নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

চীনের ঘরোয়া প্রযুক্তিতে নির্মিত কিছু অতুলনীয় আবিস্কার (Unique inventiions and self-made project from China) ২য় পর্ব।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

১২)

তাও জিয়াংলি ২০০৮ সালে এই সাবমেরিনটি তৈরী করেন। এটিতে দুটি প্রপেলার আছে।



১৩)

দিং সিলু (ছবিতে বামে) গত বছর এই এয়ারক্রাফটি তৈরী করেছেন। এতে খরচ হয়েছে মাত্র ৩২৭ মার্কিন ডলার। এই এয়ারক্রাফটি লম্বায় ৫ মিটার এবং উচ্চতায় ৪.৫ মিটার।



১৪)

নতুন ধরনের এই ভিহাইকেলটি চীনের হুনান ইউনিভার্সিটির একদল ছাত্র ২০১৩ সালে। এটি তৈরী করতে খরচ হয়েছে ৮,১৬৮ মার্কিন ডলার। এটি ঘন্টায় ৬০ থেকে ১০০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।



১৫)

ফুলের মতো দেখতে এটি একটি ট্রাক্টর। গত বছর এটি তৈরী করা হয়েছে। রাস্তা পরিস্কারের কাজে এটি ব্যবহৃত হয়।



১৬)

এটি দিং সিলুর তৈরী করা আর একটি এয়ারক্রাফট। ২০১১ সালে এটি তৈরী করা হয়েছে। খরচ হয়েছে মাত্র ৩৯৫ মার্কিন ডলার। ওজন ১৩০ কেজি।



১৭)

এটি ঝু রানকুয়াং কর্তৃক তৈরী একটি হোমমেড গাড়ি। ২০১৩ সালে ৪৭ বছর বয়সী ঝু এটি তৈরী করেন। এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।



১৮)

৫০ বছর বয়সী কৃষক গুয়া নিজের নাতীর জন্য এই খেলনা গাড়িটি তৈরী করেছেন গত ১৯ তারিখে। মাত্র ছয় মাসে ৮১২ মার্কিন ডলার ব্যয়ে তিনি এটি তৈরী করেন। গাড়িটি ২ মিটার লম্বা ও ১ মিটার প্রশস্ত। এটি সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।



১৯)

৫৫ বছর বয়সী তিয়ান সেনজিং ২০১২ সালে এই হেলিকাপ্টারটি তৈরী করেছেন।



২০)

ঝেং জিউলিন নিজের তৈরী এয়ার ক্রাফটে বসে আছেন। মাত্র ৩২১ মার্কিন ডলার খরচ করে এক বছরেরও কম সময়ে ২০১২ সালে তিনি এটি তৈরী করেছেন।



২১)

ঝেং উই ২০১৩ সালে এই সাবমেরিনটি তৈরী করেছেন।



২২)

এটি ঝেং এর তৈরী আর একটি মিনিয়েচার সাবমেরিন। ২০১১ সালে তৈরী করা হয়েছে।



২৩)

ওয়েন জেকুয়ান নামের একজন ৫৪ বছর বয়সী মটর সাইকেল মেকানিক গত বছর এই হেলিকাপ্টারটি তৈরী করেছেন। এটি তৈরী করতে সময় লেগেছে তিন মাসের একটু বেশী। খরচ হয়েছে ১৬৩০ মার্কিন ডলার। হেলিকাপ্টারটি ৪.২ মিটার লম্বা ও ২.৮ মিটার উঁচু।

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

শরৎ চৌধুরী বলেছেন: ইন্টারেস্টিং।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

সুফিয়া বলেছেন: ইন্টারেষ্টিংই বটে। ঘরে বসে এরা সবকিছু তৈরী করতে পারছে। আল্লাহই জানে এগুলোর স্থায়িত্ব কতদিনের।


ধন্যবাদ আপনাকে।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৫

যান্ত্রিক বলেছেন: দারুণ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৫

সুফিয়া বলেছেন: চমৎকার। ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৪৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: ভাইরে, চাইনিজ জিনিস দেখলেই কেন যেন ডর লাগে :-B

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭

সুফিয়া বলেছেন: ঠিকই বলছেন। চাইনিজ জিনিস যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তেমনি মানুষের মাঝে এইসব জিনিস নিয়ে আপনার মতো মনোভাব কাজ করে।

ধন্যবাদ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৪২

কোবিদ বলেছেন:

চাইনিজ !! ক্ষনস্থায়ী
বাংলাদেশের ভালোবাসার মতো।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

সুফিয়া বলেছেন: বাংলাদেশের ভালোবাসা ক্ষণস্থায়ী হবে কেন ? বাংলাদেশে কি চিরস্থায়ী ভালোবাসা নেই ? কিংবা পৃথিবীর আর কোন দেশে কি ক্ষণস্থায়ী ভালোবাসা নেই ?

ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজার তো!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮

সুফিয়া বলেছেন: যাক । অন্তত মজা তো পেলেন।

ধন্যবাদ।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০

এনামুল হাসান নোমান বলেছেন: মারাতমক... আমরা যে কবে এই রকম হব!!!!!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৯

সুফিয়া বলেছেন: হতাশ হবেন না। আমরাও যে একেবারে পারিনা তা কিন্তু নয়। কিন্তু আমাদের তো প্রধান সমস্যাই হচ্ছে মূলধনের। তাই এরকম প্রতিভাবান অনেকের প্রতিভা প্রকাশ পাবার সুযোগ পাচ্ছেনা।

ধন্যবাদ।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

ফিলিংস বলেছেন: দারুন...............।।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

সুফিয়া বলেছেন: সতিত্যই দারুণ ! ইচ্ছে হয় যদি পারতাম ঘরে বসে একটি গাড়ি তৈরী করতে !

ধন্যবাদ।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৮

পথহারা নাবিক বলেছেন: বিদেশী অনেক হইছে এইবার দেশী কিছু দেন!!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

সুফিয়া বলেছেন: অপেক্ষা করুন। অবশ্যই কিছু না কিছু আসবে।

ধন্যবাদ।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৮

সুমন কর বলেছেন: চমৎকার পোস্ট !

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৫

রোদেলা দুপুর বলেছেন: ভাল লাগলো

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৯

হেডস্যার বলেছেন: মজা পেলাম :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৭

সুফিয়া বলেছেন: আসলেই মজার। ধন্যবাদ। ভালো থাকবেন।

১২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: all aircraft's so interesting!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

সুফিয়া বলেছেন: ইন্টারেস্টিংই বটে। ধন্যবাদ।

১৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

রাসেলহাসান বলেছেন: "দিং সিলু" আর "ঝেং জিউলিন" এর তো কোন তুলনা হয়না!!
এতো কম খরচে "এয়ার ক্রাফট" তৈরি করে ফেলছে!!!!
ভাবতেছি ওগো কাছে একটা এয়ার ক্রাফট বানানোর অর্ডার দিমু।। :) :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৯

সুফিয়া বলেছেন: আপনার অর্ডারের এয়ারক্রাফটা দেশে আনতে আনতে আস্ত থাকবে কি-না সন্দেহ আছে। কারণ, চাইনিজ বলে কথা ! ওরা পারেনা এমন কিছু বোধহয় পৃথিবীতে নেই। তবে সেই পারাটার গুণগত মান নিয়ে অনেকে প্রশ্ন থেকে যায়।

ধন্যবাদ।

১৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৯

রাবার বলেছেন: বাহ,এরেই বলে চাইনিজ বুদ্ধি :)

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫০

সুফিয়া বলেছেন: ঠিক বলেছেন। একেই বলে চাইনিজ বুদ্ধি। সবকিছুর প্রডাকশান ঘরোয়া প্রযুক্তিতে করে ফেলেছে।

ধন্যবাদ।

১৫| ২৯ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:০৪

মাঘের নীল আকাশ বলেছেন: এরা তো ইঞ্জিনিয়ারিং রে পুরাই কুটির শিল্প বানায়া ফেলাইসে.... :| :| :|

২৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

সুফিয়া বলেছেন: আর ওদের কুটির শিল্পের প্রডাকশান দেখলে তো আরও অবাক হতে হয়। আমরা কোথায় আছি ,আর এরা কোথায় পৌঁছে গেছে ?

ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.