নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

রূপে অপরূপ আমার বাংলা

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৫



আমার বাংলা পথে পথে আমায় ডেকে যায়





আয়রে তোরা আয়, আমার আঙিনায়।





এখানে রূপসাগরে ঢেউ জেগেছে





ফুলের বিছানায়।





আয় রে তোরা আয়।





এখানে সবুজ-শ্যামল মাঠ প্রান্তরে





প্রাণের সুর সদাই বাজে





এখানে রূপসাগরে ডুব দিয়ে কন্যা





রূপকুমারী সাজে।





মধুর ডঙ্কার বাজে।





এখানে ঘুমের কোলে শান্ত নদী





কথা কয় নিরবধি





গানের আঙিনায়।





আয়রে তোরা আয় আমার প্রাণের আঙিনায়।





আমার মায়ের আঁচলপাতা সবুজ গালিচায়।





আয়রে তোরা আয়।





এই গানের পাখির দেশে আয়।





এই ভাটিয়ালীর গায়ে আয়।





এখানে কিষাণ বধূ স্বপ্ন ছড়ায় রাঙা ঠোঁটের হাসিতে।





এখানে রাখাল বালক সুর তোলে কাঁচা বাঁশের বাঁশীতে।





এখানে টাপুর টোপর বৃষ্টির তালে





উদাসী মনে ভাব জাগে।





এখানে বাউল মন সুর তোলে প্রাণের দোতারায়।





আয়রে তোরা আয়।





এই পাহাড় নদীর গাঁয়।





রাত নিঝঝুম ঘুমের কোলে বাঁশ বাগানের ছায়।





আয় রে তোরা আয়।





আকাশ-নদীর মিলন মোহনায়।





যেথায় পাহাড় এসে কথা কয় কানে কানে





সাগরের বুকে মুখটি রেখে





যেথায় পাখির ঠোঁটে সুর ঝরে সদাই





প্রাণের মুর্ছনায়।





সেথায় আয়রে ছুটে আয়।





গানপাখিদের গাঁয়, আয়রে ছুটে আয়।





আমার বাংলা ডেকে যায়। আয় রে ছুটে আয়।

মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:১৮

জহুরুল কাইয়ুম বলেছেন: I like your post most!

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৪

সুফিয়া বলেছেন: কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ। এটা আমার অনেক বড় পাওয়া।

২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২২

মেহেরুন বলেছেন: +++++

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এই না হলো বাংলা মায়ের চিরচেনা চিরন্তন রুপ। অত্যন্ত সুন্দর হয়েছে ছবিগুলি।





ধন্যবাদ।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৩৪

সুফিয়া বলেছেন: এই রূপ আমাদের বাংলা মায়ের প্রতি প্রকৃতির উদার উপহার। সেজন্যে বিধাতাকে ধন্যবাদ। আর ধন্যবাদ আপনাকেও।

৪| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৭

সুমন জেবা বলেছেন: ছবি দেখছিলাম আর গুন গুন গান যেন গলা বেয়ে এমনিতেই উঠে আসছিল ..
great post..

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। খুব ভালো লাগল জেনে ছবির সাথে সাথে আমার লেখা লাইনগুলো আপনার মনকে নাড়া দিয়েছে।

৫| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:১৭

শফিক আলম বলেছেন: impressive! জায়গাগুলোর নাম দেয়া থাকলে আরো ভাল হতো।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আমার মনের আবেগকে প্রকাশ করতে গিয়ে জায়গার নাম আর লেখা হলনা।

৬| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৩

এম এ কাশেম বলেছেন: সুন্দর কবিতা
অপরূপ ছবিতা।

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন নিরন্তর।

৭| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫০

মুদ্‌দাকির বলেছেন: দুই একটা বাদে সবই অসাধারন সুন্দর +++++++++++++

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১১:৫১

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯

সুমন কর বলেছেন: সুন্দর !

ছবিগুলো কি সংগ্রহ নাকি আপনার তোলা?

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

সুফিয়া বলেছেন: ছবিগুলো আমার তোল নয়, সংগ্রহ করা।

ধন্যবাদ।

৯| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:০২

ৎঁৎঁৎঁ বলেছেন: সুন্দর ছবিতা! খাসা!

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০১

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১০| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:১১

একজন আরমান বলেছেন:
অনেক সুন্দর কিছু ছবি। :)

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

সুফিয়া বলেছেন: আমার দেশটাই সুন্দর। এর ছবি তো সুন্দর হবেই। দেখলেই চোখ জুড়িয়ে যায়।

ধন্যবাদ।

১১| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:২৭

বৃষ্টিধারা বলেছেন: সুন্দর সব ছবি.....

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

সুফিয়া বলেছেন: অনেক ধন্যবাদ।

১২| ০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮

নীলশুভ্র বলেছেন: Your 3rd eye is Really Good. Very Nice Pic.

০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:০২

সুফিয়া বলেছেন: You are also thanked.

১৩| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৩৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
এক কথায় অসাধারণ! নয়নজুড়ানো ছবি... মন হারিয়ে যায়...
অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা :)

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। ছবিগুলো দেখে আমাদের সবার এই যে ভালোলাগা তা কিন্তু দেশের প্রতি ভালোবাসা থেকে উৎসারিত।

১৪| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:৪৯

দি সুফি বলেছেন: অসাধারণ সব ছবি। +++



এটা নিজামত ইমামবারা, ভারতের মুর্শিদাবাদে অবস্থিত, বাংলাদেশে নয়।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪০

সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ। বাড়তি পাওনা হিসেবে দেখলাম ভারতের মুর্শদাবাদে অবস্থিত ইমামবারা । সেজন্যে আরও একবার ধন্যবাদ।

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:০৩

বেকার সব ০০৭ বলেছেন: এক কথায় অসাধারন হয়েছে আপনার পোস্ট ছবি এবং কবিতা ভাল লেগেছে

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৪:১২

সায়েদা সোহেলী বলেছেন: আয়রে শখা আয় প্রানের মাঝে আয় --- অপরূপ বাংলা

++++

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

সুফিয়া বলেছেন: আসলেই আমার বাংলা রূপে অপরূপ। যে দিকে তাকানো যায় শুধু চোখ জুড়িয়ে যায়।

ধন্যবাদ আপনাকে।

১৭| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা.......

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮

সুফিয়া বলেছেন: ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা.......

ধন্যবাদ আপনাকে।

১৮| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন:

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

সুফিয়া বলেছেন: নাস্তার ট্রেটা কিন্তু জোস হয়েছে।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.