নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য(The Greatest Mysteries of Human History)

১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

১. The Lost City of Atlantis :





এটিকে ইতিহাসের সবচেয়ে পুরাতন ও বড় রহস্য বলে ধারণা করা হয়। গ্রীক দার্শনিক প্লাটু আটলান্টিসকে জিব্রাল্টারের কাছে সবচেয়ে বড় দ্বীপ হিসেবে বর্ণনা করে গেছেন। কিন্তু আজ পর্যন্ত কেউ সমুদ্র তলায় বা কোথাও এই শহরের বাস্তব অস্তিত্ব খুঁজে পায়নি। বহু ঐতিহাসিক পানির নিচের এই শহরকে খুঁজে বের করার চেষ্টা করছেন।





২. The Bog Bodies :



The Bog Bodies অথবা Bog People হলো বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করে রাখা মানুষের মৃতদেহ।





মৃতু্যর পর মানুষের দেহ থেকে চামড়া সরিয়ে ফেলে দিয়ে বাকী সম্পূর্ণ অরগানসমূহ অক্ষত অবস্থায় রাখা হয়।





্ইউরোপের উত্তরাঞ্চলে এ ধরনের হাজারেরও বেশী বগ বডি দেখতে পাওয়া যায় বলে জানা গেছে।





তবে কি কারণে বা কি উদ্দেশ্যে এই দেহগুলো এভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে তা আজও জানা যায়নি।







:P





৩. Stonehenge :





ইংল্যান্ডে অবস্থিত এই ছবিটির সাথে ফেসবুক বা নেটের বদৌলতে আমরা অনেকেই মোটামুটি পরিচিত।





বিশেষজ্ঞদের ধারণা পাথরের এই মনুমেন্টটি খ্রীষ্ট জন্মের ২৫০০ থেকে ৩০০০ বছরের আগের। এই মনুমেন্টের প্রতিটি পাথরের ওজন ছয় টনের মতো।





ধারণা করা হয় যে, Neolithic নামের সভ্যতার দ্বারা এর গোড়াপত্তন হয়েছে এবং এটি মানুষের তৈরী একটি মিরাকল। তবে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ হচ্ছে যে, একটি কবরস্থান।





৪. The Carnace Stones :





ফ্রান্সে অবস্থিত। ১২ কিলোমিটার জায়গাজুড়ে তৈরী পাথরের সারি।





কারা কি উদ্দেশ্যে পাথরগুলোকে সারিবদ্ধভাবে বসিয়েছে তা জানা যায়নি।







মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৪

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫২

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আসলেই মজার। বিশেষ করে আটলান্টিস এর বিষয়টি। একটি শহর অথচ কোথাও এর অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২

অরিত্র অন্বয় বলেছেন: বাহ! মুগ্ধকর সব তথ্যের সমাবেশ...

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৫

সুফিয়া বলেছেন: জ্বি, কিছু তথ্য দেয়ার চেষ্টা করেছি। আরও দিতে পারলে ভালো হতো। তবু কিছুটা তো ধারণা হলেঅ।

ধন্যবাদ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

আরুশা বলেছেন: অজানা বিসয় জানা হলো :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। এর সূত্র ধরে এগোলে হয়তো আরও অনেক কিছু জানা যাবে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:০১

পথহারা নাবিক বলেছেন: কত কিছু অজানা আমাদের!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭

সুফিয়া বলেছেন: ঠিক বলেছেন। আমাদের অজানার জগতটা যে কতবড় তা আমরা নিজেরও জানিনা।

ধন্যবাদ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: না জানি আরও কতও অজানা রহস্য লুকিয়ে আছে পৃথিবীতে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

সুফিয়া বলেছেন: এগুলোর ভিতরও আরও কত রহস্য লুকিয়ে আছে কে জানে।

ধন্যবাদ।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫০

আমি রেদওয়ান বলেছেন: নতুন কিছু জানলাম

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

সুফিয়া বলেছেন: ঠিকই বলেছেন। ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২০

বেলা শেষে বলেছেন: Super great work, good described, good picturing, good selection....
Salam & respect to you...
Up to next time,,,

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

সুফিয়া বলেছেন: Thank you for so much compliments. Wish a very good time for you.

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৫

সুমন কর বলেছেন: অনেক কিছু জানতে পারলাম। ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫১

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

ড. জেকিল বলেছেন: বগ বডিস সম্পর্কে কিছুই জানতাম না !

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

সুফিয়া বলেছেন: আমিও আগে এ সম্পর্কে কিছুই জানতাম না।

ধন্যবাদ।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক সুন্দর পোস্ট

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৭

এম আর ইকবাল বলেছেন: বগ বডিস সম্পর্কে আগে কিছু পড়িনি,
আর বিস্তারিত জানলে লিখবেন ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

সুফিয়া বলেছেন: বগ বডিস সম্পর্কে আরও কিছু জানতে পারলে অবশ্যই লিখব।

ধন্যবাদ।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৪৯

টানিম বলেছেন: ভালো লাগলো ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

সুফিয়া বলেছেন: আপনার ভালো লেগেছে দেখে আমারও ভালো লাগল।

ধন্যবাদ।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

আমি সাদমান সাদিক বলেছেন: নতুন কিছু জানা হল , ধন্যবাদ ।।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

সুফিয়া বলেছেন: ঠিক তাই। আমিও নেটে ঘুরতে ঘুরতে জানতে পারলাম।

ধন্যবাদ।

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১৫

আছিফুর রহমান বলেছেন: অনেক ইন্টারেস্টিং। বরননা অনেক কম। এদের নিয়ে তেমন কোনো তথ্য নাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

সুফিয়া বলেছেন: সংক্ষেপে লিখেছি। তাই বর্ণনা অনেক কম।

তবু পড়েছেন। সেজন্যে ধন্যবাদ।

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

সাদা আকাশ বলেছেন: অন্যরকম এবং রহস্যময়।
ধন্যবাদ পোষ্টের জন্যে :)

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

চিরতার রস বলেছেন: তথ্যগুলো জানা ছিল। তারপরেও আবার পরে ভাল্লাগলো। ব্যাপারগুলো আসলেই মজার।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৬

সুফিয়া বলেছেন: আমি যতটুকু লিখেছি তার বাইরে আপনার আরও কিছু জানা থাকলে এখানে শেয়ার করলে খুশী হতাম। আমার পোস্টটি পরিপূর্ণতা পেত।

ধন্যবাদ।

১৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২

সকাল রয় বলেছেন:
একটা
আটলান্টিস
পেলে ছেড়ে দিতে জমানো সব।
একটা আটলান্টিস পেলে
থামিয়ে দিতে পারি সব কলরব




ধন্যবাদ
ধন্যবাদ

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আটলান্টিসকে নিয়ে এমন আবেগে আপ্লুত হতে পারে কেউ জানা ছিলনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.