নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

আমাদের ছোটবেলার পরিচিত ব্যাঙের ছাতা ! সেগুলোর যে এত নান্দনিক রূপ হতে পারে জানা ছিল না।

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

আমাদের অনেকের শৈশব স্মৃতির সাথে জড়িয়ে আছে ব্যাঙের ছাতার স্মৃতি। পরবর্তীতে যখন মাশরুম চিনেছি তখন দেখলাম যে এগুলো আমার সেই চিরচেনা ব্যাঙের ছাতা। কত খেলেছি ব্যাঙের ছাতা দিয়ে। পুতুল বিয়ে দিতে গিয়ে মিছিমিছি বর্ষার আশংকা করে ব্যাঙের ছাতাকে করেছি অনুষ্ঠানের প্রধান অনুষংগ।



আজ উইকিপিডিয়াতে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আমার সেই শৈশব স্মৃতি বিজড়িত ব্যাঙের ছাতা। কত যে নান্দনিক হতে এই ব্যাঙের ছাতা তথা মাশরুমের রূপ কোনদিন তা কল্পনায়ও আসেনি। ছবিগুলো তাই শেয়ার না করে পারলাম না।















































































































































মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫

রাসেলহাসান বলেছেন: ছোটবেলার কথা মনে পড়লো!!

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৮

সুফিয়া বলেছেন: আমারও তাই। তাই তো পোস্টটি না দিয়ে পারলাম না।

ধন্যবাদ আপনাকে।

২| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

মোঃ নুরুল আমিন বলেছেন: রংরুপে বাহারী, খেতেও তাই

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

সুফিয়া বলেছেন: আমার কেন জানি খেতে খুব ইচ্ছে হয়না। তবে দেখতে খুব ভালো লাগে।

ধন্যবাদ।

৩| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

নীল আকাশ আর তারা বলেছেন: খুব সুন্দর ।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪১

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলেই দেখতে খুব সুন্দর লাগছে রং বেরং এর মাশরুমগুলোকে।

ধন্যবাদ।

৪| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০

সাদা মনের মানুষ বলেছেন: অসাধারণ

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৫| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বাহ! সুন্দর তো! শেয়ারের জন্য ধন্যবাদ।

০৬ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

সুফিয়া বলেছেন: আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৬| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৫০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: খুব সুন্দর!!!!

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৭| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৩

চুক্কা বাঙ্গী বলেছেন: মাশরুম যত সুন্দরই হোক, আমাদের ব্যাঙ্গের ছাতা বেশী ভাল। নামটার মধ্যে শৈশবের গন্ধ মিশে আছে। পোস্টে প্লাস।

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৫

সুফিয়া বলেছেন: আপনার সাথে আমিও একমত। ব্যাঙের ছাতা শব্দটির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে শৈশবের কত না মধুর স্মৃতি ! মনে হয় আর একবার যদি ফিরে যেতে পারতাম সেই দিনগুলোতে !

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

৮| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:৪০

এ কে এম রেজাউল করিম বলেছেন: ছোট্ট কালে গ্রামে আমাবতি বৃষ্টির (একটানা ১০ দিন থেকে ১৪ দিন) পরে ঘরের পিছে অথবা ঝোপে ঝাড়ে বিভিন্ন আকৃতির ও রংগের ব্যাঙ্গের ছাতা দেখতাম এবং বিস্ময় জাগতো!
এত সুন্দর এগুলি কী!
তা এখন শুধুই স্মৃতি।

পোষ্ট দাতাকে অভিন্দন।

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৭

সুফিয়া বলেছেন: আমাদের তো এখন সময় কাটে সেই মধুর স্মৃতি হাতড়িয়ে। বর্তমানের যান্ত্রিক নিগড়ে আবদ্ধ সময়টা যেভাবে আমাদেরকে আষ্টেপৃষ্টে বেধে ফেলেছে সেখান থেকে বেরিয়ে একটুখানি সুখের হাওয়ায় গা ভাসানোর একমাত্র উপায় শৈশবের সেই দিনগুলোতে ফিরে যাওয়া। এটা আমার এক্নত ব্যক্তিগত মতামত। জানিনা আপনি আমার সাথে একমত হবেন কি-না।

ধন্যবাদ। ভালো থাকবেন।

৯| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

বেলা শেষে বলেছেন: Good writings, good decorations, good selections, good descriptions, marvelous "DesignWorks"....
Respect will come autometically!!!

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪৩

সুফিয়া বলেছেন: I seem your compliments has overcome my post. It is my great pleasure to get me in my blog.

Thank you very much. Wish you a very good time.

১০| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩২

নিশাত তাসনিম বলেছেন: অসাধারণ ।

২৬ শে মার্চ, ২০১৪ সকাল ৮:৫৬

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে। আসলেই অসাধারণ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.