![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবী আমাকে শূণ্যতায় বাঁধতে পারেনা অস্তিত্বে মাকে আগলে রেখেছি বলে।
আমার ব্লগে ছবি আপলোড করা যাচ্ছে না গত কিছুদিন ধরে। সামুর সম্মানিত মডারেটরগণ, আপনারা কি এই সমস্যা সমাধানে একটু উদ্যগী হবেন ? তাহলে আমার খুব উপকার হয়।
অগ্রিম ধন্যবাদ জানবেন।
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪২
সুফিয়া বলেছেন: নতুন পদ্ধতিটা কি জানতে পারলে ভালো হতো। ধন্যবাদ আপনাকে।
২| ২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১:০৪
ইমরাজ কবির মুন বলেছেন:
|
৩| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:০০
দেশ প্রেমিক বাঙালী বলেছেন:
৪| ২৩ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪
বেলা শেষে বলেছেন: Each & everybody have to learn new System!!!
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৪
সুফিয়া বলেছেন: Yes. I am agree with you.
Thank you.
৫| ২৩ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭
দি সুফি বলেছেন: সামুতে ছবি আপলোড না করে বাইরে কোথায়ও আপলোড করে এখানে লিঙ্ক দিয়ে ছবি সংযুক্ত করতে পারেন। এতে করে সামুতে কোন সমস্যা হলেও ছবি হারিয়ে যাবে না।
এখানে ছবি আপলোড করুনঃ http://imgur.com/
রেজিষ্ট্রেশন করে নিলে যখন ইচ্ছা আপনার পূর্বের আপলোড করা ছবিগুলো পেয়ে যাবেন।
ছবি আপলোড শেষ হলে ছবির উপর ক্লিক করলে ছবিটি ওপেন হবে এবং অ্যাড্রেসবার থেকে ছবির লিঙ্কটি নিতে পারবেন।
এরপর সামুতে লিঙ্কটি এভাবে লিখুন (স্পেসগুলো মুছে দিয়ে) [ img | http://i.imgur.com/qQlVhJa.jpg ]
তাহলে এভাবে ছবিটি পেয়ে যাবেনঃ
২৪ শে মার্চ, ২০১৪ সকাল ৯:৪৩
সুফিয়া বলেছেন: এটাই কি নতুন পদ্ধতি কি-না জানিনা। চেষ্টা করে দেখব। ধন্যবাদ আপনাকে আমাকে সাহায্য করার জন্য।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০
শরৎ চৌধুরী বলেছেন: ব্লগের মেইনটেনেন্স এর জন্য এমনটা হচ্ছে। নতুন পদ্ধতিতে ছবি আপলোড করা যাচ্ছে। পুরাতন পদ্ধতিতে এখনো অনেকের সমস্যা হচ্ছে। সেটাও ঠিক হয়ে যাবে অতি দ্রুত।