালিয়ে গেছে আমাদের জীবন থেকে। ওকে খুঁজে পেতে হলে আমাদেরকে বার বার ফিরে যেতে হবে আমাদের গ্রামীণ জনপদে, সেই ছায়াঘেরা ঘু ঘু ডাকা শ্যামল বাংলার কাছে, যেখান থেকে পায়েচলা মেঠোপথ আজু হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে।

ধন্যবাদ। অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম। ভালো থাকবেন।

২০| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০১

স্বপনচারিণী বলেছেন: নিষ্পাপ শৈশব! চমৎকার সব ছবি। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৮

সুফিয়া বলেছেন: আমি বলি স্বর্ণালী শৈশব মানুষকে পিছু টানে বার বার।

ধন্যবাদ আপনাকে।

২১| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪১

রাফসান বড়ুয়া বলেছেন: আমি দেখেছি!
আমি উহা দেখেছি...

২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৮

সুফিয়া বলেছেন: আপনার ছবিটা আমার এই পোস্টটাকে আরও সমৃদ্ধ করেছে। ছবিটা যে শুধু শৈশবের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে তা কিন্তু নয়। ছবিটা দেখে এক অদ্ভূত রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে মনের ভিতর।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

২২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৮

সাদমান সাদিক বলেছেন: অসাধারণ

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আসলে আমাদের সবার শৈশবটা হচ্ছে আমাদের জীবনের একটা অসাধারণ সময়। সেটাই তো ফুটে উঠেছে এখানে।

ধন্যবাদ। ভালো থাকবেন।

২৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

কসমিক- ট্রাভেলার বলেছেন:






মনে পড়ে সেই সুপারী গাছের সারি
তার পাশে মৃদু জোৎনা মাখানো গ্রাম
মাটির দেয়ালে গাথা আমাদের বাড়ি
ছোটো ছোটো সুখে সিদ্ধ মনোস্কাম।





++++++++++
+++++++++++++++
+++++++++++++++++
+++++++++++++++++++

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

সুফিয়া বলেছেন: দারুণ হয়েছে আপনার কবিতাটি।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

এরকম আরও কবিতা চাই।

২৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৫

খেয়া ঘাট বলেছেন: কী যে ভালো লাগলো ছবিগুলো দেখে। ওফ যদি আবার ফিরে যেতে পারতাম।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩১

সুফিয়া বলেছেন: শৈশবের পিছু ডাক
সে যে আমার সোনালী দিনের হাঁক
আয় সবে যাই ছুটে
শাপলা পুকুর ঘাটে

অনেক অনেক ধন্যবাদ।

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১

সুমন জেবা বলেছেন: ছবিগুলি ভীষন ভীষন মজার!!!!!!!
খেজুরের রস চুরি, মুঠো ভরা কচঁু ফুল,দল বেধে পানিতে ঝঁাপ ..
দুরন্ত দিনগুলো মনে পড়ে..

২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৫

সুফিয়া বলেছেন: দিনগুলো দূরন্ত বলেই বোধহয় এত মধুর। বার বার ফিরে যেতে ইচ্ছে করে সেই সব দিনে। কিন্তু সময় বড় নিষ্ঠুর। আমাদেরকে সেই সময়ের কাছ থেকে অনেক অনেক দূরে টেনে নিয়ে এসেছে। কিছুতেই আর ফিরে যাওয়া সম্ভব নয় সেই সবদিনে, কেবল স্মৃতিচারণ ছাড়া।

ধন্যবাদ আপনাকে।

২৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৩

আবাবিল৬৯১৯ বলেছেন: ছবি দেখে মনে হল , আমি ও এ ছবির একজন । ভাল থাক বাংলাদেশ ।

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৯

সুফিয়া বলেছেন: ঠিকই বলেছেন। যাদের শৈশব এসবের মধ্য দিয়ে কেটেছে তাদের কাছে এমনটা মনে হওয়াই স্বাভাবিক।

ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.