নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

প্রিয় হুমায়ুন আহমেদ এর জন্য ক'টি চরণ, লিখেছিলাম ২০১২ সালের ২০ জুলাই তারিখে। আজ তার জন্মদিনে রিপোস্ট করলাম লেখাটি।।

১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৭

প্রিয় হুমায়ুন,



তুমি বেঁচে রবে তোমার সৃষ্টির সম্ভারে

অনেক উপখ্যান, অনেক গল্প

অনেক না বলা কাহিনীর ভিড়ে।

তুমি বেঁচে রবে তোমার সৃষ্ট চরিত্রের মাঝে

হিমু, মিসির আলি, বদি আর বাকের ভাইদের ভিড়ে

একুশের বই মেলা, নুহাশ পল্লী

সবখানে তুমি ফিরে ফিরে আসবে জানি।



ফিরে তোমাকে আসতেই হবে

তোমার এই রূপসী বাংলার কোলে

বড় বেশী ভালোবাসতে তুমি এই বাংলাকে

এর ফুল-ফল-পাখির গান আর নদীর ঢেউকে

ঘেটুপুত্র আর কমলাদের মতো মানুষকে

ওদের সুখ-দুঃখ, হাসি-কান্নার ইতিহাসকে

নিজের করে নিয়েছিলে তুমি হুমায়ুন

তাই তোমাকে ফিরে আসতেই হবে

এদের হাত ধরে, এই বাংলাকে ভালোবেসে।



তোমার রেখে যাওয়া অপূর্ণ স্বপ্নকে

পূর্ণতার রূপ দিতে

তোমাকে ফিরে আসতেই হবে

প্রিয় হুমায়ুন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: ৬৫তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাই অতি প্রিয় হুমায়ূন আহমেদ স্যারকে।

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬

সুফিয়া বলেছেন: এখনও কেন জানিনা প্রশ্ন করতে ইচ্ছে করে, কেন অকালে চলে গেলেন এই মানুষটি ?

দোয়া করি আল্লাহ উনার আত্মার শান্তি বিধান করুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.