নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার।

সুফিয়া

পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।

সুফিয়া › বিস্তারিত পোস্টঃ

গুণীজনদের রেখে যাওয়া কিছু অমিয় বাণী, পর্ব-১

০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৪১

সৃষ্টিই স্রষ্টার পরিচয় বহন করে। -মুন্সী মোঃ আবদুল আলীম।

জন্মদাতা হওয়া সহজ, কিন্তু পিতা হওয়া বড় কঠিন।- প্রবোধকুমার সান্যাল।

জীবনের সবচেয়ে বড় জয় হলো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন। -নাহিদ নোমান।

পক্ষপাতহীন বিচারকই ন্যায় বিচার করতে পারে। -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

যারা বুদ্ধি ও যুক্তিতে নয়, গলাবাজি করে জিততে চায়, তারা বর্বর। -আবুল ফজল।

জগতে অধিকাংশ অশান্তির মূল ধনলিপ্সা। -মুনির চৌধুরী।

নেতা কে ? বিবেকই তো তোমার নেতা। তোমার কর্তব্যজ্ঞানই তোমার নেতা। -কাজী নজরুল ইসলাম।

সকাল সকাল ঘুমানো, সকাল সকাল উঠা মানুষকে স্বাস্থ্যবান, সম্পদশালী ও জ্ঞানবান করে তোলে।-- ফ্রাঙ্কলিন।

একজন ভালো লোক সহজে অন্যের দোষ খুঁজে পায়না। -স্পারজন।

অপরের দোষক্রুটি যাচাই করা অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম। -ডেমোক্রিটাস।

প্রতিটি মানুষ তার কর্মের কাছে দায়বদ্ধ। -মুন্সী মোঃ আবদুল আলীম।

তারাই সুখী যারা নিজেদের ভাঙনের আওয়াজ পায় আর মেরামত করে নিতে পারে। -সেক্সপীয়ার।

সকল প্রকার যন্ত্রণার মহৌষধ হচ্ছে ঘুম ও আনন্দ। -ক্রিষ্টিনা রসোটি।

সব কাজেই আমাদের উচিত অতীত, বর্তমান ও ভবিষ্যতের দিকে দৃষ্টি দেয়া। - প্যাসকাল।

অন্যের কল্যাণের জন্য আমরা যে কাজ করি সেটাই মহৎ কর্ম।- আবুল ফজল।

প্রত্যেকই জানে তার প্রয়োজন সৎ পরামর্শ। কিন্তু সে মানে না।-জার্মান প্রবাদ।

ভালোবাসায় আপন-পর শব্দ দুটি পরিত্যাগ করো। -মুন্সী মোঃ আবদুল আলীম।

ভদ্রলোক সে-ই, বড় সে-ই, যে সত্যের উপাসক।- শেখ সাদী (রাঃ)।

কথায় যদি নিজের নির্বুদ্ধিতা প্রকাশ পায়, তবে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ।--চার্লস কিংসলে।

সৌন্দর্য যেমন দেহের উৎকর্ষতা বৃদ্ধি করে তেমনি দেহের উৎকর্ষতা আবার মনের সৌন্দর্য বৃদ্ধি করে। -এমারসন।

কল্পনাহীন মানুষ পঙ্গু, স্বপ্নহীন মানুষ অথর্ব।-মোহাম্মদ বরকতউল্লাহ।

লক্ষ্যের প্রতি স্থিরবদ্ধ থাকা কৃতকার্য হওয়ার গোপন কথা।- ডিজরেলি।

হাতে কলম আর পেটে বিদ্যা থাকলেই লেখা যায়না। সেজন্যে প্রতিভা ও মগজ থাকা চাই। -গুন্টার গ্রাস।

কাজই আনন্দ, কাজই জীবন। কাজই বেঁচে থাকার প্রমাণ। -সত্যজিত রায়।

কৃপণের ধন উঠে আসে মাটির তলা থেকে, আর কৃপণ নিজে গিয়ে ঢোকে মাটির তলায়। - শেখ সাদী (রাঃ)।

নিস্কর্মা বা কর্মহীন লোকের দিন স্বস্তির বা সুখের হয়না।- আর্থার ইউজিন।

তোমার কর্মই তোমাকে মহিমান্বিত করবে।-লুইস মরিস।

একজন বুদ্ধিমান লোকের সাথে কথোপকথন বহু সংখ্যক বই পাঠ করার চেয়ে ভালো।-লং ফেলো।

মানুষের কল্যাণের জন্যই ধর্মের আগমন। -মুন্সী মোঃ আবদুল আলীম।

ইশারার ভাষা আদি ভাষা। -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

সব ফুলেই মধু থাকে সন্দেহ নেই, কিন্তু সেই মধু বের করে আনার জন্য মৌমাছি চাই।-আর্থার পিটারম্যান।

আমাদের যেখানে সীমাবদ্ধতা তাকেই আমরা বলি নিয়তি।-এমারসন।

চাতুর্যের ফাঁদ সেই এড়াতে পারে যে জানে কিভাবে তা পাতা হয়।-পাবলিয়াস সাইরাস।

বুদ্ধি যেখানে প্রবল, লালসা সেখানে দুর্বল।-প্লেটো।

তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে।-শেক্সপীয়ার।

নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। -রবীন্দ্রনাথ ঠাকুর।

তুমি কে তা আমার জানার দরকার নেই, তুমি কি করছো তা আমার জানার প্রয়োজন আছে। -মুন্সী মোঃ আবদুল আলীম।

একটি ভালো মেয়েমানুষ মানেই পৃথিবীতে স্বর্গের টুকরো।-রোমাঁ রোলাঁ।

পরিশ্রমী মানুষের ঘুম শান্তিপূর্ণ হয়।-জর্জ হাবার্ট।

মূর্খতার চেয়ে বড় পাপ আর নেই।-সহণ ইবনে আবদুল্লাহ।

এমন প্রতীজ্ঞা করা উচিত নয়, যা পালন করতে পারবে না।-ডেল কার্নেগী।

মূর্খ ও জ্ঞানহীন মানুষের ধার্মিক হইবার অধিকার নাই, সে ধার্মিক হইতে পারেনা।-ডাঃ লুৎফর রহমান।

আজকের নিন্দিত অচিরেই হবে নন্দিত।-মুন্সী মোঃ আবদুল আলীম।

চাতুর্য গোপন করতে পারাই সবচেয়ে বড় চতুরতা।-লা রোচে ফোকাল্ড।

ফুলের জীবন সংক্ষিপ্ত, অথচ কত মহিমাময় ! -লরেন্স হোপ।

ধর্ম নিয়ে রাজনীতি সবচেয়ে বড় দুর্নীতি। - আবুল ফজল।

প্রচন্ড ঘৃণা হৃদয়ে ধূমায়িত হয়। তারপর ধিকিধিকি জ্বলে এবং এক সময় দাউ দাউ করে জ্বলে উঠে। -কার্নেইল।

চরিত্র গঠনের কাজ শিশুকাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত চলতে থাকে। - রুজভেল্ট।

জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ট বন্ধু। - কোলরিজ।

প্রয়োজনের সময় একতা, দুঃসময়ের জন্য স্বাধীনতা আর সব সময়ের জন্য পরোপকার।--রিচার্ড বক্সটার।

ঘুষকে হারাম বলবেন তাতেও কাজ হবেনা। ঘুষ আজকাল বকশিসে রূপান্তরিত হয়েছে, যেমন সুদ রূপান্তরিত হয়েছে মুনাফায়। --আমিনুল ইসলাম।

আমাদের চরিত্র হচ্ছে আমাদের আচার-আচরণের ফল। -এরিষ্টেটল।

বিবেক মানুষের প্রধান বিচারক। যে ব্যক্তি তার আপন বিবেকের কাছে জবাবদিহি করতে জানেনা, তাকে কখনও কোন বিচারকের সম্মুখীন হতে হয়না। -মুন্সী মোঃ আবদুল আলীম।

যার মধ্যে যত প্রেম, তার মধ্যে ঘৃণাও তত বেশী। -মোহাম্মদ রহমতউল্লাহ।

ক্রোধকে অক্রোধ দ্বারা, অসাধুকে সাধুতা দ্বারা, কৃপণকে দান দ্বারা, অসত্যকে সত্য দ্বারা জয় করবে। -মহামতি বুদ্ধ।

প্রতিটি নিশ্বাসের জন্য আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় কর, কারণ যে কোন মুহূর্তে তিনি তা গ্রেফতার করতে পারেন। -মুন্সী মোঃ আবদুল আলীম।

অপরের দোষ অপেক্ষা নিজের দোষ যাচাই করা উত্তম। -ডেমোক্রিটাস।

পরামর্শ না করে কাজ করলে অনেক সময় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। -প্লেটো।

মানুষের অনুকম্পা পাওয়ার চেয়ে ঈর্ষা পাওয়া শ্রেয়। - হেরোডেটার্স।

যে ব্যক্তি পাপের মতো পূণ্যকেও গোপন রাখে, সেই খাঁটি লোক। -সুফী ইয়াকুব।

মানুষের চোখের ভাষা সর্বত্রই এক, যে পড়তে জানে তার ভুল হবার কথা নয়। -উইলিয়াম পেলে।

উদার পুরুষ মানুষের কপালে অনেক দুঃখ লেখা থাকে, সরল ও সৎ পুরুষেরও।- বুদ্ধদেব গুহ।

প্রতিরাতে ঘুমাতে যাবার আগে তোমার সারাদিনের কর্ম নিয়ে বিবেককে একবার প্রশ্ন কর। -মুন্সী মোঃ আবদুল আলীম।

গুণ থাকলেও চেষ্টা না করলে জগতে প্রতিষ্ঠা লাভ করা যায়না। -ডাঃ লুৎফর রহমান।

সদুপদেশ গ্রহণ করার অর্থ হলো নিজের দক্ষতা বৃদ্ধি করা।-গোদে।

রাজার ছেলে রাজা হয় - এটাকে কি নিয়তি বলা যায় ? --প্রবোধকুমার সান্যাল।

কর্মজীবি মানুষের গৃহে ক্ষুধা উঁকি মারে কিন্তু ঢুকতে সাহস পায়না। -বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।

পড়াশুনার পদ্ধতিটা কষ্টকর হলেও এর ফল অত্যন্ত মধুর। -এরিষ্টটল।

যে দেশের জনগণ যত বেশী শিক্ষিত, সে দেশের রাজনীতি তত বেশী পরিচ্ছন্ন। -মুন্সী মোঃ আবদুল আলীম।

প্রতাপশালী লোককে সবাই ভয় পায়, কিন্তু শ্রদ্ধা করেনা। --জন গে।

মানুষ তখনই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে যখন সে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। -জাসিং।

একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর। -এমারসন।

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:২৯

রাজীব নুর বলেছেন: -রোমাঁ রোলাঁ।

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২০

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৬

উদাস কিশোর বলেছেন: দারুণ পোষ্ট

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২০

সুফিয়া বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৩| ০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৫

দালাল০০৭০০৭ বলেছেন: দারুন এক খান পোস্ট আপু । প্রিয়তে নিলাম

০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২১

সুফিয়া বলেছেন: আমার ভালো লাগল আপনি প্রিয়তে নিয়েছেন দেখে। আরও অনেকগুলো বাণী রয়ে গেছে। পরবর্তী পর্বে দেবো। চোখ রাখবেন আশা করি।

ধন্যবাদ আপনাকে।

৪| ০৯ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

খাটাস বলেছেন: সুন্দর পোস্ট। বক্সে সাজায়ে রাখলাম।
কমেন্টে জানলাম, এমন পোস্ট আর ও আসবে। অপেক্ষায় থাকলাম। :) শুভ কামনা ।

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ।

৫| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৪

সুমন কর বলেছেন: গুড পোস্ট।

প্রতিরাতে ঘুমাতে যাবার আগে তোমার সারাদিনের কর্ম নিয়ে বিবেককে একবার প্রশ্ন কর। -মুন্সী মোঃ আবদুল আলীম।

এই বাক্যটি আমার কাছে খুব প্রিয়।

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৯

সুফিয়া বলেছেন: ধন্যবাদ। আসলে অনেকগুলো প্রিয় বাক্য এখানে আছে। কিন্তু আমরা অনুসরণ করি না এই যা --।

৬| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:২৩

মোঃ ইসহাক খান বলেছেন: পুরনো কথাগুলো সবসময়েই তাঁদের আবেদনের জায়গা নিয়ে থাকবে।

প্রবাদ প্রবচন এবং জ্ঞানী ব্যক্তিদের উক্তির প্রতি আমার ব্যক্তিগত দুর্বলতা আছে।

শুভেচ্ছা সতত।

১০ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪২

সুফিয়া বলেছেন: আপনার প্রতিও রইল অনেক অনেক শুভেচ্ছা। আমারও এরকম দুর্বলতা আছে। ছোটকাল থেকে আমার বই পড়ার প্রচন্ড নেশা। বই পড়তে গিয়ে যেখানে এমন কোন শিক্ষণীয় উক্তি পেতাম সেটাকে আমি নোট করে রাখতাম। আমার স্মরণীয় উক্তির একটা ছোট্ট নোট বুকও আছে।

ধন্যবাদ।

৭| ১১ ই মার্চ, ২০১৪ ভোর ৫:০৫

এ কে এম রেজাউল করিম বলেছেন: পোষ্ট ভালো লেগেছে। সুভেচ্ছা সতত।

১২ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৪

সুফিয়া বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.