নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রজাপতির রঙিন পাখায়/ মন ভরে যায় কানায় কানায়।

২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৫২







































































































































































এত সুন্দর ফড়িংগুলোই বা বাদ যাবে কেন ?



















এমনি করে সব সময় রঙিন হয়ে থাকুক আমাদের মনের জগত। আমরা যেন সবাই ভালো থাকি, সুন্দর থাকি প্রকৃতির উজাড় করা সুন্দরকে ভালোবেসে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪

এসএমফারুক৮৮ বলেছেন: প্রজাপতি গুলো দেখে বলতে ইচ্ছে করছে -

প্রজাপতি, প্রজাপতি,

কোথায় পেলে ভাই অমন সুন্দর ‍‍"রঙিন পাথা" ।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৫

সুফিয়া বলেছেন: মনের অজান্তেই লাইন দুটো আওড়িয়েছেন এটা কিন্তু ঠিক।

ধন্যবাদ।

২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আমাবর্ষার চাঁদ বলেছেন: সুন্দর, অসাধারন............

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৭

সুফিয়া বলেছেন: সুন্দর তো হবেই। কারণ এরাই আমাদের প্রকৃতির রূপ-মাদূর্যের একটি উৎস।

ধন্যবাদ।

৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

বনসাই বলেছেন: কতদিন প্রজাপতি দেখি নি! মনটা খুব ভালো হয়ে গেলো।

শেষের চারটি তো ফড়িং, যার দ্বিতীয়টি সম্ভবত আঁকা।

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩৯

সুফিয়া বলেছেন: প্রজাপতিগুলো দেখে আমার কিন্তু ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। কত ছুটেছি ওদের পেছনে !

শেষের চারটি ফড়িং এর কথা তো আমি বলেই দিয়েছি।

দ্বিতীয়টি অাঁকা কি-না আমি ঠিক বুঝতে পারিনি। আপনার কথা সঠিক হতেও পারে।

ধন্যবাদ।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৭

ডরোথী সুমী বলেছেন: কত রঙের বাহার! দারুণ লাগলো। প্রকৃতিতে এত রঙ, সত্যিই মুগ্ধকর!

২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪০

সুফিয়া বলেছেন: রংরঙিন আমাদের প্রকৃতি এদের দ্বারাই সমৃদ্ধ। এরাই রাঙিয়ে তুলে প্রকৃতিকে। আর আমরা তা দেখে মুগ্ধ হই।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.