![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আমরা আমজনতা এখন কি করব ? একটা নিস্পত্তির আশায় যখন আমরা প্রহর গুণছিলাম তখনই আগামী ২৭ অক্টোবর সকাল ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত লাগাতার হরতালের ডাক দিয়েছেন বেগম খালেদা জিয়া।
হায়রে দেশ ! কোথায় গিয়ে হবে এর শেষ !
প্রশ্ন উঠে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বেগম জিয়া আসলে কতটা আন্তরিক ?
তিনি যে নির্দলীয় সরকারের রূপরেখা উপস্থাপন করেছেন সেটা কি কেবলই আই ওয়াশ ?
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৭
সুফিয়া বলেছেন: কথাটা আপনি মিথ্যা বলেননি। এই মুহূর্তে হরতালটা ডেকেছেন তো ম্যাডাম জিয়া, তাই উনার নামটাই চলে এসেছে। সত্যি কথা বলতে গেলে সবার রাজনীতি ঘূর্ণিপাক খায় ক্ষমতার চেয়ারটাকে ঘিরে। দেশের আমজনতা সেখানে গৌণ।
ধন্যবাদ।
২| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৫
ম.র.নি বলেছেন: দুই দিন সময় দিয়েছেন এর মধ্যে আলোচনায় না আসলে তবে হরতাল।আপনি কি ধরেই নিয়েছেন এই দুই দিনে কিছু হবে না? খালেদা জিয়ার আইডিয়া খারাপ না,এটা হতে পারে সবচে এক্ক্সেপ্টেবল এপ্রোচ টু সল্ভ দি প্রবলেম।কিছু এডজাস্টম্যান্ট করে তা বাস্তবায়ন করা যায়।এতে দরকার হাসিনার আন্তরিকতা ও ক্ষমতার লোভ ত্যাগ করা।আপনি খালেদা জিয়ার আন্তরিকতা নিয়ে সন্দিহান অথচ হাসিনা'র এক্টিভিটিজ নিয়ে আপনি কিছু বলেন নি।ইহা ঠিক না।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২
সুফিয়া বলেছেন: আপনি দুই দিন সময় দেখলেন কোথায় ? তারিখ তো শেষই বলা যায়। হাতে আছে ২৬ তারিখ, এরপর ২৭। অবশ্য আলোচনায় বসতে চাইলে দুই দিন কেন, আধা দিনেও করা যায়। প্রেক্ষাপট তো তৈরীই আছে।
আপনার মন্তব্যের শেস অংশটার উত্তরে বলছি। কয়েস সামীর মন্তব্যের উত্তরে আমি যা বলেছি সেটা একটু পড়ে নিবেন।
ধন্যবাদ।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৭
অরিয়ন বলেছেন: খালেদা যদি সংকট নিরসনে আন্তরিক না হতেন আরো আগেই হাসিনার মতো অসহযোগ ও জ্বালাও পোড়াও এর কর্মসূচী দিতে পারতেন। কিন্তু তিনি তা না করে ধৈর্য ধরে অপেক্ষা করেছেন, আর কতো?
হাসিনা যদি শান্তির পক্ষে থাকতেন তাহলে একটা মিমাংসিত বিষয় নিয়ে এভাবে হঠকারি সিদ্ধান্ত নিতেন না।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫
সুফিয়া বলেছেন: সংকট নিরসনে কে কতটা আন্তরিক সেটা দেখার সময় বোধহয় এসে গেছে। আর বেশী দিন আমাদেরকে অপেক্ষা করতে হবেনা।
সবচেয়ে বড় সত্য হলো সবার রাজনীতি ক্ষমতাকেন্দ্রিক। সেটা হাসিনা কিংবা খালেদা, যেই হোক না কেন ? জনগণ সেখানে গিনিপিগ মাত্র। তাই বললাম যে কে কতটা আন্তরিক সেটা দেখার জন্য আমাদেরকে আর বেশী সময় অপেক্ষা করতে হবে না।
ধন্যবাদ।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৮
এম আর ইকবাল বলেছেন:
গ্রাম্য পলেট্রিক্স, গায়ে পড়ে ঝগড়া ।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৬
সুফিয়া বলেছেন: একদম ঠিক বলেছেন। আমি শুধু বেগম জিয়ার হরতালের ঘোষণাটা পোস্ট দিলাম। সাথে সাথে এপক্ষ-ওপক্ষ হিসেবে ভাগ হয়ে গেল। সত্যি আজব !
ধন্যবাদ আপনাকে।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
দুঃস্বপ্০০৭ বলেছেন: শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ১৭৩ দিন হরতাল করেছে আওয়ামিলীগ ।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৭
সুফিয়া বলেছেন: আমি কিন্তু এব্যাপারে কিছু বলিনি। কোন দলের হয়ে কথা বলিনি। বেগম জিয়ার হরতালের ঘোষণাটা পোস্ট দিয়েছি মাত্র।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৩
অরিয়ন বলেছেন: এই তত্বাবধায়কের জন্য হাসিনা ১৭৩ দিন হরতাল অসহযোগ ও জ্বালাও পোড়াও এর কথা কি ভুলে গেছেন ?
৫বসর নিজের এবং দলের অপকর্মের কারনে এখন ক্ষমতা ছাড়তে তার যতো ভয়।
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৮
সুফিয়া বলেছেন: আমি কিন্তু এব্যাপারে কিছু বলিনি। কোন দলের হয়ে কথা বলিনি। বেগম জিয়ার হরতালের ঘোষণাটা পোস্ট দিয়েছি মাত্র।
৭| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১০
কানা ফকীর বলেছেন: দরকার শেখ হাসিনার আন্তরিকতা ও তার ক্ষমতার লোভ ত্যাগ করা। তিনিই বা এভাবে কামড়ে ধরে থাকতে চান কেন? এত গনতন্ত্র মন্ত্র করে এটা কেমন ব্যাবহার সেটা ? ২০০৬ এও তো এমনই হয়েছিল। আবারও সেটার পুনরাবৃত্তি! তাহলে লাভ টা কি হল এই ডিজিটালাইজেশনের অথবা এত আগডুম বাগডূম কথার?
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪
সুফিয়া বলেছেন: আমরা আম জনতা দুই নেত্রীর খেলার মাঠে ফুটবল মাত্র। দেখলেন তো অবস্থা সংলাপের নামে কি হচ্ছে ?
৮| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
স্বাধীকার বলেছেন:
সারাদেশে ১৪৪ ধারা কিংবা মিছিল সমাবেশ নিষিদ্ধ করে, বিজিবি মোতায়েন করার পর আপনি কি সরকারের কাছে জানতে চেয়ে কোনো পোস্ট দিয়েছিলেন- এটা কেমন আলোচনার পরিবেশ, এটা কেমন গণতান্ত্রিক রাজনীতি?
দেন নি, কারণ আপনি হয় অন্ধ বা দলান্ধ।
১৭৩ দিন হরতালকারীরা পুলিশ দিয়ে ভিন্ন মতালম্বীদের ঘরছাড়া করে আলোচনার মাধ্যমে সমাঝোতা করবে, আর আপনি সেই ভরসায় আম্লীগের পক্ষে দালালী করে পোস্ট দিবেন, নাকি কান্না কাদঁবেন দেশের ক্ষতির কথা চিন্তা করে। সরকার কর্তৃক হাজার কোটি টাকার লুটপাটে আপনি একটি বাক্য ব্যয় করেন নি, অথচ একটি অবাধ নির্বাচনের স্বার্থে, মানবাধিকার ও মৌলিক অধিকার রক্ষার তাগিয়ে হরতাল আসলে সাথে সাথেই আপনার প্রসব বেদনা উঠে গেলো?
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৪
সুফিয়া বলেছেন: সংলাপের সতিচ্ছা যে কারও নেই এটা আবার প্রমাণিত হলো।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
জগ বলেছেন: খালেদা জিয়া মেনশন করেছেন 'প্রাথমিক' কর্মসূচী।
মর্জিনার ফিরে আসার সাথে যুক্ত আছে হিজড়াস্তানি, ড্রাগন আর ঈগলের অবস্থান। এরপরেও যদি মানসকন্যা পদ না ছাড়ে তাহলে শেষ জলপাই দিয়েই সমাধান হবে।
সুতরাং, মর্জিনা ফিরে আসলেই ফাইনাল ডিসিশন হবে।
৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
সুফিয়া বলেছেন: জানিনা ড্যান মজিনা আসলেই কিছু করতে পারবে কি-না সংলাপের সম্ভাবনা যা-ও একটু তৈরী হয়েছিল, এখন তো দেখঠছ পুরোটা জট পাকিয়ে গেছে।
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
কয়েস সামী বলেছেন: জনগনের ভোগান্তি নিরসনে কোন রাজনীতিবিদই আন্তরিক না। খালেদার পাশে তাই হাসিনার নামটাও রাখবেন।