নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কিছু ছবি দেখতে চাই। কারও কারও ভালো লাগলেও লাগতে পারে।

১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪



The Montral Botanical Garden, Canada





The Cherry River, West Virginia



















Golden Eye Resort, Jamaica













River of Flowers in Keukenhof, Holland











The Tibetan Bridge in Claviere, Italy





Tree Tunnel Loire, France

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

উড়োজাহাজ বলেছেন: সোন্দার হইছে।

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। তবে ‌'সোন্দার'কে আরও সুন্দর করে বলা যেত তাই নয় কি ?

২| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১০

শাহরিয়ার খান রোজেন বলেছেন: The Cherry River ওখানে যাইতে মুন চায়।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

সুফিয়া বলেছেন: মন তো আমারও চায়। এত সুন্দর জায়গা একবার স্বচক্ষে দেখতে পারলে জীবনের মানেটাই অন্যরকম হয়ে যেত আমার কাছে।

ধন্যবাদ।

৩| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:১৯

উড়োজাহাজ বলেছেন: আচ্ছা যাক, দোষ স্বীকার করে নিলাম। হুমায়ূন আহমেদের ভাষায় বলি। বড়ই সৌন্দর্য্য।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

সুফিয়া বলেছেন: না ভাই অমনটা মিন করে বলিনি। দোষ কেন হবে ? বরং আপনার কথায় মজা পেয়েছি। আর হুমায়ুন আহমেদ এর ভাষা তো আরও মজার।

ধন্যবাদ।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬

এম এ কাশেম বলেছেন: এমন সুন্দরকে সুন্দর বললে ভুল হবে,
তাই বলি অপরূপ.................।

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

সুফিয়া বলেছেন: সত্যি এগুলো বিধাতার অপরূপ সৃষ্টি, যা দেখলে নিজেই বলে উঠতে হয় বা ! কি চমৎকার !

ধন্যবাদ আপনাকে।

৫| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৪২

রোদের ক্রোধ বলেছেন: ভালা লাগলো ,

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

সুফিয়া বলেছেন: ভালো লাগার মতই ছবিগুলো। শুধু চেয়ে থেকে চোখের তৃপ্তি মিটাব আমরা এই আর কি !

ধন্যবাদ আপনাকে।

৬| ১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩২

বেকার সব ০০৭ বলেছেন: এম এ কাশেম বলেছেন: এমন সুন্দরকে সুন্দর বললে ভুল হবে,
তাই বলি অপরূপ.........

১৮ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

সুফিয়া বলেছেন: অপরূপা তুমি
তোমাকে চেয়ে দেখি অনিমেষ নয়নে।
তুমি কি কেবলই ছবি ?


ধন্যবাদ।

৭| ১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:১৮

এস এম কায়েস বলেছেন: ভাল লাগল।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.