![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
সুর পাগলের নীড়
সুর সাগরের তীরে
গানের পাখির নীড়ে
বাউল মন আমার বাসা বেঁধেছিল
অনেক মনের ভীড়ে।
চম্পা বনের ফুলকলিরা সেথায়
উড়ে আসত থোকায় থোকায়
উড়ে আসত গাঙচিল পাখি
সেই সুর সাগরের তীরে।
আমার গানের পাখির নীড়ে।
আমরা ছিলাম ভাবের পাগল
কাশবন ছিল দুগ্ধধবল
মৌবন থেকে মধুপিয়াসীর দল
তারাও আসত সুরের তীরে।
আমার গানের পাখির নীড়ে।
আমরা গান জমাতাম, প্রাণ জাগাতাম
কথায় কথায় সুর ছড়াতাম
পাখির দল উড়তে গিয়ে
আসত ফিরে এই নীড়ে।
সুর সাগরের তীরে।
রং ছড়িয়ে প্রজাপতি
করত সেথায় মাতামাতি
সুরের নেশায় তারাও ভুলত
ফিরে যেতে নিজের নীড়ে
আসত ফিরে এই সুর সাগরের তীরে।
আমার গানের পাখির নীড়ে।
২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১৬
সুফিয়া বলেছেন: আমার তো মনে হয় গানের প্রথম সৃষ্টি হচ্ছে কবিতা। তবে এটাকে আপনি যেভাবে ইচ্ছে ধরে নিতে পারেন।
ধন্যবাদ।
২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৭
বিদ্রোহী ভাস্কর বলেছেন: ভালো তো।
২৬ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৪
এম এ কাশেম বলেছেন: গান না কবিতা ?
তবে সুন্দর................।
শুভ কামনা।