নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

ফুলের সাথে বন্ধুত্বে, চিনে নিই আমার বাংলাকে।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫১

















































সবশেষে যাদের শৈশব কেটেছে এই বাংলায় তাদের জন্য নিচের ছবিটি।





সবাইকে ধন্যবাদ। সবার জন্য আনন্দময় ২০১৪ কামনা করছি।







মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪

শীলা শিপা বলেছেন: কদম ফুল আর হাসের বাচ্চা!!!! ইস... কেন যে দিলেন??? এখন আমার এগুলো ধরতে ইচ্ছে করছে :( :(

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৬

সুফিয়া বলেছেন: বলতে পারেন আমার মনের অতৃপ্ত ইচ্ছা থেকেই এ দু'টো ছবি দেয়া। কেমন করে আপনার শৈশবের কথা মনে করিয়ে দিলাম বলুন। আপনি শুধু হাঁসের বাচ্চার কথা বলছেন। আমি তো ঝাগলের বাচ্চাও কোলে নিয়ে ঘুরেছি। এমন কি মুরগীর বাচ্চাও।আর আমাদের বাড়িতে একটা কদম ফুলের গাছ ছিল। ফুলের মৌসুম আসলে যেন আর দেরী সইত না কবে কদম ফুল ফুটবে। আজ এসব কিছু মনে পড়ে যাওয়ায় মনটা এক ধরনের ভালো লাগায় ভরে গেল তাই না ? সত্যি মানুষের শৈশব যে তার কতবড় সুখের ঠিকানা তা বলে শেষ করা যাবে না।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, নতুন বছর আপনার খুব ভালো কাটুক।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

সোহানী বলেছেন: ও মাই গড... অসাধারন..... ++++++++++

৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আসলে আমাদের এই দেশটা অসাধারণ সৌনন্দর্যের ঢালি সাজিয়ে বসে আছে। আমরা সব সময় চেষ্টা করি সেটাকে খুঁজে বের করতে।

ধন্যবাদ আপনাকে। নতুন বছর আপনার জন্য আরও সব অসাধারন আনন্দের উৎস নিয়ে আসুক এই কামনা করছি।

৪| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩

না পারভীন বলেছেন: শীতের এই ভোরে মিষ্টি রোদের মত মিষ্টি একটা পোস্ট । দারুণ । ফুলের নাম গুলো দিলে আরো ভাল লাগত ।

অনেক ধন্যবাদ আপু ।

০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। এখানে আছে আমাদের গ্রাম বাংলার পরিচিত পলাশ ফুল, সন্ধ্যারানী ফুল, জবা ফুল, কসমস ফুল, মিষ্টি লাউ এর ফুল এবং কলার তোড়। আর কদম ফুল তো আছেই। এতো আমাদের সবার চেনা।

ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.