নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা, কাকে যেন লিখেছি

০৪ ঠা নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

তুই যে আমার শ্যামল গাঁয়ে রূপের হাটের রূপসী ললনা

তুই যে আমার মন ভুলানো পথের ধারের ঘাসের বুকে ছোট্ট শিশির কণা

সে পথ আমার সোনাঝরা দিনের হাসি

দোয়েল কোয়েল আর রাখালিয়ার গানের বাঁশি

মায়ের শাড়ির আঁচল পাতা শিউলী ফোটা উঠোন কোণের তুলনা হয়না।



তুই যে আমার ছোট্ট ছোট্ট পুতুলমনের ছোট্ট একটি চাওয়া

তুই যে আমার বাদলা দিনে বেণুবনে রংধনু হাতে পাওয়া

সেই রংধনুর বুকে এঁকে দিতাম তোর মুখের ছবি

ভালোবাসার দিন ফুরায়না মনে আছে তার সবই

নোলক নাকে তোর মুখের হাসির তুলনা মেলেনা।



তুই যে আমার স্বপ্নপুরের স্বপনহরিনী কন্যা

তুই যে আমার দূর জীবনে সুখের পাখি ময়না

সেই সুখের হাটে সওদার ছলে তোর মুখখানি দেখার আশে

বারে বারে যেতাম বলে তুই বলতি সর্বনেশে

সেই সর্বনেশে সুখের দেখা এখন যে আর পাইনা।







মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: সুন্দর প্রকাশ :)

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৫

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লাগায় আমারও ভালো লাগল।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ৮:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তুই যে আমার ছোট্ট ছোট্ট পুতুলমনের ছোট্ট একটি চাওয়া
তুই যে আমার বাদলা দিনে বেণুবনে রংধনু হাতে পাওয়া

চমৎকার ''তুই'' ময় কাব্য ।
কবিকে অভিনন্দন ।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আপনার মনে কবিতাটি একটু জায়গা পেয়েছে।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:

বেশ সুন্দর কবিতা।

ভাললাগা জানবেন।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনাদের ভালো লাগা আমার জন্য অনেক বড় পাওয়া।

ভালো থাকবেন।

৪| ০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৬

নূর আদনান বলেছেন: গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

ভাল লাগল

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

আর কবিতাটি কেমন লাগল সেটা বললেন না কিন্তু।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.