![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
১) Motuo Country, China -
পৃথিবীর সবচেয়ে নির্বাসিত স্থানসমূহের অন্যতম এটি। তিব্বত অঞ্চলে অবস্থিত।
আশেপাশের যে কোন শহর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। অনুপযোগী ভূমির কারণে অন্য যে কোন শহরের সাথে সড়ক যোগাযোযেগর চেষ্টা সফল হয়নি।
এই শহরে যাবার একমাত্র উপায় হচ্ছে ট্রেকিং করে হিমালয় পার হয়ে বরফাচ্ছন্ন পথ অতিক্রম করা। তবে এই উপায়টি খুবই বিপজ্জনক।
২) MC Murdo Station -
এন্টার্কটিকার উত্তর দিকে পৃথিবীর মানচিত্রের সর্বনিম্নে অবস্থিত।
এখানে স্থায়ীভাবে কোন মানুষের বসতি নেই। তবে বিভিন্ন সময় বিজ্ঞানী ও গবেষকরা গবেষণার প্রয়োজনে এখানে সাময়িকভাবে অবস্থান করে।
এটি গবেষণার জন্য অত্যন্ত উপযোগী ও প্রিয় একটি শহর। ১২০০ বৈজ্ঞানিক এই শহরটি নিয়ে গবেষণা করছেন বলে অনুমান করা হয়। আশেপাশের অঞ্চল থেকে বিচ্ছিন্ন হলেও এখানে ছোট ছোট বিমান অবতরণের জন্য তিনটি ষ্টেশন রয়েছে।
৩) Ittoqqortoormiit, Greenland -
নামটি উচ্চারণ করা কঠিন হলেও এখানে ৫০০ লোকের বসতি রয়েছে। গ্রীণল্যান্ডের পূর্বদিকে এবং আইসল্যান্ডের সোজা উত্তরদিকে শহরটি অবস্থিত।
আমরা জানি যে, গ্রীণল্যান্ড সারা বছর বরফে ঢাকা থাকে। তাই এই শহরের চারপাশের পানি সারা বছর জমে বরফ হয়ে থাকে। তাই জলপথে এই শহরে প্রবেশ করা অসম্ভব।
একমাত্র বিমান ষ্টেশনে কদাচিত বিমান উঠানামা করে। শিকার এবং মাছধরা হচ্ছে এখানকার অধিবাসীদের জীবিকা নির্বাহের প্রধান উপায়।
৪)Angel Inlet, USA -
শহরটিতে মাত্র ১৫০ জন লোকের বাস। একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
শীতকালে শিক্ষার্থীরা বরফের উপর দিয়ে হেঁটে এবং গ্রীস্মকালে নৌকায় করে স্কুলে যায়।
জনগণের জীবিকা নির্বাহের প্রধান উপায় হচ্ছে মাছ ধরা।
৫)Hornstrandir, Iceland -
শহরটি ভৌগলিক ও প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অতুলনীয়। তথাপি ৬০ বিছর ধরে দেশটি জনমানবশূণ্য।
১৯৭৫ সাল থেকে দেশটি প্রাকৃতিক সৌন্দর্য সুরক্ষার রক্ষাকবচ হিসেবে বিবেচিত হয়ে আসছে।
যদিও এখানে মানুষের কোন বসতি নেই তথাপি বিভিন্ন প্রজাতির পাখিসহ নানা জাতের জীব-জন্তুর অস্তিত্ব রয়েছে এখানে।
তাছাড়া পুরানো দিনের বসতির কিছু কিছু নিদর্শনও রয়েছে এখানে। পায়ে হেঁটে কিংবা নৌকা ছাড়া এখানে যাবার অন্য কোন উপায় নেই।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনারে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
তূর্য হাসান বলেছেন: সুন্দর পোস্ট। ধন্যবাদ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৭
হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৭
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৯
বেলা শেষে বলেছেন: ...To much good writing, Classic Information, advanturing Feelings, beautiful cenearing, Need & Clean....
...Thank you very much
...up to next time...
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩
সুফিয়া বলেছেন: You are also thanked for giving me so much complements.
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: অজানা কিছু জানলাম।
অনেক সুন্দর পোস্ট।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৮
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯
মৌ রি ল তা বলেছেন: সুফিয়া আপা তো দেখি বিরাট পর্যটক
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
সুফিয়া বলেছেন: ঠিকই বলেছেন। তবে এই পোস্ট এর জন্য কেবল ডিজিটাল পর্যটক। আপনার যে কেউ ইচ্ছে করলে এমনটি হতে পারেন।
ধন্যবাদ।
৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০০
nurul amin বলেছেন: ছবিগুলো সুন্দর। ভাল লাগল
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৮
ঢাকাবাসী বলেছেন: চমৎকার ছবি সহ সুন্দর পোষ্ট।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনাদের এমন সহযোগীতা সত্যিই আমাকে উদ্দীপ্ত করে।
ধন্যবাদ।
৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৩
সাবরিনা সিরাজী তিতির বলেছেন: প্রিয়তে !
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১
সুফিয়া বলেছেন: অনেকগুলো ধন্যবাদ আমার পোস্টটি আপনার প্রিয়তে স্থান পাওয়ায়।
ধন্যবাদ।
১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১৯
খেয়া ঘাট বলেছেন: ++++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১
সুফিয়া বলেছেন: ধন্যবাদ ! ধন্যবাদ !! ধন্যবাদ !!!
১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
প্রবাসী পাঠক বলেছেন: চমৎকার পোষ্ট।
পোষ্টে অনেকগুলো ++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২
সুফিয়া বলেছেন: আপনাকেও অনেকগুলো ধন্যবাদ আমাকে এভাবে উৎসাহিত করার জন্য।
১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৫
সিদ্ধার্থ. বলেছেন: তিব্বতে যাবার ইচ্ছা আছে ।তবে চীন সরকার আবার ভারতের সরকারের যেকোনো প্রতিষ্ঠানের কার্মচারিকেই তিব্বতে যাবার ভিসা দেয় না ।সবাইকে গুপ্তচর মনে করে ।এটাই সমস্যা ।
সুন্দর পোস্ট +++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আপনার ইচ্ছে যেন পূর্ণ হয় মনেপ্রাণে সেটা কামনা করছি।
১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১২
শরৎ চৌধুরী বলেছেন: বাহ!
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৯
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।
১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩১
সুমন কর বলেছেন:
১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ দিলাম।
১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
দি সুফি বলেছেন: সুন্দর পোষ্ট। ছবির পাশাপাশি বর্ণনাগুোলো সুন্দর করে উপস্থাপন করেছেন। ++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৬
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইন্টারেস্টিং পোস্ট!
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪২
সুফিয়া বলেছেন: সত্যিই বলেছেন। আমার কাছে বেশ মজার মনে হয়েছে।
ধন্যবাদ আপনাকে।
১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৩৬
নাজিম-উদ-দৌলা বলেছেন: MC Murdo Station এর পটভুমিতে লেখা একটা গল্প পড়েছিলাম। বাকি যায়গাগুলোর দুই একটা সম্পর্কে জানা ছিল।
চমৎকার কিছু তথ্য তুলে আনার জন্য অনেক ধন্যবাদ। পোষ্ট প্রিয়তে।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৩
সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আমার অবশ্য এ সম্পর্কে এর আগে কিছু জানা ছিল না।
১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০
মেহেরুন বলেছেন: এই ধরনের পোস্ট আমার ভালো লাগে। সুন্দর পোস্ট। +++
১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আসলেই ভালো লাগার একটি বিষয়। অনেক অজানা তথ্য জানা যায়।
ধন্যবাদ আপনাকে।
১৯| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৪
কসমিক- ট্রাভেলার বলেছেন:
চমৎকার ছবিব্লগ, বেশ ভালো রাগলো ।
২৩ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৮
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩১
ইমরাজ কবির মুন বলেছেন:
শুধু ছবিবাদে বর্ণনাসহ থাকায় পোস্টটা ভাল্লাগলো ||