![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আমাদের অতি ব্যস্ত জীবন ব্যবস্থাকে একটু সহজ ও আরামপ্রিয় করে নেবার জন্য অনেকে ঘরে মাইক্রো ওভেন ব্যবহার করে থাকি। বিজ্ঞানের আশীর্বাদে আমাদের দৈনন্দিন জীবন যাত্রা প্রণালীতে মাইক্রো ওভেন নানাভাবে ভূমিকা পালন করে থাকে। কিন্তু এসব যন্ত্রপাতি থেকে সেবা নেয়ার পাশাপাশি এগুলোর পরিচর্যারও প্রয়োজন আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত এগুলো পরিস্কার করা । তাই আজ মাইক্রো ওভেন সহজে ও প্রাকৃতিক উপায়ে পরিস্কার করার একটি পদ্ধতি নিম্নে শেয়ার করলাম। এই তথ্যটা ইয়াহু থেকে নেয়া। এজন্যে দরকার ঃ
একটি ওভেন প্রুফ বাটি বা ছোট বোল।
একটি বড় লেবুর অর্ধেক
আধা কাপ পরিমাণ পানি ও
একটি পরিস্কার শুকনো ছোট টাওয়েল।
পদ্ধতি ঃ
বোলের মধ্যে আধা কাপ পানি ঢেলে নিন। অর্ধেক লেবুর নিংড়ানো রস পানিতে মিশান। একই সাথে লেবুর অংশটুকুও পানিতে দিয়ে দিন। ওভেনের ভিতর পানিসমেত বোলটি বসিয়ে দিয়ে হাই পাওয়ারে তিন মিনিট ওভেনটা চালিয়ে রাখুন। তিন মিনিট পর ওভেনটা বন্ধ হয়ে গেলে এর দরজা না খুলে পাঁচ মিনিট অপেক্ষা করুন। এই পাঁচ মিনিটে ফুটন্ত পানি থেকে উঠে আসা ধোয়া ওভেনের গায়ে লেগে থাকা আটাযুক্ত খাবারের অংশকে উঠে আসতে সাহায্য করবে। পাঁচ মিনিট পর ওভেনের
দরজা খোলে পরিস্কার টাওয়েলটি দিয়ে আলতো করে ঘষে নিন। দেখবেন আপনার ওভেনের ভিতরটা ঝকঝকে পরিস্কার ও দুর্গন্ধমুক্ত হয়ে গেছে।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫
সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩
বৃষ্টিধারা বলেছেন: আরে বাহহহহহ
সুন্দর তো । সোজা প্রচেস ।
আমি তো আরো সবানের গুড়া দিয়ে ধুইতাম এতদিন ।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৫
সুফিয়া বলেছেন: একদম সহজ। সাবান গুড়া দিয়ে ধোয়ার চেয়ে উত্তম।
ধন্যবাদ।
৩| ০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৯
ঢাকাবাসী বলেছেন: ভাল জিনিস।
০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৬
সুফিয়া বলেছেন: ঠিক তাই। ধন্যবাদ।
৪| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১২:৩৩
সুমন কর বলেছেন: কাজের পোস্ট।
০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯
সুফিয়া বলেছেন: ধন্যবাদ।
৫| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪১
বেলা শেষে বলেছেন: ....easy but we have Need it.....
....men also - they have to do it...
০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২১
সুফিয়া বলেছেন: Thank you.
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭
নবীউল করিম বলেছেন: +++++++++++++++++