নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমি পালাতে চাই

০৮ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৬

আমি পালাতে চাই







হে পৃথিবী, আমার জন্মের ভারটা তুমি তুলে নিয়েছিলে

এ আমার সৌভাগ্য না কি দুর্ভাগ্য

সে হিসেব করে দেখিনি কোনদিন।

কিন্তু আজ মনে হচ্ছে আমার জন্মের স্থানটা

তুমি অন্য কোথাও নির্ধারণ করে দিলে পারতে।

বাংলাদেশের ভৌগলিক সীমানার বাইরে অন্য কোথাও।

এই যেমন জাপান, সৌদি আরব কিংবা

অন্য কোন দেশে, যেখানে মানুষকে কখনও

রাজনীতিবিদদের ক্ষমতায় যাবার রথে পরিণত হতে না হয়।



অথচ, আমার প্রিয় এই স্বদেশকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি

বিধাতার উজাড় করা রূপের তুলিতে আঁকা এই পবিত্র ভূমি

আমাকে কাছে টানে বার বার।

আমি চাইনা রাজনীতির দ্রোহের আগুনে জ্বলে খাক হয়ে যাক

আমার এই শ্যামল বাংলা, প্রিয় জন্মভূমি।

কারণ, এ আমার স্বদেশ, আমার চির নমস্য ভূমি।



হে পৃথিবী, তুমি আমার জন্মের ভার যদি নিয়েছই এই বাংলায়

তবে আর একটু উদার হও, পত্রপুষ্পে শোভিত

প্রাকৃতিক আদরে লালিত এই বাংলার মানুষগুলোর প্রতি।

কেনশিউলী ফোটা স্নিগ্ধ সকালে এই বাংলার মানুষদের ঘুম ভাঙবে

ককটেল আর বোমার বিকট শব্দে ?

কেন অস্ত্রের ঝনঝনানিতে বাদ্যযন্ত্রের তাল কেটে যাবে বার বার ?

কেন এদেশের খেটে খাওয়া সাধারণ মানুষগুলো

তাদের দিনান্তের ভাগ্যলিপিকে বরণ করবে মৃত্যুর পরোয়ানা হাতে ?

কেন শান্তিপ্রিয় মানুষগুলোর আটপৌরে দিনলিপি

ভয় আর আশংকার দোলাচলে দুলবে সর্বদা ?



সবুজ-শ্যামলিমার পরতে পরতে আজ এদেশে অস্ত্রশক্তির খেলা

ক্ষমতার রশি টানাটানিতে মৃত্যুর মিছিলে কেবল যোগ হচ্ছে নতুন মুখ

মানুষ এখানে পায়ে পিষে মরা নগন্য জীবমাত্র !

অথচ এরাই সরকার পরিবর্তনের মূল হাতিয়ার !

এর চেয়ে বড় জাতীয় রসিকতা আর কি হতে পারে এদেশে ?



তুমি বলে দাও হে পৃথিবী

কবিতা যেখানে হয়ে উঠে দ্রোহের হাতিয়ার

সেখানে আমার থাকা কি

পরাভূত শক্তির সাথে সন্ধি স্থাপন নয় ?

তাই আমার বলতে দ্বিধা নেই

আমি পালাতে চাই এখান থেকে

আমার পবিত্র মাতৃভূমি থেকে

শুধু আমার প্রিয় স্বদেশের বুকের রক্তক্ষরণ আর দেখতে চাইনা বলে।





মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.