নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

গ্রীণ ভিলেজ, বাঁশ নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল একটি গ্রাম।

১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৯



গ্রীণ ভিলেজ বা সবুজ গ্রাম। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত উবুদ ভিলেজ থেকে ৩০কিলোমিটার দূরত্বে সবুজ বনবেষ্টিত পাহাড়ে অবস্থিত। এই গ্রামে ১৮টি বাড়ি রয়েছে, যার প্রত্যেকটি তৈরী করা হয়েছে জীবন যাপনের অত্যাধুনিক সমস্ত সুবিধা রেখে।





তবে ডিজাইন বৈচিত্রে প্রতিটি বাড়ি ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী। জেনে অবাক হতে হয় যে এই বাড়িগুলো নির্মাণ করা হয়েছে স্থানীয়ভাবে সংগৃহীত বাঁশ দ্বারা।





বাড়িগুলো কিংবা গ্রীণ ভিলেজ এর মূল স্থপতি হচ্ছেন Defit Wijaya। তবে মূল পরিকল্পনা করেছেন ইলোরা হার্ডি। তিনি এখানে একটি গ্রীণ গার্ডেন ও গ্রীণ কমিউনিটিও গড়ে তুলেছেন।





শিশুদের শিক্ষা ও পরিচর্যার লক্ষ্যে গ্রীণ স্কুলও তৈরী করা হয়েছে এখানে। এই স্কুলটি গ্রীণ কমিউনিটির তত্ত্বাবধানে পরিচালনা করেন ইলোরা হার্ডি।





সবুজের আবাহনে এমন একটা ভিলেজ গড়ে তোলার মূল উদ্দেশ্য হচ্ছে নির্মল শ্বাস -প্রশ্বাসের মাধ্যমে মানুষের বেঁচে থাকাকে নিস্কলুষ রাখা-জানিয়েছেন উদ্যোক্তারা।





তারা আরও জানান গ্রীণ ভিলেজ হচ্ছে প্রকৃতির সাথে সানুষের বন্ধুত্বের সেতুবন্ধন। এখান থেকে প্রকৃতিকে ছুঁয়ে দেখতে পারে যে কেউ।





গ্রীণ ভিলেজ এর এই বাড়িগুলোর মধ্যে ৭টি বাড়ি এই মুহূর্তে ভাড়া দেয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। আমাদের অনেকের জানতে ইচ্ছে করতে পারে বাঁশ নির্মিত এই বাড়িগুলোর মূল্য কত ?





শুনলে অবাক হতে হয় গ্রীণ ভিলেজ এর প্রতিটি বাড়ির মূল্য ৫ লাখ ডলার থেকে ২ মিলিয়ন ডলার পর্যন্ত। অত্যাধুনিক সুবিধা সম্বলিত গ্রীণ ভিলেজের বাড়িগুলোতে রয়েছে একটি ফাইভস্টার হোটেলের সমস্ত ব্যবস্থা।





সবচেয়ে অবাক হবার মতো বিষয় হচ্ছে যে গ্রীণ ভিলেজের বাড়িগুলো তৈরী করতে কোন অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়নি। প্রতিটি বাড়ি তৈরী করা হয়েছে হাতে। যাকে বলে ম্যান মেড।





আমাদের দেশে যাকে বলা হয় কুটির শিল্প। গ্রীণ ভিলেজ এর বাড়িগুলো তৈরীর উপকরণ বা পদ্ধতিকে খুব সহজেই আমাদের দেশের কুটির শিল্পির সাথে তুলনা করা যায়।



































মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০৩

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নাইস পোষ্ট। ভালো লাগল।






ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: .

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

সুফিয়া বলেছেন: ----? ধন্যবাদ।

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

অরন্য জুয়েল বলেছেন:
খালী বাশ আর বাশ ??

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৭

সুফিয়া বলেছেন: আমাদের দেশে বাঁশের অভাব নেই। কিন্তু এই ধরনের মেধার অভাব রয়েছে।

ধন্যবাদ।

৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

ধুম্রজ্বাল বলেছেন: ভালো লাগলো। আমরা কি করতে পারিনা ?

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৮

সুফিয়া বলেছেন: ইচ্ছে করলেই পারি। মেধাকে কাজে লাগাবার সদিচ্ছা থাকতে হবে সবার আগে।

৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সুমন কর বলেছেন: গ্রেট!!! শেয়ার করার জন্য ধন্যবাদ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

আনোয়ার ভাই বলেছেন: চমৎকার

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২২

এম আর ইকবাল বলেছেন:
সব্বনিম্ন মূল্য ৫ লাখ ডলার মানে ৪ কোটি টাকা !
ভালো লেগেছে ।
ধন্যবাদ ।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২০

সুফিয়া বলেছেন: এক একটি বাড়ির আশেপাশের জায়গাসহ এমন দাম হতেই পারে। যাই হোক, আমরা তো আর ওদিকে হাত বাড়াতে পারব না।

ধন্যবাদ।

৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:২৩

খেয়া ঘাট বলেছেন: দারুন জিনিস দেখালেনতো।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২১

সুফিয়া বলেছেন: সত্যিই দারুণ।

ধন্যবাদ।

৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

আমিনুর রহমান বলেছেন:




সুন্দর পোষ্ট +++

১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। নতুন বছরের জন্য আগাম শুভেচ্ছা রইল।

১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪৪

সায়েম মুন বলেছেন: দারুণ ব্যাপার স্যাপার। এরকম একটা বাড়ি ---স্বপ্নময় বিষয়! বেশ কিছু দিন থাকতে পারলে মন্দ হতো না।

১৯ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১২

সুফিয়া বলেছেন: শুধু ব্যাপার স্যাপার বলছেন ! বাড়িগুলো দেখলেন তো কেমন লোভনীয়। আপনার মতো আমারও মনে হচ্ছে অন্তত কয়েকটি দিন যদি থাকা যেত ওখানে।

ধন্যবাদ আপনাকে।

১১| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৬

মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট

২০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন। নতুন বছরের আগাম শুভেচ্ছা রইল।

১২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩২

এস এম কায়েস বলেছেন: কয়েকটা দিন থাকতে পারলে অনেক ভাল লাগত..।

২২ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:০৩

সুফিয়া বলেছেন: আপনার সাথে আমিও একমত। গত ২০১০ সনে বালি গিয়েছিলাম। তখন বিষয়টা জানা থাকলে হয়তো দেখে আসার চেষ্টা করতে পারতাম।

যাক হলনা যখন, তখন কি আর করা !

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.