নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতার অনুরাগে মনটা যখন সিক্ত, তখন লিখলাম না হয় দুই/একটা কবিতা

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

এক



মেয়ে তোর নুপুর পরা পা দুটি চঞ্চল কেন এত বলনা

তোর আউলা চুলে হেলেদুলে কি কথা কয় বাউড়ি বাতাস বলনা।

তোর অথৈ সাগর চোখ দুটিতে কেন এত ছলনা

বলনা --------------------।



তোর চোখের তারায় চোখ রেখেছিলাম

তোর মনের খাতায় নাম লিখেছিলাম

তোর লুটিয়ে পরা আঁচল দেখে কবিতায় সুর বেধেছিলাম

সেই সুরের বাধন ছিঁড়ে কেন চলে গেলি বলনা ।

তোর অথৈ সাগর --------------- ছলনা, বলনা।



তোর রিনিঝিনি কাঁকন হাতে

হাত রেখেছিলাম চাঁদনী রাতে

তোর বৃষ্টিমুখর চোখ দুটি দেখে ভিজে গিয়েছিলাম প্রেমের জলে

তোর রূপসাগরে ডুব দিয়েছিলাম প্রথম দেখাতেই

তবু তোর মনে কেন ভালোবাসার ঢেউ জাগলা না, বলনা।

তোর অথৈ সাগর ---------------ছলনা, বলনা।



তোর রংধনু সাতরঙা মনে

তোর ভালোবাসার সরোবরে

কেন ঠাঁই হলনা এ মনের, দিন কাটে আমার সেই দ্বন্ধে

তবু আমার দিন আজ মুখর হয় তোর নুপুরের ছন্দে

সেই ছন্দ দোলায় তোর মন আজও কি দুলবে না ?

তোর অথৈ সাগর ------------------- ছলনা, বলনা।





দুই









দৃষ্টিজুড়ে শুধু তোমাকেই দেখি

আমার কল্পনার সবটুকু জুড়ে শুধু তুমিই থাকো নিরবধি।

তোমাকে তাই ভুলতে পারব না কোনদিন

আমার ভালোবাসার চেতনায় তুমি চিরদিন রবে অমলিন।

তাই মনের মাঝে তোমাকেই দেখি রাত্রিদিন।



সাগর যেমন তটে এসে

আছড়ে পড়ে তটকে ভালোবেসে

তুমি দূরে চলে গেছো তবু আমার মন বার বার

তোমার কাছে ছুটে যেতে চায় তেমনি করে

তুমি জাননা সেকথা, ভুলে গেছো দু'জনার স্মৃতি

দৃষ্টিজুড়ে তবু শুধু তোমাকেই দেখি।



চারপাশে আজ আমার হাজার সুরের মাতামাতি

তুমি ছিলে এই সুরের রঙিন প্রজাপতি

তোমার রঙিন ডানায় পাখা মেলতো আমার ছোট্ট পাখিমন

সে পাখি আজ উড়তে পারেনা শূণ্য আমার ভূবন

শুধু মনের মাঝে তোমার কথা জ্বলে ধিকিধিকি

দৃষ্টিজুড়ে তাই শুধু তোমাকেই দেখি।



তুমি তো সেই তুমিই আছো

এই আমাকে ভুলে গেছো

নতুন করে ঘর বেধেছো নতুন স্বপ্নের ডোড়ে

আমি শুধু পথ চেয়ে থাকি আসবে তুমি শিউলী ফোটা ভোরে

যে শিউলী তলায় এঁকে রেখেছিলাম তোমার আমার প্রথম দিনের ছবি

তুমি ভুলে গেছো তার সবই

আমি তবু দৃষ্টিজুড়ে শুধু তোমাকেই দেখি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

পরিবেশ বন্ধু বলেছেন: আপনার কবিতা খুব সুন্দর
ভাললাগা থাকল
অবশ্যই জয় করে নেবে পাঠকের অন্তর ।।

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

সুফিয়া বলেছেন: আপনার শুভ কামনার জন্য অনেক অনেক ধন্যবাদ।

২| ০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪

কুমার মিজান বলেছেন: দারুন লিখেছেন। এইখানে ক্লিকান । সস্তা প্রচার কিছু মনে নিয়েন না। ;)

০১ লা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০৯

সুফিয়া বলেছেন: সস্তা প্রচার কেন বলছেন ? আজকাল দেখছেন না সবাই কেমন নিজের ঢোল নিজে বাজাতে অভ্যস্ত। আর তাছাড়া আপনার লেখাটা কিন্তু ভালো হয়েছে। মজা পেয়েছি আপনার ছেলে তার আম্মুর বিয়ের খবর আপনাকে দেয়ায়।

ধন্যবাদ। আমার কবিতা দুটি আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.