নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

কুরআন ও হাদীসের কিছু উপদেশ আমাদের জীবনকে পাল্টে দিতে পারে।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৪২

ডান হাত যা দান করে বাম হাত তা জানতে পারেনা ! এমন দানই সর্বোৎকৃষ্ট। --আল হাদীস।



দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান চর্চায় নিজেদেরকে উৎসর্গ কর।--আল হাদীস।



যারা অহংকারে আমার ইবাদত বিমুখ তারা লাঞ্চিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।--আল কোরআন।



পরনিন্দা মহাপাপ, কিন্তু অত্যাচারী ব্যক্তির নিন্দা করলে পরনিন্দা হয়না।--আল হাদীস।



পিতার আনন্দ খোদার আনন্দ এবং পিতার অসন্তোষ্টিতে খোদার অসন্তুষ্টি।--আল হাদীস।



মানুষের সাথে সদালাপ করবে, নামাজ যথাযথভাবে প্রতিষ্ঠিত করবে এবং যাকাত দিবে। -- আল কুরআন।



মায়ের পদতলে সন্তানের বেহেশত। --আল হাদীস।



মজুরের গায়ের ঘাম শুকাবার পূর্বে তার মজুরী দিয়ে দাও। -- আল হাদীস।



রুগীর সেবা ও শুশ্রষাকারী নিজ গৃহে ফিরে না আসা পর্যন্ত বেহেশতের পথে চলতে থাকে। --আল হাদীস।



যে লোক কম কথা বলে বা চুপ করে থাকে সে অনেক বিপদ আপদ থেকে বেঁচে যায়। --আল হাদীস।



কেয়ামত অবশ্যম্ভাবী এতে কোন সন্দেহ নাই। কিন্তু অধিকাংশ লোকই সেটা বিশ্বাস করেনা। -- আল কুরআন।



সদর দরজা দিয়ে যে বেহেশতে যেতে চায় সে তার পিতামাতাকে সন্তুষ্ট করুক।--আল হাদীস।



যার হাত এবং জবান থেকে মানবজাতি নিরাপদ, তিনিই খাঁটি মুসলমান।--আল হাদীস।



কবর ও গোসলখানা ব্যতীত সমস্ত দুনিয়াই নামাজের স্থান।--আল হাদীস।



মানবতার সেবায় যিনি নিজের জীবন বিলিয়ে দিতে পারেন, তিনিই মহানামব।--আল হাদীস।



যারা অপব্যয় করে তারা অবশ্যই শয়তানের ভাই।--আল কুরআন।



নিজের নফসকে দমন করাই সর্ব প্রথম জেহাদ।--আল হাদীস।



দয়া ঈমানের প্রমাণ, যার দয়া নেই তার ঈমান নেই।--আল হাদীস।



যদি ধৈর্য থাকে তাহলে সে অবশ্যই সৌভাগ্যশালী হয়।--আল হাদীস।



যে ব্যক্তি তওবা করে ও সৎ কাজ করে সে সম্পূর্ণরূপে আল্লাহর অভিমুখী হয়।--আল কুরআন।



যারা এক মুখে দুই কথা বলে, তারা মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি।--আল হাদীস।



যারা শিক্ষালাভ করে এবং তদঅনুযায়ী কাজ করে, তারাই প্রকৃত বিদ্ধান।--আল হাদীস।



যে মানুষের প্রতি কৃতজ্ঞ নয়, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ নয়।-- আল হাদীস।



কাউকে অভিশাপ দেয়া সত্যপরায়ণ ব্যক্তির উচিত নয়।--আল হাদীস।



যে ব্যক্তি নীরবতা অবলম্বন করছে সে মুক্তি লাভ করেছে।--আল হাদীস।



যে নামাজে হৃদয় নরম হয়না, সে নামাজ খোদার নিকট নামাজ বলিয়া গণ্য হয়না।--আল হাদীস।



মানুষকে ধনদৌলত পাহাড়া দিতে হয়, কিন্তু জ্ঞান নিজেই মানুষকে রক্ষা করে এবং মন্দ কাজ থেকে বিরত রাখে।--হজরত আলী (রাঃ)।



কারও অসাক্ষাতে তার নিন্দা করলে ওজু ও রোজা নষ্ট হয়ে যায়।--আল হাদীস।



যে ব্যক্তির স্বভাবে নম্রতা নেই, সে সর্বপ্রকার কল্যাণ হইতে বঞ্চিত।--আল হাদীস।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৭

এ্যাংগরী বার্ড বলেছেন: ধন্যবাদ। অনেকটাই অজানা ছিল।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৮

সুফিয়া বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯

ময়না বঙ্গাল বলেছেন: খুবই সময় উপযোগী হাদীস সংকলন। আমল করার তওফিক দাও আল্লা...

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৯

সুফিয়া বলেছেন: আল্লাহ তায়ালা আমাদের সকলকে এই হাদীসগুলো আমল করার তওফিক দিন। আমীন।

ধন্যবাদ।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

দালাল০০৭০০৭ বলেছেন: খুবই সুন্দর সংকলন আপু।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০৪

বেলা শেষে বলেছেন: সুফিয়া, Assalamualikum, yes i was waiting for you, it is a very good post , please write more on Medical Scienc, Hightech, Technology, Design.....
Thenk you very much....

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:২১

সুফিয়া বলেছেন: ওয়ালাইকুম আসসালাম।

অনেক অনেক ধন্যবাদ এ কারণে যে আপনি আমার পোস্ট এর জন্য অপেক্ষা করছিলেন।

আমি চেষ্টা করব আপনার চাওয়ামতো কিছু করতে।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১০

বেলা শেষে বলেছেন: কুরআন ও হাদীসের কিছু উপদেশ আমাদের জীবনকে পাল্টে দিতে পারে।


Islamic Design.Islamic Design.Islamic Design.

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:২৬

সুফিয়া বলেছেন: আবারও ধন্যবাদ।

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৪:০৪

জো জো বলেছেন: আল্লাহ তায়ালা আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন।

০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আল্লাহ তায়ালা সবাইকে কুরআন-হাদীসের নির্দেশাবলী মেনে চলার তওফিক প্রদান করুন।

৭| ২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৭:২১

হিমচরি বলেছেন: Zajakallah al khayran!

২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

সুফিয়া বলেছেন: আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন।

৮| ০১ লা এপ্রিল, ২০১৪ রাত ৩:০৫

araddho বলেছেন: আস সালামু আঃলাইকুম বোন,
আপনি কি এই হাদিস গুলোর Reference দিতে পারেন? আমি এবং অন্য সবাই যারা যাচাই বাছাই করে সত্য খুঁজেন, তাদের উপকার হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ্‌র প্রতি ভয় এবং ভালোবাসায় বর্ধিত করুন।

০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৯:২৯

সুফিয়া বলেছেন: দুঃখিত, আমি এই হাদীসগুলোর রেফারেন্স দিতে পারবনা। কারণ, সরাসরি কোন হাদীসের বই থেকে আমি এগুলো সংগ্রহ করিনি।
যেখান থেকে সংগ্রহ করেছি সেখানে রেফারেন্স উল্লেখ নেই।

ধন্যবাদ আপনাকে।

৯| ০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৮

araddho বলেছেন: আস-সালামু আঃলাইকুম বোন, আপনি যদি চান, এখান থেকে অনেক বাংলা হাদিসের বই ডাউনলোড করতে পারেন।
https://mega.co.nz/#fm/nUcVlJqK।

আপনাকে অবশ্য সাইন আপ করতে হবে।
ইনশাল্লাহ আপনি নিশ্চয়ই এরপরে রেফারেঞ্চ সহ হাদিস পোস্ট করতে পারবেন।

০২ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩৮

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অবসর পেলেই কুরআন-হাদীসসহ অন্যান্য ভালো বই পড়তে চেষ্টা করি। আপনার লিঙ্কটা আমার কাজে লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.