![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
রঞ্জনা তুমি কোথায় ?
রঞ্জনা,
মনে পড়ে সেদিনের কথা ?
সময়টা ছিল বড়ই লোভনীয়
তোমার-আমার ভালো লাগার সূতোয় গাঁথা।
শীত তখন যাই যাই করছে
বসন্ত কড়া নাড়ছে প্রকৃতির রুদ্ধ দ্বারে।
তুমি আমার একটি হাত তোমার দু’হাতের মুঠোয় নিয়ে
বলেছিলে, আমায় একগুচ্ছ স্বপ্ন ধার দিতে পারো ?’
তোমার কথাগুলো তখন আমার কাছে শুনাচ্ছিল
বিধ্বস্ত সময়ের কাছে জরাজীর্ণ কোন মানুষের ব্যাকুল আর্তির মতো।
কিন্তু তোমার বেলায় এমনটা তো হবার কথা নয় ?
তোমরা সময়কে বেঁধে রাখতে পারো তোমাদের ইচ্ছের দাসত্বের কাছে।
তাই তোমার কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি
ফুটে উঠেছিল আমার দারিদ্র নিপীড়িত মুখজুড়ে।
আমি বললাম, ‘ধ্যাৎ, কি বলছো এসব ?
স্বপ্ন আবার ধার দেয়া যায় না-কি ?’
তুমি আমার হাতটাকে তোমার হাতের বন্দীত্ব থেকে মুক্তি দিয়ে
উঠে দাঁড়িয়ে বললে,
‘দেয়া যায় ! একশো বার দেয়া যায় !! হাজার বার দেয়া যায় !!!
তুমি দিবেনা তাই এভাবে বলছো।’
আমি এবার একটু গভীরভাবে তোমার চাওয়াটুকু বুঝার চেষ্টা করলাম।
উঠে দাঁড়িয়ে পরিপূর্ণ দৃষ্টি মেলে তোমার মুখের দিকে তাকালাম।
সূর্য তখন অস্তাচলের পাটে।
এর রক্তিম আভা হুটোপুটি খাচ্ছে তোমার মুখজুড়ে
রহস্যময় কোন এক আনন্দে মেতে।
রঞ্জনা, তোমাকে কোনদিন বলিনি, আজ বলছি।
সেদিন তোমার চোখে-মুখে অনাঘ্রত সুন্দরের হাতছানি আমি দেখেছিলাম।
মুহূর্তের জন্য সেই হাতছানিতে সাড়া দিতে আমার মন ব্যাকুল হয়ে উঠেছিল।
কিন্তু সেটা ক্ষণিকের মাত্র।
পর মুহূর্তে আমি নিজকে সামলে নিলাম।
তোমার কাঁধে আলতো করে একটা হাত রেখে বললাম,
‘কি এমন স্বপ্ন আছে আমার যে তোমাকে ধার দিতে পারি ?’
আমার কথায় তুমি একটু যেন কেঁপে উঠলে।
কাঁধ থেকে আমার হাতটা তোমার হাতে নিয়ে
চোখ রাখলে আমার চোখে।
এবার কেঁপে উঠলাম আমি।
দেখলাম তোমার দু’চোখে মেঘনার অথৈ জল।
জল ছলছল চোখে তুমি বললে,
‘তোমার কাছে স্বপ্ন না থাকলে আমি ধার চাইব কেন ?
অনেক অনেক স্বপ্ন আছে তোমার কাছে।
তুমি মানুষকে জীবনের স্বপ্ন দেখাতে পারো,
বাঁচার স্বপ্ন দেখাতে পারো,
ধূ ধূ মরুভূমিকে উর্বর জমিতে রূপান্তরের কথা বলতে পারো।
সেখান থেকে আমাকে একটু স্বপ্ন ধার দাও স্বপ্নীল।
আমি বাঁচতে চাই,
তোমাকে নিয়ে বাঁচতে চাই,
তোমার সাথে বাঁচতে চাই।’
রঞ্জনা, তুমি জাননা এরপর আমার কি হলো।
আমার চোয়াল দু’টি শক্ত হয়ে এলো,
হাত দুটি মুষ্টিবদ্ধ হলো আমার অজান্তে
তবু তোমার প্রতি এতটুকু নিষ্ঠুর হতে পারলাম না আমি।
গলার স্বর সাধ্যমতো মেলায়েম করে বললাম,
‘সে তো কবিতার কথা, সাহিত্যের কথা।
সেখানে তুমি বাস্তবকে খোঁজ কেন ?’
তুমি ঝট করে উত্তর দিলে। রাগান্বিত তোমার কন্ঠ।
‘তাহলে তুমি মিথ্যাচার করছো তোমার কবিতার সাথে ?
তোমার নিজের সাথে ? ছি !’
চলে গেলে তুমি রঞ্জনা।
এরপর কবিতাই হয়ে উঠলো আমার ধ্যান-জ্ঞান সব।
যে সময়টা তোমার সাথে কাটাতাম সেটাও দখল করে নিল কবিতা
এবং
এক সময় আমার কবিতা আমাকে ছাপিয়ে উঠলো।
তোমার মতে কবিতায় দেখানো স্বপ্নের টানে
অনেক রঞ্জনারা আসল আমার কাছে।
কিন্তু তোমার মতই মোহভঙ্গ হলো ওদের।
তাই আজ আমি একা রঞ্জনা। বড় একা !
আমার কলমের খোঁচায় আর স্বপ্নঝরা কবিতা তৈরী হয়না।
তোমার সাথে সুখের পায়রা উড়ানো সেই সময়টাও আজ আর নেই।
আছে কেবল সময়ের কাছে পরাজয় মেনে নিয়ে
স্থবির হয়ে যাওয়া একটি জীবন।
আজ বুঝতে পাচ্ছি রঞ্জনা
তুমিই ছিলে আমার কবিতার উৎস
আমার স্বপ্নময় কাব্যিক মনের স্রোতস্বীনি ধারা।
সেই স্বপ্নই তুমি আমার কাছে ধার চেয়েছিলে।
আমি দিতে পারিনি, যা দিয়েছি আমার কবিতার পাঠককে।
তাই মনে হচ্ছে, আর একবার যদি
সেই স্রোতস্বীনি ধারায় ডুব দিতে পারতাম
তাহলে আমার কলম আবারও মুখর হয়ে উঠত কাগজের বুকে।
রঞ্জনা, তুমি কোথায় ?
দিবে কি আমায় একগুচ্ছ স্বপ্ন ?
০৭-০১-২০১৪
১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনাদের ভালো লাগাটাই আমার কাম্য।
২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। ভাললাগলো।
শেষ মুহুর্তে একটি প্রশ্ন ছুড়ে দেয়াতে আবেদন বেড়ে গেছে অনেক।
আমারো প্রশ্ন
রঞ্জনা, তুমি কোথায় ?
দিবে কি আমায় একগুচ্ছ স্বপ্ন ?
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার এত সুন্দর মন্তব্যটার উত্তর দিতে দেরী হলো। সেজন্যে দুঃখিত। কিন্তু এতে আমার করার কিছু ছিল না। কান্ডারী অথর্ব এর মন্তব্যেল উত্তর দেয়ার পর পরই আমি আর এখানে বাংলা লিখতে পারছিলাম না। এরকম সমস্যার মুখোমুখি আমি প্রায়ই হই।
যাক সে কথা। আপনার মন্তব্যটি আমার অত্যন্ত ভালো লেগেছে। বুঝাই যায় কবিতাটি হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করেছেন। সেজন্যে আপনাকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন। নতুন বছরটি অত্যন্ত ভালো কাটুক আপনার।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
ভিটামিন সি বলেছেন: কবিতা ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যেন প্লাটফর্ম পাল্টে গেছে।
১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৯
সুফিয়া বলেছেন: আপনি ঠিকই বলেছেন। কবিতাটির প্রেক্ষাপট পাল্টে গেছে।
ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন। নতুন বছরে সব ভালো ভালো ঘটনা গটুক আপনার চারপাশে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল।