![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
1) Which number represent the smallest amount ?
.77
17
.17
1/7
7
.07
2) How many 2-1/4 meter length of tape can be cut from 36 meters of tape ?
14-3/4
16
17
15-1/4
3) Choose the group of words that forms a complete sentence.
Wind, fire, water-elements of the earth.
We are off.
Help us save money on car insurance and fuel costs.
My neck of the woods.
4) A package of the the gift cards has a length of 8 inches, a width of 4 inches and a volume of 64 inches cubed. What is the height of the box ?
4
8
6
2
5) Abstract Means :
Strict
Difficult to understand
to mistake for something else
chance of happening.
6) 18/7 is equal to :
1-3/7
1-8/7
2-1/7
2-4/7
7) Choose the verb that correctly completes the following sentence.
Have you _____in the choir before ?
Sung
Singed
Sing
Sang
8) The day before the day before yesterday was three days after monday. What day is it ?
Wednesday
Sunday
Thursday
Monday
Twesday
9) A threw for 1654 yards in his first five games. At this rate, how many yards will he have throw for in 15 games ?
4692
6294
4962
4296
10) Considering the series bellow, what number should be next ?
12, 24, 48, 96,___
11) The day after tomorrow will be five days after last friday. What day is today ?
Monday
Sunday
Wednesday
Saturday
Tuesday
12) Tony gets married next month. One year ago from the date he will get married, Tony was away in abroad for New year's eve. What month is it ?
October
December November
February
January
উত্তর পরবর্তী পোস্টে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৯
ভারসাম্য বলেছেন: 1) .07
2) সঠিক উত্তর দেয়া নাই, সঠিক হবে, 21-3/4
3) We are off.
4) 2
5) Difficult to understand
6) সঠিক উত্তর দেয়া নাই, সঠিক হবে 2+4/7
7) Sung
8) Sunday
9) 4962
10) 192
11) Monday
12) প্রশ্ন পরিষ্কার বুঝি নি
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৫
সুফিয়া বলেছেন: প্রথমে ধন্যবাদ যে সময় দিয়েছেন। তারপর যেগুলো আমার উত্তরের সাথে মিলেনি সেগুলো চিহ্নিত করে দেই। কষ্ট করে আর একবার দেখতে পারেন।
(২), (৬) -- এই দুটোর উত্তর আমারটা ঠিক কি_না জানিনা। আমিও আর একবার চেষ্টা করে দেখি।
শেষেরটা আমার কপি করায় ভুল থাকতে পারে।
তবে আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
ইমরাজ কবির মুন বলেছেন:
আমি ইংরেজি কম বুঝি, তাই ইচ্ছা থাকলেও বুদ্ধি যাচাই করতে পারলাম না।পোস্ট বাংলায় হলে ভাল হতো ||
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭
সুফিয়া বলেছেন: দুঃখিত। বাংলায় করার চেষ্টা করেছিলাম। ইয়াহু থেকে কপি করেছি তো। এগুলোকে বাংলা করতে গিয়ে দেখলাম ভয় পেলাম আবার না অর্থ পাল্টে যায়। তাই বাংলায় করা হলনা।
ধন্যবাদ।
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
এম আর ইকবাল বলেছেন: ২ নং এর উত্তর হবে 16.
৬ নং উত্তর চতুর্থটি ।(2-4/7)
০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪৫
সুফিয়া বলেছেন: আপনার উত্তর একদম ঠিক আছে। ধন্যবাদ আপনাকে।
৫| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৫৮
দি সুফি বলেছেন: ২ নাম্বারে 2-1/4 বলতে সাধারণত বুঝানো হয় ২-(১/৪)। তাহলে উত্তর হবে ১৪৪/৭। আর যদি 2-1/4 বলতে ৯/৪ কে বুঝিয়ে থাকেন, তাহলে উত্তর হবে ১৬!
১২ নাম্বারঃ নভেম্বর।
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩০
সুফিয়া বলেছেন: @ দি সুফি আপনার দুটো উত্তরই ঠিক। কিন্তু আমি নিজেও এ দুটো মিলাতে পারিনি। যে সাইট থেকে প্রশ্নগুলো নিয়েছিলাম সেখান থেকেই উত্তরগুলো লিখে রেখেছিলাম।
অনেক অনেক ধন্যবাদ।
৬| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:০৪
ভারসাম্য বলেছেন: 2, 6 এর উত্তর একদম ঠিক নেই @ এম আর ইকবাল & লেখক ।
২। 2-1/4 = 1.75, 36/1.75 = 20.57 বা 21-3/4
যদি, 2-1/4 না হয়ে 2+1/4 হত তাহলেই 36/2.25 বা 16 সঠিক উত্তর হত।
৬। 18/7 = 2.57 কিন্তু 2- 4/7 = 2- 0.57 বা 1.53
কাজেই সঠিক উত্তর হবে, 2+4/7, 2-4/7 নয়।
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩১
সুফিয়া বলেছেন: সুফি ভাই যদি কষ্ট করে একটু বুঝিয়ে দিতেন তাহলে বোধহয় কনফিউশান দূর হতো।
ধন্যবাদ।
৭| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩০
ভারসাম্য বলেছেন: সুফী ভাই তো বুঝিয়েই দিয়েছেন। 16 সঠিক উত্তর করতে গেলে, খন্ড ফিতার Length হতে হয়, 2.25 যা তিনি 9/4 দিয়ে বলেছেন। আর 2-1/4 কখনোই 9/4 হয় না। তার উত্তরের শেষে, '!' মার্কটি খেয়াল করুন।
আপনি যে সাইট থেকে কপি করেছেন, সেখান থেকে 2 নং এর প্রশ্নে ও ৬ নং এর উত্তরে '+' চিহ্নের বদলে '-' চিহ্ন এসেছে।
যাই হোক, এগুলো একদম বেসিক ম্যাথ, যোগ/বিয়োগ/গুণ ভাগ। ক্লাস টু'য়ের। তারপরও ম্যাথ নিয়ে এত কনফিউজড থাকলে, এটা শেয়ার দেয়াই উচিৎ হয় নি হয়তো।
যাই হোক, আমার অবশ্য ভালই লেগেছে পোষ্টটি।
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৪০
সুফিয়া বলেছেন: আমি আসলে এভাবে ভেবে দেখিনি। তবে এটাও তো ঠিক যে এখানে পোস্ট না দিলে আমার কনফিউশন দূর হতো না। তবু আমার ব্লগে অংশ নেয়ার জন্য আপনাকে আবারও অনেক ধন্যবাদ।
৮| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:২১
দি সুফি বলেছেন: @ভারসাম্য এবং লেখকঃ এখানে সম্ভবত 2-1/4 দিয়ে 2¼ কে বুঝানো হয়েছে। মিক্সড্ ফ্রাকশন টাইপ করতে না পেরে হয়ত '-' মার্ক ব্যবহার করেছে। শুধুমাত্র এভাবে চিন্তা করলেই উত্তর ১৬ হবে।
কিন্তু সাধারণত '-' এই মার্ক দিয়ে মাইনাস/বিয়োগ বুঝানো হয়। এজন্যই বিভ্রান্তীর সৃষ্টি হয়েছে
০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮
সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ সুফি ভাই। এবার আমার কাছে সহজ হয়ে গেছে পুরো বিষয়টি।
৯| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৩৭
ভারসাম্য বলেছেন: @ দি সুফি,2¼ বা 2+1/4 একই। মিক্সড ফ্র্যাকশনের ক্ষেত্রেও, '-' সাইন আসার কথা নয়। যাই হোক, আরো এক ভাবে উত্তর 16 হয় যদি, অখন্ড ফিতা 28 মিটার লম্বা হয়।
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৩
সুফিয়া বলেছেন: যেহেতু প্রশ্নটা এভাবে দেয়া আছে সেহেতু আমার মনে হয় উত্তরটা দি সুফি ভাই এর মত গ্রহণ করা যায়। তবে প্রশ্নটা পরিবর্তন করলে উত্তরটা গ্রহণযোগ্য হবেনা এমনটা কিন্তু আমি বলছি না।
ধন্যবাদ আপনাকে।
১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৪২
দি সুফি বলেছেন: @ভারসাম্যঃ ওয়েল, '-' কে মিক্সড ফ্রাকশনের সাপোর্ট হিসেবে চিন্তা না করে অন্য কোনভাবে প্রদত্ত প্রশ্নের উত্তরকে ১৬ বানাতে পারিনি! প্রশ্ন পরিবর্তন করে অবশ্য সম্ভব!
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৪
সুফিয়া বলেছেন: ধন্যবাদ সুফি ভাই। আমার ব্লগে অংশগ্রহণ করার জন্য।
১১| ১৬ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৪
পুচকে ফড়িং বলেছেন:
১) ০৭
২) ১৬
৩) আমার মনে হয় মাঝের দুইটাই হয়, একটু কনফিউজড
৪) ২
৫) ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড
৬) পারিনা
৭) সাইন্ড
৮) সানডে
৯) ৪৯৬২
১০) ১৯২
১১) মানডে
১২) নভেম্বর
১৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫৫
সুফিয়া বলেছেন: সবগুলো উত্তর এর আগে মিলানো হয়ে গেছে। দয়া করে আপনারগুলো মিলিয়ে নিন।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর পোস্ট!!