নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

নতুন প্রজাতির বানরের সন্ধান

২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৪





কঙ্গো থেকে দূরবর্তী লুমামি নামের বনে নতুন প্রজাতির বানরের সন্ধান পাওয়া গেছে বলে দাবী করেছেন একদল বিজ্ঞানী। যদিও বানরটি স্থানীয় শিকারীদের নিকট আগেই পরিছিত ছিল, কিন্থু বর্হিবিশ্বে এটি ছিল স্মপূর্ণ অনাবিস্কৃত। বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন সন্ধান পাওয়া এই বানরটির বৈজ্ঞানীক নাম Cercopithecus Lomamiensis। স্থানীয় শিকারীদের নিকট এটি লেসুলা (Lesula) নামে পরিচিত। বিজ্ঞানীরা বলেছেন, গত ২৮ বছরের মধ্যে এটি নতুন প্রজাতির বানরের দ্বিতীয় আবিস্কার।







জানা যায়, বানরটি স্থানীয় একটি স্কুল পরিচালকের মেয়ের নিকট প্রতিপালিত হচ্ছিল। বানরটি জন্মের কিছুদিন পর কোন এক শিকারির হাতে ওর মা মারা গেলে এই মেয়েটি শিশু বানরটিকে এনে প্রতিপালন শুরু করে।







বিজ্ঞানী দলের প্রধান জন হার্ট জানান, এটি দেখতে অনেকটা বানরের মতো হলেও এর গায়ের রং ও আকৃতিতে অনেক ভিন্নতা রয়েছে। লেসুলা নামের এই বানরটি দেখতে অনেকটা মানুষের মতোও বটে। এর চোখ দুটি বাদামী রং এর এবং শরীরে সোনালী রং লোম রয়েছে।







বিজ্ঞানীরা স্থানীয় শিকারীদের নিকট থেকে লেসুলা ও অন্যান্য বানরের জীন সংগ্রহ করে ইউএসএ পরীক্ষাগারে পাঠিয়েছেন। ম্যানহাটনের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষাশেষে জানিয়েছেন যে, লেসুলা ও বানরের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে।



সূত্র ঃ সিএনএন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪২

মাথা ঠান্ডা বলেছেন: নতুন বান্দর আবিস্কার। =p~

৩০ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪২

সুফিয়া বলেছেন: বানরের যে কত প্রজাতি আছে পৃথিবীতে আল্লাহই জানে। এখনও নতুন নতুন প্রজাতির সন্ধান পাওয়া যাচ্ছে।

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.