![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
park geun hye - দক্ষিণ কোরিয়ার প্রথম নারী রাষ্ট্রপতি। ক্ষমতায় আসেন ডিসেম্বর ১৯, ২০১২ সালে।
ইন্দিরা গান্ধী- ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিন টার্মে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিলেন ১৯৬৬ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত।
golda meir-ইসরাইলের প্রথম নারী প্রধানমন্ত্রী। ১৯৬৯ সালে ক্ষমতায় আসেন।
Isabel peron-ল্যাটিন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট। ক্ষমতায় ছিলেন ১৯৪৭ সাল থেকে ১৯৭৬ সাল পর্যন্ত।
বেনজির ভুট্টো- পাকিস্তানের দুইবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তার শাসনকাল ছিল ১৯৮৮-১৯৯০ ও ১৯৯৩-১৯৯৬ পর্যন্ত।
মার্গারেট থেচার-আইরন লেডি নামে খ্যাত। ইংল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ক্ষমতায় ছিলেন ১৯৭৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
ellen john sirleaf- লাইবেরিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী এবং আফ্রিকার প্রথম নারী রাষ্ট্রপতি হন ২০০৬ সালে।
Johanna sigurdardottir-আইসল্যান্ডের বর্তমান এবং প্রথম নারী প্রধানমন্ত্রী। নির্বাচিত হন ২০০৯ সালে। তিনি একজন স্বঘোষিত সমকামী।
দিলমা রোজ-ব্রাজিলের প্রথম নারী প্রধানমন্ত্রী। জানুয়ারী ২০১১ থেকে ক্ষমতায় আছেন।
ইয়াংলাক সিনাওয়াত্রা- থাইল্যাণ্ড-২০১১
শ্রীমাভো বন্দরনায়েকে-শ্রীলংকা এবং বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন ১৯৬০ সালে।
ক্রিষ্টিনা ফার্নান্দেজ-আর্জেন্টিনার প্রধানমন্ত্রী ২০০৭ সালে।
কোস্টারিকার প্রেসিডেন্ট
[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/sufia_1386670717_14-mother-teresa.jpg
ত্যাগের সর্বোচ্চ মহিমায় দীক্ষিত মাদার তেরেসা
সোনিয়া গান্ধী, ভারত, রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থেকেও বিশ্বের ক্ষমতাধর নারীদের একজন।
অং সান সুকি ও হিলারী ক্লিনটন।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৫
সুফিয়া বলেছেন: আসল কথা তো এটাই। আমি সিএনএন থেকে ছবিগুলো সংগ্রহ করেছি। কিন্তু আমাদের দেশের দুই বিশেষ ক্ষমতাধর দুইজনকে কেন তারা গণনার মধ্যে আনল না সেই রহস্য কিছুতেই বুঝতে পারছি না।
ধন্যবাদ।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৬
সাজিদ ঢাকা বলেছেন: বুঝতে পারসি এই লিস্টে আসার জন্য তারা ইরাম করতেসে
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
সুফিয়া বলেছেন: তারা যা-ই করুক। যত ক্ষমতাধর হোক না কেন ? আর্ন্তজাতিক পরিমন্ডলে তাদের ক্ষমতার বলয়টা কতটা সমাদৃত সেটা বুঝা গেল।
ধন্যবাদ।
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
প্রবাসী পাঠক বলেছেন: এই লিস্টে বিশ্বের সর্বকালের সেরা দুই মহীয়সী(!!!) ক্ষমতাধরের নাম নেই।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০
সুফিয়া বলেছেন: আর্ন্তজাতিক পরিমন্ডলে তাদের ক্ষমতার বলয়টা কতটা সমাদৃত সেটা বুঝা গেল এই লিষ্ট থেকে। ক্ষমতার জাবর কাটাই তাদের সার।
ধন্যবাদ।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৯
সুমন কর বলেছেন: সবার মতো আমিও ঐ দু’জনকে মিস করছি!!
গুড পোস্ট।
১১ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২২
সুফিয়া বলেছেন: আর আমি তো ঐ লিস্টে হন্যে হয়ে খুঁজেছি আমাদের দুই ম্যাডামের নাম। আপনার মতো আমিও মিস করছি তাদেরকে।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১০ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৪
বোধহীন স্বপ্ন বলেছেন:
সবচেয়ে ক্ষমতাধর দুইজন-ই তো বাদ পরছে, তাদের কথা বললেন না