নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কবিতা পোস্ট---কেমন আছো তুমি ?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২

বহুদিন পর তোমাকে দেখে



একটু অবাক হয়ে বললাম

তুমি দেখছি বেশ ভালো আছো ?



কোন উত্তর নেই।



একটু রহস্য করে জানতে চাইলাম

কেন এমন হয়ে গেলে তুমি ?



কোন উত্তর নেই।



একটু অভিমান করে বললাম

তুমি তো বেশ ভালই আছো দেখছি ?



তারও কোন উত্তর নেই।



এরপর আনন্দ প্রকাশ করে বললাম

বাহ ! ভালো আছো তো ?



তারও কোন উত্তর নেই।



তারপর একটু দুঃখ করে বললাম

তুমি কেমন আছো জানালেও না ?



তবুও নিরব তুমি।



তারপর খুব স্বাভাবিকভাবে জানতে চাইলাম

কেমন আছো তুমি ?



এরও কোন উত্তর দিলেনা তুমি।



এরপর সবচেয়ে সুন্দর করে বললাম

ভালো আছো তো বন্ধু ?



এত করে চেয়েও জানা হলনা

কেমন আছো তুমি।

তাহলে কি তোমার কাছে

এতটাই বদলে গেছি আমি ?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভাব প্রকাশ কবিতায় সুন্দর

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:২২

মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগলো।।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.