নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

চীনের ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত কিছু অতুলনীয় আবিস্কার (Unique inventiions and self-made project from China) ১ম পর্ব।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৬

মানুষের মধ্যে আবিস্কারের নেশা না থাকলে পৃথিবী এতদিনে এক জায়গায় স্থবির হয়ে যেত। মানুষ সব সময় নিজের মেধা ও মননকে নিয়ে পরীক্ষা-নীরিক্ষায় লিপ্ত হতে ভালোবাসে। এর থেকে বেরিয়ে আসে নতুন কিছু আবিস্কার, যা উৎসাহিত করে আরও কিছু মানুষকে সামনের দিকে এগোবার। বিস্তৃত পর্যায়ে আধুনিক প্রযুক্তিতে পৃথিবীর বড় বড় আবিস্কারগুলোর কথা আমরা সকলেই কম-বেশী জানি। কিন্তু রনরবে-নির্ভতে সম্পূর্ণ ঘরোয়া প্রযুক্তিতে এই আবিস্কারগুলো যখন সম্পন্ন হয় তখন সেগুলো আমাদের কাছে চমকের মতো লাগে বৈকি। চলুন পরিচিত হই চীনের এই ধরনের কিছু ইউনিক আবিস্কারের সাথে।



১)

নিজের তৈরী রোবটের সাহায্যে রিকশা টানছেন কৃষক উলু। ১৯৮৬ সাল থেকে রোবট তৈরী করতে শুরু করেন। এটি তার সবচেয়ে বড় এবং কার্যকর রোবট।



২)



এই বল কন্টেইনারটির আবিস্কারক ইয়াং জংযো। মাত্র দুই বছরে তিনি এটি তৈরী করেন। এর ধারণক্ষমতা ৬ টন।



৩)



নিজের তৈরী মোটর সাইকেল ড্রাইভ করছেন ৩০ বছর বয়সী আবুলাজন। ১৩০০ মার্কিন ডলার ব্যয়ে মাত্র এক বছরে তিনি এটি তৈরী করেছেন। মোটর সাইকেলটির ওজন ০.৩ টন, দৈর্ঘ ৪.৩ মিটার এবং উচ্চতা ২.৪ মিটার। এটি ঘন্টায় ৪০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।



৪)



রিমোট কন্ট্রোল দ্বারা চালিত নিজের তৈরী রোবট দেখছেন তাও জিয়াংলি। তিনি রোবটটির নাম দিয়েছেন কিং অব ইননোভেশন। এক বছরের কম সময়ে ৩৯,০৩৭ মার্কিন ডলার ব্যয়ে তিনি এটি তৈরী করতে সক্ষম হন। রোবটটির উচ্চতা ৬.৯ ফুট এবং ওজন ৪৮০ কেজি।



৫)

ঝেং উই তার নিজের তৈরী সাব মেরিনে বসে আছেন।



৬)

জাও হেনজি ২০১০ সালে এই হেলিকপ্টারটি তৈরী করেন। মাত্র এক মাসের কিছু বেশী সময়ে এক বন্ধুর সহযোগীতায় তিনি একাজটি করতে সক্ষম হন।হেলিকপ্টারটি লম্বায় ৬ মিটার, ওজন ৩৬০ কেজি।



৭)

এটি একটি ইউনিসাইকেল। লী ইয়ংলী এটি তৈরী করেন ২০০৪ সালে।



৮)

এটি একটি সিঙ্গেল সীটার সাবমেরিন। এটির ডিজাইন করেছেন ঝেং উই ২০১২ সালে।



৯)

লিও ওয়ানইয়ং তার নিজের তৈরী বাইসাইকেলে পারফরম করছেন। ২০১৩ সালে তিনি এটি তৈরী করেছেন।



১০)

৫৮ বছর বয়সী কৃষক লী জিংচান এই এয়ারক্রাফটি তৈরী করেছেন ২০১২ সালে। মিটার লম্বা ও ১.৫ মিটার প্রশস্ত । এটি তৈরীতে খরচ হয়েছে ৬৩৪৯ মার্কিন ডলার।



১১)

সু মানশেং এই ফ্লায়িং ডিভাইসটি তৈরী করেছেন ২০১১ সালে। ৩১৩৫ মার্কিন ডলার ব্যয়ে তৈরী এটি তার পঞ্চম মডেল। ডিভাইসটি ৮টি মটর সাইকেলের ইঞ্জিনের ক্ষমতাসম্পন্ন।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩

রাইতের কইতর বলেছেন: স্বপ্ন দেখি আমরাও এর চেয়ে ভাল কিছু ডিসকভার করতে পারব। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২২

সুফিয়া বলেছেন: ইনশাআল্লাহ। এই স্বপ্নই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবি। তাছাড়া সত্যি কথা হলো আমাদের দেশেও কিন্তু এমন টেলেন্টের অভাব নেই। মাঝে মধ্যেই তো পত্রিকায় দেখি এমন সব কাজের মধ্য দিয়ে আমাদের মেধাবী লোকজন তাদের মেধার প্রকাশ ঘটাচ্ছেন। কাজেই এ ব্যাপারে আমি খুব আশাবাদী।

ধন্যবাদ।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২০

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: ভালো লাগ্ল। আমারও আবিস্কার করার ইচ্ছা খুব। একটা প্রজেক্ট হাতে আছে বাট প্রচুর টাকা লাগবে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৩

সুফিয়া বলেছেন: আমাদের সমস্যাটা আসলে এখানেই। মেধার অভাব আমাদের দেশে নেই। কিন্তু ঐ যে বললেন --------। তবু মনেপ্রাণে কামনা করি আপনার স্বপ্ন পূরণ হোক।

ধন্যবাদ আপনাকে।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৪

সুমন কর বলেছেন: কাজের পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

সুফিয়া বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ব্লগে সময় দেয়ার জন্য।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

পথহারা নাবিক বলেছেন: বাপরে!! এদের দেখি ঘরে ঘরে বিজ্ঞানী!!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

সুফিয়া বলেছেন: আমাদেরও কিন্তু আছে। মাঝে মাঝে এর নজির দেখতে পাই।

ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:০৭

কামরুল ইসলাম রুবেল বলেছেন: হেলিকপ্টার আর এয়ারক্রাফট এ দুটি ভুয়া হতে পারে, কারণ ডিজাইনগুলো মোটেই এ্যারোডাইনামিক না, মানে হচ্ছে এগুলো কোনক্রমেই আকাশে উড়তে সক্ষম হবেনা। বিস্তারিত বলার মত সময় হাতে নেই।

ভালো পোষ্ট।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৫

সুফিয়া বলেছেন: হতে পারে আপনার কথা ঠিক। আমি যেহেতু এ বিষয়ে তেমন কিছু জানিনা সেহেতু আমার চোখে তেমন কিছু ধরা পড়েনি।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.