নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

তোমাকে নিমন্ত্রণ -- কবিতাপোস্ট

১৯ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭

তুমি সকাল বেলা ঘোমটা মাথায় এসো

তুমি শিউলী তলায় নুপুর পায়ে এসো

তুমি সোনামাখা রোদ নিয়ে আমার বাড়ি এসো

তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো ---।

ও আমার মন বলাকার মন

তুমি এসো যখন তখন

নতুন দিনে প্রাণের সুরে

চঞ্চল দুটি পাখা মেলে তুমি এসো।

তুমি এসো জীবনের জয়গানে

ভালোবাসার কলতানে

মানুষে মানুষে বিনিসূতার মালা গেঁথে

তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো --।

ও আমার রূপ ঝলমল বাউল বাঁশী মন

তুমি পদ্মপাতায় শিশির যেন জল টলমল

তোমার ছন্দে হাওয়ার বুকে

মনময়ুরী পাখা মেলে ভালোবাসার সুখে

সেই সুখের গাঙে তরী বেয়ে তুমি এসো

তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো --।

প্রজাপতির রঙিন ডানায়

শিশিরভেজা ঘাসের ডগায়

কবিতার ছন্দ দোলায় তুমি এসো

তুমি এসো --, তুমি এসো --, তুমি এসো --।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

রাইসুল সাগর বলেছেন: ও আমার রূপ ঝলমল বাউল বাঁশী মন
তুমি পদ্মপাতায় শিশির, যেন জল টলমল

এই দুই লাইন বেশি ভালো হইছে।

কবিতায় +

শুভকামনা নিরন্তর।

২০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভ কামনা রইল। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.